![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে তুমি ? তুমি কি ভয় ?
নাকি অগ্নি বীণার তানে জেগে ওঠা প্রলয় শিখা
নাকি তপ্ত বর্ণের বালুকাময় মরু প্রান্তরের কোন মরিচীকা
তোমাকে চিনতে পারি নি আমি , তুমি কে ?
রুদ্র মঙ্গল ? ধূমকেতু ? নাকি যোগবাণী ?
মাঝে মাঝে তুমি ঝঞ্ঝা , বিক্ষুব্ধ ধরনী
আকাশ বাতাস কাঁপিয়ে তোলা সেই স্বরাজী , সেই সংগ্রামী
কে তুমি ? কি তোমার পরিচয় ?
তুমি কি বিষের বাঁশি ? তুমি কি বাঁধন হারা ?
নাকি দূর্ভিক্ষের থাবায় ছিন্নভিন্ন কোন কঙ্কালসাড়ের সেই মৃত্যুক্ষুধা
তুমি কি সেই সর্বহারা ?
যে রচনা করেছিল শোষন , বঞ্চনা , নীপিড়ন , যন্ত্রনার শেষ সওগাত
মরুঝড়ে জেগে ওঠা কোন বেদুঈন নও তো তুমি ? যার ললাটে বিদ্রোহী রাজটীকা,
মুক্তির হুংকারে প্রজ্বলিত প্রলয় শিখা
তুমি কি শিউলিমালা ? দোলনচাঁপা ? নাকি ঝিলিমিলি ?
কে তুমি ?
তুমি কি সেই ? যার বাবরি দোলানো চুল ?
সেই উদ্ধত , সেই দূর্বার , সেই প্রলয় , সেই নজরুল ?
তবে এসো হে , এসো হে রুদ্রমূর্তি , হে মহাকাল
ঘুচাও জরা , মুক্ত কর হে বন্ধন , ভেঙে দাও অত্যাচারীর শোষনের শৃঙ্খ্ল
©somewhere in net ltd.