![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি নাকি লাল টিপ পড়ে এসেছিলে ?
ভাগ্যিস আমি ছিলাম না সেদিন
নইলে যে বসন্তটা দেখাই হতো না।
তুমি নাকি নীল শাড়ি পড়েছিলে ?
কৃষ্ণচূড়া খুঁজতে গিয়েছিলাম সেদিন
ভাগ্যিস গিয়েছিলাম,
নইলে যে নীল নকশার আঁচলেই হারিয়ে যেতাম।
তুমি নাকি মাথায় হলুদ ফুল গুঁজেছিলে ?
রাণী ক্লিওপেট্রার মুকুট পড়েছিলে,
ভাগ্যিস ফাগুন দেখতে বেড়িয়েছিলাম সেদিন
নইলে যে হলুদ মুকুটের ভৃত্য হয়ে যেতাম
ফাগুন আর দেখা হতো না।
তুমি নাকি আমায় ডেকেছিলে ?
আমাকে খুঁজেছিলে সেদিন,
ভাগ্যিস আমি শুনতে পাইনি
নইলে যে মরন লেখা ছিল আমার।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০
জয়ন্ত মিত্র বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭
জাহিদ অনিক বলেছেন: ইশ !!! ভাগ্যিস !!!
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬
বিজন রয় বলেছেন: আপনি তো ভাল লেখেন। কিন্তু অন্যের ব্লগে যান না কেন?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯
জয়ন্ত মিত্র বলেছেন: ব্লগের অতিথি পাখি তো তাই । তবে নিয়মিত হবার চেষ্টা করছি ।
আর ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে ভাই ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর।
শেষ লাইনটা ভাল লাগেনি শুধু