নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তকথার বিচ্ছুরন , মুক্তমনের বিচরন

জয়ন্ত মিত্র

জয়ন্ত মিত্র › বিস্তারিত পোস্টঃ

বাংলা - ই - স্তান

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:১০

দ্যা ইসলামিক স্টেট অফ বাংলা - ই - স্তান
.
সেদিন বাংলাদেশ মরে যাবে,যেদিন থাকবে না কোন কবিতা.....
যেদিন সাদা পাতা ভরে উঠবে না দুঃখের জীবন গাঁথায়
যেদিন ওরা চলে যাবে ক্ষমতার মাথায়.....
.
সেদিন বাংলাদেশ মরে যাবে, যেদিন মানুষ বলবে না কোন কথা
যেদিন উপন্যাসগুলো থাকবে জাদুঘরে
আর ওরা থাকবে রাষ্ট্রীয় চাদরে..........
.
সেইদিনই বাংলাদেশের মৃত্যু ঘটবে, যেদিন মানুষ কাঁদতে ভুলে যাবে
যেদিন বৃষ্টিতে কেউ ভিজবে না
যেদিন ওরা আর মানুষ থাকবে না
.
হ্যাঁ,সেইদিন বাংলাদেশের মৃত্যু ঘটবে,যেদিন নারী থাকবে কালো বাক্সে বন্দী
যেদিন আর চুড়ির কিঙ্কিনী থাকবে না
ওরা যেদিন থেকে আর ভালবাসতে দেবে না।
.
বাংলাদেশের মৃত্যু ঘটবে সেইদিন, যেদিন তুমি আমি মিলে আর বন্ধু হব না
যেদিন রক্তাক্ত হবে গলিপথ
আর ওদের দখলে থাকবে রাজপথ
.
সেদিন বাংলাদেশ বলে আর কিছুই থাকবে না,যেদিন আর কেউ প্রেয়সীর হাত ধরবে না
যেদিন সিনেমাহল গুলো সিলগালা হবে
যেদিন ওরা আমাদের চোখ বেঁধে দেবে।
.
বাংলাদেশ থাকবে না সেদিন,যেদিন পূজোয় ঢাক বাজবে না
যেদিন ভাই ভাইয়ের দিকে হিংসার চোখে তাকাবে
আর ওরা লঘুদের শেয়াল কুকুরের মত ছিঁড়ে খাবে।
.
সেদিন আর বাংলাদেশ থাকবে না, যেদিন পাহাড়ে বাজবে জলপাই রঙাদের দামামা
যেদিন বুদ্ধ পূর্নিমা হবে না
যেদিন ওরা তোমায় আমায় বাঁচতে দেবে না।
.
থাকবে না বাংলাদেশ সেদিন, যেদিন আর কেউ বলবে না, " তোমার আমার ঠিকানা "
" পদ্মা - মেঘনা - যমুনা "
যেদিন কেউ মিছিল করবে না
যেদিন ওরা তোমায় স্বাধীনতা দেবে না।
.
সেদিন থাকবে না আর বাংলাদেশ, যেদিন বেড়িয়ে পড়বে শিক্ষিতের লেবাশ জড়ানো মৌলবাদী কুত্তার দল
যেদিন সুশীলেরা পা চেটে দেবে ধর্মান্ধ শুয়োরদের
যেদিন ওরা তোমায় বানিয়ে দেবে কাফের।
.
বাংলাদেশ আর থাকবে না সেদিন, তুমি যেদিন ঘাপটি মেরে বসে থাকবে এক কোনে
যেদিন ওরা বাতলে দেবে বেহেশতের পথ
আর নারীকে বানাবে আওরাৎ
.
সেদিন মৃত্যু ঘটবে বাংলাদেশের, যেদিন ওরা বঙ্গভবনকে বানাবে "মসনদ"
চলবে নাচা - গানা - আর সূরা পান
যেদিন ওরা বানাবে...
"দ্যা ইসলামিক স্টেট অফ বাংলা - ই - স্তান "
.
জয়ন্ত মিত্র
৮/৬/১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.