![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন বাংলাদেশ মরে যাবে,যেদিন থাকবে না কোন কবিতা.....
যেদিন সাদা পাতা ভরে উঠবে না দুঃখের জীবন গাঁথায়
যেদিন ওরা চলে যাবে ক্ষমতার মাথায়.....
.
সেদিন বাংলাদেশ মরে যাবে, যেদিন মানুষ বলবে না কোন কথা
যেদিন উপন্যাসগুলো থাকবে জাদুঘরে
আর ওরা থাকবে রাষ্ট্রীয় চাদরে..........
.
সেইদিনই বাংলাদেশের মৃত্যু ঘটবে, যেদিন মানুষ কাঁদতে ভুলে যাবে
যেদিন বৃষ্টিতে কেউ ভিজবে না
যেদিন ওরা আর মানুষ থাকবে না
.
হ্যাঁ,সেইদিন বাংলাদেশের মৃত্যু ঘটবে,যেদিন নারী থাকবে কালো বাক্সে বন্দী
যেদিন আর চুড়ির কিঙ্কিনী থাকবে না
ওরা যেদিন থেকে আর ভালবাসতে দেবে না।
.
বাংলাদেশের মৃত্যু ঘটবে সেইদিন, যেদিন তুমি আমি মিলে আর বন্ধু হব না
যেদিন রক্তাক্ত হবে গলিপথ
আর ওদের দখলে থাকবে রাজপথ
.
সেদিন বাংলাদেশ বলে আর কিছুই থাকবে না,যেদিন আর কেউ প্রেয়সীর হাত ধরবে না
যেদিন সিনেমাহল গুলো সিলগালা হবে
যেদিন ওরা আমাদের চোখ বেঁধে দেবে।
.
বাংলাদেশ থাকবে না সেদিন,যেদিন পূজোয় ঢাক বাজবে না
যেদিন ভাই ভাইয়ের দিকে হিংসার চোখে তাকাবে
আর ওরা লঘুদের শেয়াল কুকুরের মত ছিঁড়ে খাবে।
.
সেদিন আর বাংলাদেশ থাকবে না, যেদিন পাহাড়ে বাজবে জলপাই রঙাদের দামামা
যেদিন বুদ্ধ পূর্নিমা হবে না
যেদিন ওরা তোমায় আমায় বাঁচতে দেবে না।
.
থাকবে না বাংলাদেশ সেদিন, যেদিন আর কেউ বলবে না, " তোমার আমার ঠিকানা "
" পদ্মা - মেঘনা - যমুনা "
যেদিন কেউ মিছিল করবে না
যেদিন ওরা তোমায় স্বাধীনতা দেবে না।
.
সেদিন থাকবে না আর বাংলাদেশ, যেদিন বেড়িয়ে পড়বে শিক্ষিতের লেবাশ জড়ানো মৌলবাদী কুত্তার দল
যেদিন সুশীলেরা পা চেটে দেবে ধর্মান্ধ শুয়োরদের
যেদিন ওরা তোমায় বানিয়ে দেবে কাফের।
.
বাংলাদেশ আর থাকবে না সেদিন, তুমি যেদিন ঘাপটি মেরে বসে থাকবে এক কোনে
যেদিন ওরা বাতলে দেবে বেহেশতের পথ
আর নারীকে বানাবে আওরাৎ
.
সেদিন মৃত্যু ঘটবে বাংলাদেশের, যেদিন ওরা বঙ্গভবনকে বানাবে "মসনদ"
চলবে নাচা - গানা - আর সূরা পান
যেদিন ওরা বানাবে...
"দ্যা ইসলামিক স্টেট অফ বাংলা - ই - স্তান "
.
জয়ন্ত মিত্র
৮/৬/১৭
২| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি চাই সবার শান্তির নীড় হোক প্রিয় জন্মভূমি বাংলাদেশ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৪
হাফিজ রাহমান বলেছেন: ভাইজান ! 'সেদিন থাকবে না আর বাংলাদেশ, যেদিন বেড়িয়ে পড়বে শিক্ষিতের লেবাশ জড়ানো মৌলবাদী কুত্তার দল
যেদিন সুশীলেরা পা চেটে দেবে ধর্মান্ধ শুয়োরদের
যেদিন ওরা তোমায় বানিয়ে দেবে কাফের।' এখানে কি বাকস্বাধীনতার সবটুকু প্রয়োগ করলেন ? একজন সত্যিকার দোষীকেও কি এতটা অশ্লীল করে বকা দেয়া যায় ? এটা কি কোনো নীতিমানের কর্ম ? আপনি কি আপনার পরিচয়টা বলবেন প্লিজ ? অন্যায় হলে ন্যায়সঙ্গতভাবেই তার প্রতিরোধ করুন। ভাষার শালীনতা বিনষ্ট করে নিজেকে দেওলিয়া ঘোষণা করার কি মানে হয় ? এ দেশের প্রতিটি মানুষ তার আদর্শের জয়গান গায়। সে আদর্শকে সে জাতীয় পর্যায়েও দেখতে চায়। বাকস্বাধীনতার এ দেশে, মতবৈচিত্রের এ দেশে এবং গণতান্ত্রিক এ সবুজ প্রান্তরে এ জাতীয় স্বপ্ন দেখা কিংবা এ জাতীয় চাওয়া পাওয়া দোষের কিছু নয়।