নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখা লিখি করতে যেমন ভাল লাগে, তেমনি ভাল লাগে ভাল ভাল লিখা পড়তে।

জয় আজাদ

আজাদ জয়

জয় আজাদ › বিস্তারিত পোস্টঃ

চশমা

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬


---------

তিন্নি চশমা ছাড়া একদম ঠিকমত লিখতে পারে না, লিখা খারাপ হয়। তাই আজ আমি ওর চশমাটা লুকিয়ে রেখেছি। যাতে ওর লিখা খারাপ হয় এবং আমি ফার্স্ট হই।

- ধ্রুব, আমি না চশমাটা পাচ্ছি না। তুমি কি দেখেছ?

- না তো, কোথায় রেখেছিলে?

- সেটাই তো মনে করতে পারছি না। ইস, কি যে করি।

- সেটাই তো। এখন কি যে করবে।

তিন্নি ক্লাসের ফার্স্ট গার্ল। এবার আর তার ফার্স্ট হওয়া হচ্ছে না। ওর কারনে আমাকে সব সময় সেকেন্ড হতে হয়। আমি মনে মনে বেশ খুশি। কজনের সাথে কথা বলে, সে আবার আমার পাশে এসে বসলো।

- কি হলো, পেলে?

- না, পাইনি। খুব কান্না পাচ্ছে জানো। এবার এক্সাম খারাপ হলে স্কলারসিপটা হারাবো।

তাই তো। এহে, আমি কেন এদিকটা চিন্তা না করেই এই পঁচা কাজটা করলাম। ওর বাবা দীর্ঘদিন ধরে বিছানায়, মা একটা ছোট চাকরি করেন। ছিঃ আমি আসলেই সেকেন্ড। আমার ফার্স্ট হওয়ার কোন অধিকার নেই। ছিঃ ছিঃ...

তিন্নি চুপ চাপ মাথা নিচু করে বসে আছে, আজ ও মাথায় জোড়া বেনি করেছে। কি লক্ষি একটা মেয়ে, আমার সেই কেজি ক্লাস থেকে একসাথে লিখাপড়া করছি। একটা ঘন্টা দিল, এখনই বুঝি সারেরা ক্লাসে চলে আসবে।

- আমাকে কি ক্ষমা করতে পারে?

- কেনো?

- আমি একটা পঁচা কাজ করেছি।

- কি কাজ?

একটুক্ষণ ওর দিকে চুপ করে তাকিয়ে থেকে, প্যান্টের পকেট থেকে ওর চশমাটা বের করে দিলাম।

- এটা আমি লুকিয়ে রেখেছিলাম, যাতে তোমার লিখা খারাপ হয়, আর আমি ফার্স্ট হই।

তিন্নির চোখ দুটো, খুশিতে চকচক করে উঠল। ওর খুশি দেখে, আমার বুকটা ভরে গেলো। কেন যেন ওর খারাপ কিছু হোক সেটা আমার চাওয়া হয় না।

- এ জন্যই আমি তোমাকে পছন্দ করি।

- তুমি রাগ করোনি তো?

- না, আমি জানতাম এটা তুমি লুকিয়েছ।

- কিভাবে?

- গত তিন বছর ধরে প্রতিটা ফাইনাল এক্সামের আগে তুমি আমার চশমা লুকাও, আবার বের করে দাও। তুমি আমার সত্যিকারের আপনজন।

আমার কান দুটো কোন যেন গরম হয়ে উঠছে তিন্নির কথা শুনে। আমি ফাস্ট হওযার জন্য প্রতিবার এই কান্ড করেছি ওর সাথে।

- তুমি শুধু আমার বন্ধু নও, আরও অনেক অনেক বড়, অনেক কিছু। আমি তোমাকে খুব খুব খুব ভালবাসি ধ্রুব।

বলেই তিন্নি আমার মাথাটা টেনে আমার গালে ছোট্ট করে একটা চুমু দিলো। ক্লাসে সার ঢুকে পড়লেন। তিন্নি নিজের জায়গায় গিয়ে বসলো। আর আমার বুকের ভেতর কি যেন অনুভব করতে শুরু করলাম, এ অনুভুতি আমার জীবনে নতুন।

আজাদ জয়--২২/০১/১৮।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.