নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখা লিখি করতে যেমন ভাল লাগে, তেমনি ভাল লাগে ভাল ভাল লিখা পড়তে।

জয় আজাদ

আজাদ জয়

জয় আজাদ › বিস্তারিত পোস্টঃ

তোমায় চমকে দেব

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪




হ্যালো। কেমন আছো?

এইযে কেবল ফাগুন এসেছে জ্বালাতে।

ওভাবে বলছ কেনো, জয়?

না বলে কি উপায় আছে! এই ভিন দেশে কাজ শেষে রাতে ব্যালকনিতে হাটি, মাঝে মাঝে গান করি। বড় একা লাগে।

আচ্ছা, তাই বুঝি?

থাক, তোমার বিশ্বাস না হলে নাই।

তুমি কি রাগ করলে?

তোমার উপর কখনও কি রাগ হয়েছি, মহু।

না, আচ্ছা তুমি আমায় কি দেবে ভ্যালেন্টাইনে?

তুমি জানতে চাইছ?

হ্যা, খুব জানতে ইচ্ছে করছে।

ফুল দেব না, এতদুর থেকে পাঠালে মুর্ছে যাবে। অলংকার, আভুষণ বারবার মানায় না। বাড়ী গাড়ী এখনও আমার সাধ্যাতীত।

তাহলে কি দেবে আমায়?

ভাবছি একটা চিঠি দেব।

সত্যি ভীষণ মুল্যবান, আমি রাতে বারবার পোড়ব, বুকে নিয়ে ঘুমবো নতুন চিঠির অপেক্ষায়।

তাই? আর আমি যদি সামনে এসে দাড়াই।

তবে আমি তোমায় বরন করে নেবো, ফুলশয্যায়।

তোমার ওখানে কটা বাজে মহু।

যাহ্ বারটা দশ বেজে গেছে, মানে আজ ১৪ই ফেব্রুয়ারি, হ্যপি ভ্যালেন্টাইন ডে।

হ্যপি ভ্যালেন্টাইন ডে মহুয়া। এবার তোমার দরজাটা খুলে দেখো।

১২/০২/১৮ -- ☘আজাদ জয়।☘

https://www.facebook.com/azadjoykobitay/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.