![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
------------------------------------
০৮/০২/১৮ -আজাদ জয়।
------------------------------------
আমি দুঃখের কবিতা লিখছি না।
দুঃখ বলেছে আর কখনও ছোঁবে না।
আমি কষ্টের অভিযোগ করছি না।
কষ্ট আমায় তার দলে রাখলো না।
আমি যন্ত্রনার বর্ননা দিচ্ছি না।
যন্ত্রনা আর এই শরীর স্পর্শ করবে না।
তারপরও, তুমি কেনো মেনে নিচ্ছ না!
ওরা সরে থাক, তুমি কি চাইছ না?
তোমায় দেখে আমি আর কাঁদবো না।
সত্যি বলছি, আমার কান্না পাচ্ছে না।
নিশ্বাসের প্রতি আমি বিশ্বাস রাখছি না।
সে প্রয়োজন আমার আর হবে না।
আমি ঘুমিয়ে পড়েছি, তুমি কি দেখছ না।
যেভাবেই ডাক, এ ঘুম যে কখনও ভাঙ্গবে না।
-- ☘আজাদ জয়।☘
https://www.facebook.com/azadjoykobitay/
©somewhere in net ltd.