নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখা লিখি করতে যেমন ভাল লাগে, তেমনি ভাল লাগে ভাল ভাল লিখা পড়তে।

জয় আজাদ

আজাদ জয়

জয় আজাদ › বিস্তারিত পোস্টঃ

আবার আসবে ২১

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৬



——————————-
০৬/০২/১৮ – আজাদ জয়।
——————————-
হারানোর কিছুই নেই আর বাঙ্গালীর!
৫২, আর ৭১রেই সমস্ত ক্লেশ সমাপ্ত যেন জাতির।
সেই ত্যাগ, সেই বলিদান ব্যাক্সে তুলে,
দেখছি জাতি খুড়ীয়ে চলে।
ছোট বড় দিবস, তার পেছনে লুকানো ভজন রসিক।
অথচ, খাবারের সন্ধানে এখনও ঘুরে ভিক্ষারি পথিক।
গরিব থর-থর করে কাঁপছে শীতে।
নয়তো বাঁচাতে প্রান, বানের স্রোতে সাঁতার দিতে,
কত মানুষ, যাচ্ছে চলে অবেলায় কবরে।
দেখছি আমরা সবাই টিভিতে খবরে।
ক্ষধার্থ মুখ গুলো দলে দলে শহরে এলে চলে।
তাদের ভাগের ত্রান শোকুনে গিলে।
আজ যারা দেশের কথা বলে, যারা মাতৃভাষার কথা বলে,
তাদের মস্তিস্কের সমস্যা, লোকে বলে।
কেন পাল্টে গেল, রুদ্র বাঙ্গালী জাতি?
কোথায় হারিয়ে গেলো, আমাদের বিজয়ী রিতি?
প্রতিবাদ নিয়ে যারা সামনে আসে,
তাদের রক্তে সড়ক ভাসে।
থেমে যায় একটি জীবন কাহিনি।
এসবের আমরা, কতটুকু জানি?
যারা শান্তি সম্প্রিতি মানবতার কথা বলে,
তাদের নাস্তিক উপাধি মেলে।
রক্ত অবিরাম ঝড়ে পথে পথে,
কথিত বন্দুক যুদ্ধ কিংবা রাজনৈতিক দাপটে।
রক্তাত প্রতিদিন হচ্ছে মানুষ,
ট্রাকের চাকায় অথবা ছিনতাই কারির আঘাতে।
সমালোচনা লুকাতে, কন্ঠস্বর রুদ্ধে অজস্র নিতি।
সবখানে চলছে খোলামেলা স্বজনপ্রীতি।
তবে প্রতিবাদ বন্ধে, লেখা বন্ধে, হোক না কত নিয়ম হয়।
আবার আসবে ২১, যদি কেউ কলম থামাতে চায়।

-- ☘আজাদ জয়।☘

https://www.facebook.com/azadjoykobitay/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.