![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কাল আমাদের দেশে কোমর ও ঘাড়ে ব্যথার রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এই ঘাড়ে ও কোমর ব্যথার অন্যতম কারন হলো অসচেতনতা। একটু সচেতন হলেই এই ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া যায়।
কোমর ও ঘাড়ে ব্যথার বড় অংশ হল যারা বসে বসে কাজ করেন। যেমন অফিস এক্সিকিউটিভ, দোকানদার, কম্পিউটার অপারেটর।
যারা অফিস এক্সিকিউটিভ তাঁরা সারাদিন অফিসে বসে অনেক লেখালেখি করেন ও ল্যাপটপে কাজ করেন সামনের দিকে ঝুঁকে। ফলে কোমর ও ঘাড়ের মাংস পেশিতে স্ট্রেস থাকে দীর্ঘক্ষণ। এই স্ট্রেস থাকার কারনে মাংস পেশিগুলো দুর্বল হয়ে যায়। এর কারনে বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়। যেমন কোমরে লার্ডোটিক কার্ভ কমে যায়। আবার দুর্বল স্টাকচারের কারনে অনেক সময় লাম্বার স্পাইনের ভিতরের ডিস্ক পিছনের দিকে বেড় হয়ে নার্ভ রুটএ চাপ দেয় যার ফলে পায়ের নিচের দিকে মাংস পেশিতে ব্যথা হয়।
এছাড়া ঘাড়েও একই রকম ব্যথা হয়। এর মধ্যে সবচাইতে বেশি দেখা যায় (ফরওয়ার্ড হেড পোশ্চার) মাথা একটু বেশী সামনের দিকে আসে। একটু সচেতন হলেই এ ধরনের জটিল সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। যেমন দীর্ঘক্ষণ একই অবস্থায় বসে কাজ না করা, কাজের ফাঁকে ফাঁকে উঠে দাঁড়িয়ে অবস্থান পরিবর্তন করা।বসার সময় কোমর সুরক্ষিত থাকে, এমনভাবে বসতে হবে।
চেয়ারে Lumbar Roll ব্যাবহার করে মেরুদণ্ড কে সোজা রেখে কোমর ব্যথা থেকে রক্ষা পাওয়া যেতে পারে।শক্ত সমান বিছানায় এক বালিশে চিত হয়ে ঘুমাবেন।ঘাড় যাতে বালিশ(Cervical Pillow) দিয়ে সাপোর্ট দেয় সে ব্যাপারে খেয়াল রাখবেন।
কোমর ব্যথা এড়াতে – Lumbar Roll
ঘাড়ে ব্যথা এড়াতে – Cervical Pillow
(সংগৃহীত)
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৬
জয়িতা রহমান বলেছেন: নরম পাতলা বালিশ অথবা cervical pillow ব্যবহার করে দেখতে পারেন।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩২
পরী আন্টি বলেছেন: আপুনি আমি বিছানায় ১০ মিনিট শুয়ে আমার আই প্যাডটা ব্যাবহার করলেই আমার পিঠে ব্যাথা করে।কিযে করি?
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৮
জয়িতা রহমান বলেছেন: সঠিক পজিশনে বসে আই প্যাড ব্যবহার করুন, অন্যথায় ব্যথা রোগে পরিনত হবে। এছাড়া মেরুদণ্ডের ব্যায়াম করলে ব্যাথা কমে যাবে।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৪
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৯
জয়িতা রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকেও
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৪
নিয়েল হিমু বলেছেন: ঘুম থেকে উঠে মাঝে মাঝে ঘাড়ে ব্যথা নিয়ে পরে কয়েকদিন যাবত সেই ব্যথা থাকে এখন এই ব্যথা থেকে দ্রুত পরিত্রাণের উপায় আছে কি কোন ?