![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই ব্যথা শব্দটির সাথে পরিচিত। নানা কারণে শরীরে ব্যথা হয়ে থাকে। শরীরের প্রতিটি অঙ্গপ্রতঙ্গের ব্যথাও একই কারণে অথবা অঙ্গের অবস্থান ভেদে কিছুটা ভিন্ন কারণে হতে পারে। তেমনি কনুই সন্ধির ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। এখানে সাধারণ কনুই সন্ধির ব্যথার কয়েকটি কারণ তুলে ধরছি। যেমন-
১. আঘাতজনিত ব্যথা
২. টেনিস এলবো
৩. গলকারস এলবো
৪. রিউমাটয়েড আর্থ্রাইটিস
৫. সেরোনেগেটিভ আর্থ্রাইটিস
৬. গাউট বা গেঁটে বাত ইত্যাদি
এখন আমি এগুলোর চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে কিছু আলোকপাত করছি। কনুই সন্ধিতে আঘাত লাগলে তা আঘাতের ধরন অনুযায়ী ব্যথা হতে পারে বা ফুলে যেতে পারে। জোড়া নড়বড়ে হতে পারে এমনকি হাড় ভেঙে যেতে পারে। আমরা এখানে সাধারণ ব্যথা নিয়ে আলাপ করব। জটিল অবস্থার ক্ষেত্রে রোগীকে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। তবে সাধারণ আঘাতের চিকিৎসা যাকে আমরা ফাস্টএইড বলি তা সবারই জানা দরকার। এ ক্ষেত্রে আঘাত পাওয়ার সাথে সাথে কয়েকটি ব্যবস্থা নিতে হবে। যেমন- - রোগীকে বিশ্রাম নিতে হবে। - কনুই বরফ দিয়ে ঢেকে দিতে হবে। - রোগী শোয়া অবস্থায় থাকলে হাত একটু ওপরে উঁচু করে রাখতে হবে।
(সংগৃহীত)
©somewhere in net ltd.