নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়িতা রহমান

জয়িতা রহমান › বিস্তারিত পোস্টঃ

দুটি ব্যায়াম মেদ ঝরাবে ৩১ দিনে

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিদিন এমন কিছু ব্যায়াম করা দরকার যেগুলো সরাসরি পেটের মেদ ঝরানোর জন্য উপকারী৷ আজকে এরকমই ব্যায়ামের কথা আপনাদের বলব৷

বাইসাইকেল ব্যায়াম
• প্রথমে মেঝেতে সোজা হয়ে শুয়ে পরুন।
• হাত দুটো মাথার পেছনে রাখুন। দুটো পা সোজা করে একটু উপরে ওঠান।
• এবার বাম পা সোজা রেখে ডান পা ভেঙে বুকের কাছে নিয়ে আসুন।
• এই সময় আপনার কোমর থেকে উপরের অংশে বাম দিকে একটু কাত করুন।
• একইভাবে ডান পা সোজা রেখে বাম পা ভেঙে আবার করুন, যেন মনে হয় আপনি শুয়ে শুয়ে সাইকেল চালাচ্ছেন।
• এই ব্যায়ামটি এক মিনিট করে প্রতিদিন ৩বার করার চেষ্টা করুন। এটি আপনার পেটের পেশীর ওপর চাপ সৃষ্টি করে, যা মেদ কমাতে
কার্যকরী ভূমিকা পালন করে।

বোটিং এর মত ব্যায়াম করুন
• এই ব্যায়ামের ভঙ্গিমাটা অনেকটা নৌকা চালানোর মতো।
• প্রথমে মেঝেতে বসুন।
• পা দুটো সোজা করে উপর দিকে ওঠান।
• হাত দুটো সোজা করে হাঁটু বরাবর রাখুন।
• কোমর থেকে শরীরের উপরের অংশ সোজা করে এমনভাবে রাখুন যেন তা আপনার পায়ের সাথে সমকোণ তৈরি করে।
• এরপর পাঁচবার জোরে জোরে শ্বাস নিন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।
• এই ব্যায়ামটি দৈনিক পাঁচবার করার চেষ্টা করুন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

সাদিকনাফ বলেছেন: ছবি দিলে ভালো হতো...

২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

জয়িতা রহমান বলেছেন: ছবি পরের বার দেয়ার চেষ্টা করবো

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

সাদিকনাফ বলেছেন: পুরুষ আর মহিলা উভয়েই কি করতে পরবেন? ৩১ দিনে কতটুকু মেদ ঝরবে?

২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

জয়িতা রহমান বলেছেন: পুরুষ মহিলা উভয়েই করতে পারবেন। ধন্যবাদ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

পার্থিব লালসা বলেছেন: উপকারী পোষ্ট
বেশি বেশি চাই

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

ভীমরুলের হুল বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.