নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়িতা রহমান

জয়িতা রহমান › বিস্তারিত পোস্টঃ

গোড়ালির ব্যথা

০৬ ই মে, ২০১৬ রাত ২:৩৩


রহিমা খাতুন, বয়স ৩৭ বছর। ইদানীং ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখতেই পায়ের তলায় তীব্র ব্যথা অনুভব করেন। আবার অনেকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়াতেই পায়ের তলায় তীব্র ব্যথা হয়। একটু হাঁটাহাঁটি করলে ব্যথা কিছুটা কমে আসে।

কিছুক্ষণ বসে থাকলে উঠে প্রথমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। তার পর আস্তে আস্তে ব্যথা কমে আসে। প্রথম দিকে বিষয়টি তিনি এতটা গুরুত্ব না দিলেও পরে ব্যথার মাত্রা খুব বেড়ে যাওয়ায় চিকিৎসকের কাছে যেতে হয় তাঁকে।

চিকিৎসক আশ্বস্ত করে বললেন, এই ব্যথা সাধারণত দুটি কারণে হয়ে থাকে। প্রথমত, প্লান্টার ফ্যাসায়টিস; দ্বিতীয়ত, ক্যালকেনিয়াম স্পার। এটি নির্ণয় করার জন্য একটি এক্স-রে করতে বললেন। এক্স-রে প্রতিবেদনে দেখা গেল, পায়ের গোড়ালির প্রধান হাড়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ক্যালকেনিয়াম বলে, এর নিচের দিকে ছোট হুকের হাড় বৃদ্ধি পেয়েছে। মেডিকেল পরিভাষায় একে ক্যালকেনিয়াম স্পার বলে।

এ সমস্যা সাধারণত শীতকালে বেশি হয়। ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা নিলে এর ভালো ফল পাওয়া যায়। সে ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন :

১. সব সময় নরম জুতা ব্যবহার করতে হবে।

২. হাঁটাচলার সময় হিল কুশন ব্যবহার করবেন।

৩. শক্ত স্থানে খুব বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা যাবে না বা শক্ত স্থানে বেশি হাঁটাচলা করাও উচিত নয়।

৪. ভারী কোনো জিনিস বহন করা থেকে বিরত থাকতে হবে। যেমন : বেশি ওজনের বাজারের থলি, পানিভর্তি বালতি ইত্যাদি বহন করা যাবে না।

৫. সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মেরুদণ্ড সোজা রেখে হাতে ভর দিয়ে ধীরে ধীরে উঠবেন ও নামবেন; যথাসম্ভব গোড়ালির ব্যবহার কম করবেন।

৬. ব্যথা থাকা অবস্থায় কোনো ধরনের ব্যায়াম করা যাবে না।

৭. হাই হিল জুতা পরা সম্পূর্ণ নিষেধ।

৮. মোটা ব্যক্তিদের ওজন কমাতে হবে এবং সব সময় ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
(সংগৃহীত

মন্তব্য ১৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৬ সকাল ১০:৫৫

সুমন কর বলেছেন: কাজের পোস্ট।

২| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

উপকারী পোস্ট।

গোড়ালীর ব্যথা মাঝে মাঝে আমাকে খুব ভোগায়।

৩| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভেবিছিলাম আপনি ডাক্তার কিন্তু ...............................।

৪| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৬

নাইম ইমরান বলেছেন: সুন্দর পোস্ট.......

৫| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: এক কথায় সুন্দর পোষ্ট। অনেক জরুরী তথ্য পেলাম। কাজে আসবে।

৬| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৬

মো: জাহেদ ইকবাল বলেছেন: স্বাস্থ্য বিষয়ে আরো চমৎকার কিছু তথ্য পেতে নিচের লিংকে ক্লিক করুন:
https://www.youtube.com/channel/UCM18gOiLwk6CfhVkJuSjaxQ

৭| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৩

আব্দুর রহিম ইসমাইল বলেছেন: সরিলের ওজন কমালে ব্যথা কমে জাবে,আর দাক্তারের পরামেস নিতে হবে।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

প্রবল কুমার বলেছেন: thank u,, i have this problem

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯

রিএ্যাক্ট বিডি বলেছেন: MOBILE CHOR (মোবাইল চোর) BANGLA NEW SHORT FILM 2018[Emotional] | Team Rohitpur
Watch Now:- https://youtu.be/kcJnjzeg-mA :O

১০| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ২:৪৫

starit বলেছেন: Professional view this link

১১| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ২:৪৮

starit বলেছেন: Health care services in Bangladesh http://www.cleangreenbd.com

১২| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২১

ৈসকত হাসান বলেছেন: আমার এই সমস্যা আছে।

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮

RUPOMA.COM বলেছেন: নারীদের দৈনন্দিন জীবনের খুটিনাটি সমস্ত সমস্যার সমাধান পেতে ভিজিট করুন rupoma.com। এখানে পাবেন রূপচর্চা, স্বাস্থ্য এবং জীবনযাপন সম্পর্কে খুব প্রয়োজনীয় সব টিপস।

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫

সবজি মামা বলেছেন: ধন্যবাদ ! আপনার পোস্টটি আমার অনেক কাজে লাগবে। আরও বেশি বেশি এ রকম পোস্ট দেওয়ার অনুরোধ রইল।

১৫| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৪

উদারত১২৪ বলেছেন: সহমত ভাই

হিন্দুস্থানে সর্বপ্রথম যেভাবে ইসলাম প্রচারিত হয়

১৬| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২২

প্রদীপ গিরি বলেছেন: খুবই উপকৃত হলাম

১৭| ১৩ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৩৯

এইচ এন নার্গিস বলেছেন: অনেক কিছু জানলাম ।

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:১৬

Alina বলেছেন: Мобильная версия и vavada промокод сегодня доступны круглосуточно. Авторизация через рабочее зеркало открывает доступ к азартным играм, а бонус код активирует дополнительные поощрения.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.