![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অসম পাহাড়ে সরলভাবে বেড়ে উঠা ছেলে।
আইন অন্ধ জানি, তবে আইন যে বাক প্রতিবন্ধী আজ তারও প্রমাণ হলো। গত ১৫ ডিসেম্বর ২০১৪ কাপ্তাই উপজেলার ব্যাঙছড়িতে ৮ম শ্রেণী পড়ুয়া উম্রাচিং মারমা (ছবি) কে ধর্ষণ চেষ্টার পরবর্তী গলা কেটে হত্যা করে মানুষরূপী সেটালার বাঙালি নরপশু।
গত ১৭ ডিসেম্বর ২০১৪ কাপ্তাই উপজেলার মুসলিম পাড়া থেকে এই হত্যাকাণ্ডে জড়িত মোঃ রানা, মোঃ হোসেন, মোঃ নিজামউদ্দিন নিজাম'কে আটক হয় এবং কাপ্তাই থানার এসআই আসাদুজ্জামান জিজ্ঞাসাবাদ করে। সেসময় আসামী মোঃ রানা হত্যাকাণ্ডের দ্বায় স্বীকার করলে তাকে জেল হাজতে পাঠানো হয় এবং ২৪ ডিসেম্বর ২০১৪ নিজাম উদ্দিনকে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তীতে কাপ্তাই থানার এসআই কামাল উদ্দিন এর তথ্যমতে, গ্রেফতারকৃত মোঃ রানা ও মোঃ নিজামউদ্দিন নিজাম স্কুলছাত্রী ছবি মারমাকে জবাই করে হত্যা করার বিষয়টি স্বীকার করে। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেওয়া হয়। এবং গ্রেফতারকৃত রানা রাঙ্গামাটি আদালতে এই হত্যাকাণ্ডের ব্যাপারে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করে রাঙ্গামাটি আদালতের আইনজীবী হ্লা থোয়াই মারমা।
মুসলিমপাড়া এলাকা জনৈক মাহতাব উদ্দিনের ছেলে আসামী মো.রানা জবানবন্দি অনুযায়ী-
ছবিকে একাকি পাহাড়ে কাজ করতে দেখে তাকে প্রথমে ধর্ষণের পরিকল্পনা করে রানা। এই সময় রানা তার অপর বন্ধু নেজাম উদ্দিনকেও ডেকে নেয়। তারা দুইজন পরিকল্পনা করে একজনের পর একজন ছবি মারমা ধর্ষণ করবে। একজন যখন ধর্ষণ করবে অন্যজন তখন পাহারায় থাকবে। এই পরিকল্পনা মতে রানা প্রথমে ছবি মারমাকে পাহাড়ের ওপর ঝোঁপের মধ্যে নিয়ে যায় এবং নেজাম উদ্দিন তখন পাহারা দিতে থাকে। ঝোঁপের আড়ালে নিয়ে ছবিকে ধর্ষণের চেষ্টা করতে থাকলে ছবির চিৎকার এবং বাধা দেওয়ায় ধর্ষণ করতে ব্যর্থ হয় রানা। এই সময় ব্যর্থ হয়ে পাহারায় থাকা নেজামকেও ডেকে নেয় রানা। এই সময় ছবিকে গলায় ধারালো দা ধরে রাখে একজন, অপরজন ছবিকে পুনরায় ধর্ষণের চেষ্টা করতে থাকে। ছবি মারমা বাধার কারণে গলায় দা ধরে রাখার পরও ধর্ষণে ব্যর্থ হয় ওই দুই তরুণ। তারা অনেক চেষ্টার পরও ধর্ষণ করতে ব্যর্থ হওয়ায় এক পর্যায়ে ধারালো দা দিয়ে গলা কেটে দেয় দুজন মিলে। ছবির মৃত্যু নিশ্চিত হয়ে ঝোঁপের মধ্যে লাশ ফেলে পালিয়ে যায় দুই তরুণ।
প্রসঙ্গত, সেই কাপ্তাই উপজেলার বাসিন্দা ও মানবাধিকার কর্মী কংচ্যাই মারমা বরাতে জানতে পারলাম সেই হত্যাকান্ডের আসামী মোঃ নিজামউদ্দিন নিজাম আজ ০৫ এপ্রিল ২০১৬ জামিনে মুক্তি পেয়েছেন।
আমি আইন বিশেষজ্ঞ নই তাই আইনের সঠিক ব্যাখা দেওয়াটাও আমার পক্ষে সম্ভব না। তবে আপনাদের সাধারন দৃষ্টিকোণে কি মনেহয়, মোঃ রানা ১৬৪ ধারা জবানবন্দী অনুযায়ী মোঃ নিজামউদ্দিন নিজাম কি এই হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্তটা নেই ? আর মোঃ রানা জবানবন্দী মোতাবেক মোঃ নিজামউদ্দিন নিজামের যদি সম্পৃক্ততা থাকে তাহলে এই নিজাম কিভাবে জামিনে মুক্তি পাই ?
ধর্ষণ চেষ্টার পরবর্তী হত্যাকান্ডের আসামী যদি আইনের চাতুকারিতাই ফাঁকি দিয়ে জামিনে বেড় হয়ে আসতে পারে তাহলে সেই অন্ধ আইনের কি প্রয়োজন আছে(?)। রাষ্ট্রিয় আইনে তবে ধর্ষণ, হত্যাকান্ডকে বৈধ বলে নিবন্ধন জারি করে দিলেই তো হয়ে যায়। কি দরকার বিচার ব্যবস্থার। দিনের পর দিন বছর পর বছর এই বিচারহীনতা ও আইনের ফাঁক আছে বলেই পার্বত্য অঞ্চল এখন ধর্ষকের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। যদি এখনি এর ব্যবস্থা গ্রহণে কোন উদ্যোগ নেওয়া না হয় তাহলে অদূর ভবিষ্যৎতে ধর্ষণ মহামারি আকার ধারন করবে সুনিশ্চিত।
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯
জয় মারমা বলেছেন: তার আগে আপনি সেটালারের সংজ্ঞা বলে.....
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
কালনী নদী বলেছেন: আইন বরাবরি অন্ধ, কারণ গণতন্ত্র ধর্মীয় অনুশাসনে পরিচালিত নয়, আমি নিজেও মুসলমান তাই আরেক কুলাঙ্গারের কুকর্ম পড়ে সত্যি মনে বড় কষ্ঠ পেলাম! বোনটির কাছে ক্ষমা প্রার্থণা ছাড়া এখন কিছুই করার নাই। আশা রাখি বোনটা যেন সুবিচার পায়।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
বিষক্ষয় বলেছেন: "জামিনে বেড় হয়ে আসা" does not mean that he is a free man or he has been cleared of any wrong doing. if there is no risk of flight, there is no problem with people getting bail.
The trial is still on going and hopefully justice will be done
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ধর্ষণ চেষ্টার পরবর্তী হত্যাকান্ডের আসামী যদি আইনের চাতুকারিতাই ফাঁকি দিয়ে জামিনে বেড় হয়ে আসতে পারে তাহলে সেই অন্ধ আইনের কি প্রয়োজন আছে(?)। রাষ্ট্রিয় আইনে তবে ধর্ষণ, হত্যাকান্ডকে বৈধ বলে নিবন্ধন জারি করে দিলেই তো হয়ে যায়। কি দরকার বিচার ব্যবস্থার। দিনের পর দিন বছর পর বছর এই বিচারহীনতা ও আইনের ফাঁক আছে বলেই পার্বত্য অঞ্চল এখন ধর্ষকের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। যদি এখনি এর ব্যবস্থা গ্রহণে কোন উদ্যোগ নেওয়া না হয় তাহলে অদূর ভবিষ্যৎতে ধর্ষণ মহামারি আকার ধারন করবে সুনিশ্চিত।---- এটা সত্য সুন্দর । তবে বিচার হবে সব জাতের মানুষের মধ্য অপরাধ আছে । আপনারা
কি কোন অপরাধ করেন না। তা বুকে হাত দিয়ে বলতে পারবেন । স্বার্থের জন্য তো বাপ দাদার ধর্ম থেকে খ্রিস্টান হচ্ছেন আর কথায় কথায় বলেন বাঙালী কে সেটালার । এটা জন্য আনাদের বিচার হবে ।।
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩
জয় মারমা বলেছেন: অন্যায়ের কোন জাত নাই, তবে আজ পর্যন্ত কোন নজির নেই আপনার মত নারী জাতিকে ধর্ষণ করেছি বা করার চেষ্টা করেছি বলে। কথায় স্মরণ করি কারন এইগুলা শূকরের চাইতেও অধম।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩
বিজন রয় বলেছেন: বিচার নাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১০
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আপনি কোন আইনে বাঙালী কে সেটালার বাঙালি বললেন এটার জবাব দেন