নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের সঙ্গ করিলে মানুষ তখন মানুষ হয়, জন্মদরা জংযাতনা থাকে না তার কোন ভয়। ওস্তাদ আব্দুল করীমে কয় নয়ন রাখ মাসুকপূর।ই-মেইল: [email protected]

কালনী নদী

সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।

কালনী নদী › বিস্তারিত পোস্টঃ

বিহাইন্ড দা সিন আই মিন পিছনের অংশ।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

ছবি দেখা ছাড়া আমরা আর কিভাবে বিনোদন নিতে পারি? কখনও কি ভেবে দেখেছি চিত্রপরিচালকেরা কিভাবে আমাদের জীবনে বিনোদনের অংশটা জুড়িয়ে দিচ্ছেন! আরো আশ্চর্যিত হতে হয় যখন প্রিয় দৃশ্যপটগুলার পিছনের আসল সত্য দরা যায়।
একটা নিখুত স্থান, সুনিপুন দৃশ্যায়ন মুদ্দা কথা আমাদের কল্পনা শক্তিকে বাস্তবে রুপ দিতে হলিউড ও বলিউড যুগের পর যুগ দরে অবিরাম পরিশ্রম করে যাচ্ছে। তাদের এই অক্লান্ত পরিশ্রম বৃতা যায় নি বরং মুভি ছাড়া অবসর কাঠানো আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে।

আমরা কি কখনও চিন্তা করে দেখেছি আমাদের প্রিয় ছবির মুহুর্তগুলার পিছনের বাস্তব চিত্রের কথা! যা ছবিটিকে করেছে বিখ্যাত। এখানে আমাদের প্রিয় সিনেমা ও টিভি সিরিজের পেছনের পর্দার কিছু আলামত দেওয়া হলো। আমি দেখে কিছুটা হতভম্ব ছিলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে ।


১. যে মুহূর্তে আপনি টাইগার রিচার্ড পার্কার আসলে একটি নরম খেলনা ছিল বুঝতে পারেন!




২. Avengers ছবিতে অগ্নির সঙ্গে লড়াইয়ের ভান করছেন Scarlett Johansson, খুব বাস্তবসম্মত দেখাচ্ছে, তাই না?




৩. এইটা টাইটানিক ছবির একটি দৃশ্য!




৪. উইজার্ড অফ অজ থেকে একটি দৃশ্য. একেই বলে নিখুঁত সম্পাদনার প্রাপ্তি।




৫. গেইম অফ তর্ন, পিছনের দৃশ্যায়ন কি আসলের মত এক্সোটিক?




৬. গোল টু স্টেডিয়ামের অভ্যন্তর কিন্তু খালি ছিলো!




৭. পরিচ্ছদ ছাড়া আয়রন ম্যান হিসেবে খ্যাত রবার্ট Downey জেআর।




৮. এই ছিলো হলিউডের সিক্রেট, গ্রেভিটি মুভি দৃশ্যায়নের!




৯. গ্রেট Gatsby ছবিটির ব্যস্ততম রাস্তায় আসলেই কি ব্যস্ততা ছিলো?




১০. ব্যাটম্যান ছবির যে অংশে অর্ধেক মুখাবয়ভ নষ্ট হয়: ডার্ক নাইট সম্পাদনা করার আগের মুহুর্তটি ভালোই লাগছে! আমার কাছে :P




১১. গেম অফ থ্রনের বাহিরের দৃশ্যটি মোটেই বহিরাগত মনে হচ্ছে না। যখন দৃশ্যায়নের কাজ চলছিল।




১২. হবিট ছবিটি দৃশ্যায়নের সময় স্টুডিয়ের ভিতরের একাংশ।




১৩. গেম অফ থ্রনের বহিরাগত দৃশ্যটি মোটেই বাইরের মনে হচ্ছে না।




১৪. উলফ অব ওয়াল স্ট্রিট থেকে এই দৃশ্যের কথা মনে আছে?




১৫. গেম অফ থ্রনের আরেকটি দৃশ্য!




১৬. ডিস্ট্রিক্ট 9 থেকে এই চমৎকার শট আসলে এমনি ছিলো!




১৭. এই বাড়িটিকেই একটি মেক শিফট জাহাজ হিসেবে তৈরী করেন প্রযোজক। দা ডেডলি হানিমুন ছবির দৃশ্য!





১৮. দা লাইফ ওফ পাই - ছবির বেশির ভাগ অংশই কিন্তু সুইমিংপুলে দৃশ্যায়িত হয়েছিল। বিশ্বাস হয় না? তাহলে নিজেই দেখেন।





১৯. আপনি ওয়াকিং ডেড ছবি থেকে নেওয়া এই দৃশ্যটি চিনতে পারছেন? সিনেমা থেকে ভিন্ন, এটি আসলে একটি খুব নির্জন জায়গায় দৃশ্যায়ন করা হয়েছিল।




২০. হবিট ছবির অভ্যন্তরিন দৃশ্য!





২১. লাষ্ট বাট নট দা লিস্ট। আই মিন গ্রেট গেটসবাই ছবির এই অংশ দিয়ে শেষ করছি। আশা করি খারাপ লাগেনি ।







আশা করি ছোট করে ব্লগ লিখাতে কারো খারাপ লাগবে না।
তথ্যসুত্র ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০

আরণ্যক রাখাল বলেছেন: হু হু| হেব্বি জিনিস দেখালেন| কতভাবে না তারা একেকটা দৃশ্য এডিট করে! আর আমরা একটা পিক এডিট করতেই হাফসোল খেয়ে যাই!

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

আরব বেদুঈন বলেছেন: খুউব ভাল বলেছেন কিন্ত আমার অতি প্রিয় মুভির জাত মেরে দিয়েছেন ভাই।হবিট!!

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০

কালনী নদী বলেছেন: হবিট আমারও খোব প্রিয় তারপরেই পাইরেটস অফ দা কেরিবিয়ান সিকুয়েন্স :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.