নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের সঙ্গ করিলে মানুষ তখন মানুষ হয়, জন্মদরা জংযাতনা থাকে না তার কোন ভয়। ওস্তাদ আব্দুল করীমে কয় নয়ন রাখ মাসুকপূর।ই-মেইল: [email protected]

কালনী নদী

সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।

কালনী নদী › বিস্তারিত পোস্টঃ

অন্তমিল।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮




নীরবতা আর নিশ্চুপতায়
যেমনটি হৃদয়ের সাথে অন্তরের কথা
শব্দ আসতে চেয়েও আসল না ঠোটে . . .
সময়ের হাত তাঁকে জড়িয়ে নিলে!
মনে রেখেছে সেটাই জরুরি,
রহস্যঘেরা মৌনতায় রয়ে যাক সম্মতির স্মৃতি।

এমনটি বলনা হৃদয়ের যন্ত্রনা
অন্তর দিয়ে অনূভব করলে
সেও কি আসে না?
আমার এই চারপাশের জগতে
নিঃশ্বাসে আর বিশ্বাসে!

বন্ধ করে রাখতে হয় এমনটি সময়ে দরজা
রাত এসে চুপিসারে চোরি না করে স্বপ্নগুলা!
একরাশ বিভাগি বাতাসের সাথে
মনের না বলা কথাগুলাকে
উড়িয়ে না নিয়ে যায়।

আজকে এতটাই কাছে চলে আস . . .
বিচ্ছেদের কোন ছাপই থাকবে না!
এমনিভাবে একজনের মাঝে আরেকজন হারিয়ে যাই,
শর্তহীন, প্রতিজ্ঞাভঙ্গের অজানা আশঙ্কাতে।

আরেকটু নীরবে আর নীরবতায়,
গোপনীয় সব রহস্যকে ভেদ করে . . .
সবার অগোচরে আমি হয়ে যাই তুমি!





গানটির অডিও বেস্ট কোয়ালিটি!

মন্তব্য ৩৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪

ফারিহা নোভা বলেছেন: চমৎকার

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯

কালনী নদী বলেছেন: সেই ছোটবেলা থেকেই গানটি শোনে আসছি! পুরানো মিউজিক ভিডিওতে একজন ইংরেজ ছেলের সাথে ইন্ডিয়ান মেয়ের ভাব হয়।
নতুন এই ভিডিওটা আরো সুন্দর। আশা করি গানটা শোনে দেখেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন আপনার ভালোলাগা ব্যক্ত করার জন্য। সবসময় ভাল থাকেন এই কামনা রইল।

২| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩১

সোহানখুলনা বলেছেন: চমৎকার

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া! :)

৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩

মুসাফির নামা বলেছেন: অনেক ভাললাগা রইল।

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, মতান্তে আপনার ভাল লাগা প্রকাশের জন্য। সবসময় অনেক বেশি ভাল থাকেন! প্রিয় সহোদর।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩

উল্টা দূরবীন বলেছেন: ভালো লেগেছে।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

কালনী নদী বলেছেন: ধন্যবাদ ভাই!

৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমি প্রথমে ভেবেছিলাম এটা আপনার লিখা একটি কবিতা।
আরেকটু নীরবে আর নীরবতায়,
গোপনীয় সব রহস্যকে ভেদ করে . . .
সবার অগোচরে আমি হয়ে যাই তুমি!
এই লাইনগুলো বেশী ভালো লেগেছে।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩

কালনী নদী বলেছেন: পাঠান্তে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ভাইয়ু।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: সবার অগোচরে আমি হয়ে যাই তুমি! কিন্তু একে একে সবাই তো জেনে যাচ্ছে , ক্রমে ক্রমে হতেছে গোচর বিশ্ব চরাচরে । অসম্ভব সুন্দর একটি কবিতা । এক শব্দের শিরনাম প্রথম বুজতে পারিনি কিন্তু ভিতরে এসে দেখি এ যে শত শত শব্দের যোজনা । বাণিগুলি নিয়ে যায় অন্তহীন ভাবনায় । পড়তে পড়তে নিজেকে এমনই হারালাম এখন আর নীজকে খুঁজেই পাচ্ছিনা ,কেননা শেষে এসে দেখি আমি হয়ে গেছি তুমি বুজে নিলাম নীজকে খুঁজে আর পাবনা । ছন্দময় জগতেই ভাল থাকুন ।

১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

কালনী নদী বলেছেন: আপনার প্রশংসায় আমি লজ্জায় পড়ে যাই ভাই। কালকে সারা-রাত সামুতে ডুকতে পারি না। কয়েকদিন মনটাও বিশেষ ভালো নেই।
আপনার এই মন্তব্যে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সহোদর! অনাকাঙ্খিত এই বিলম্ভ ক্ষমাসুন্দর চোখে দেখবেন।
আশা করি অনেক ভালো আছেন।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক ভালো লাগলো...

১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়ু।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর । ভাল লেগেছে ।

১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

কালনী নদী বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৯| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

কালনী নদী বলেছেন: আপনার উপস্থিতে আমাকেও বাধিত করল, ভাই! পাঠান্তে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

১০| ২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কথাগুলো তো খুব সুন্দর ।

২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

কালনী নদী বলেছেন: পাঠান্তে ও মন্তব্যে অসংখ্য ভালোলাগা রইল, ভাইয়া!
অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

সোজোন বাদিয়া বলেছেন: "সবার অগোচরে আমি হয়ে যাই তুমি!" - আহ! কী সমাপনী!!
অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর কবিতা/গান তুলে ধরার জন্য। দীর্ঘজীবী হোন।

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮

কালনী নদী বলেছেন: আপকে এশক-সে গোজারিশ ফরমাইয়ে!
প্রিয় কবির সাক্ষাতে / বানানসহ বিষয়বস্তু সবকিছু ভুলে যাই প্রত্যুসে।

গুরুর আশীর্বাদে শিষ্যের আহলাদি বেহায়াপনা হুজুর ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
আরজ হয়ে মিনতি করি, কবি হয়ে জন্মাই নি/ তাই তোমায় পাঠ করি!

১২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: যেমন সুন্দর ঘযল, তেমনি সুন্দর তার লীরিক্সের অনুবাদ। ভালো লেগেছে।
শেষ তিনটে চরণ অতুলনীয়, অসাধারণ!

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০১

কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ!

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক দিন আগে গানটা শেষ শুনেছি। ভাল লাগার মত।

ভাল অনুবাদ করেছেন। এ ধরনের গানে আগ্রহ রাখেন দেখে আরও ভাল লাগছে।
অনেক ধন্যবাদ।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

কালনী নদী বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ, বোন। সবসময় ভাল থাকেন এই কামনা করি।

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১

শাহারিয়ার ইমন বলেছেন: আরেকটু নীরবে আর নীরবতায়,
গোপনীয় সব রহস্যকে ভেদ করে . . .
সবার অগোচরে আমি হয়ে যাই তুমি!

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

কালনী নদী বলেছেন: জীবনের সবচেয়ে কঠিন সময়ে এই গানটিই ছিল কোন এক কিশোরের পরম বন্ধু, তাকে কতবার আত্নহত্যার কাছ থেকে এই সুর ফিরিয়ে এনেছে- এই সুরেই বিলিন হয়ে কেউ একজন মানুষ থেকে নদী হয়ে যায়!
আপনার কাছে এতটা ভাল লাগছে ভাইয়ু- জীবনে শত কষ্ঠর মাঝেও সূর নিয়ে আসুক বেঁচে থাকার উচ্ছলতা।
হৃদয়ের অন্তস্থল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ু!

১৫| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:১৬

লক্ষ্মীছেলে বলেছেন: .............................................................................. ...।।

৩০ শে মে, ২০১৬ রাত ১০:২৩

কালনী নদী বলেছেন: আপনি কি
‎বিদ্রোহী মানুষ‎ ?
ভাইয়া।

১৬| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:৫৬

লক্ষ্মীছেলে বলেছেন: নাহ; মৃত্যু নদীর মত শান্ত নীরব___ '' তবে, কোথায় জানি কিছু একটা বোঝার ভুল ছিল। আজ তা স্পষ্ট করে দিলেন; ইচ্ছে করে বিদ্রোহ করতে যাইনি, সত্যর পক্ষে দাড়াতে চেয়েছিলাম, কিন্তু ......... ..................।।

ভালো থাকুন কবি সব সময়..............................

৩০ শে মে, ২০১৬ রাত ১১:০৮

কালনী নদী বলেছেন: আপনিও সবসময় ভালো থাকেন ভাইয়া। সবসময়! অনেক বেশী।

১৭| ৩০ শে মে, ২০১৬ রাত ১১:২২

লক্ষ্মীছেলে বলেছেন: চেষ্টা করবো ... এমনই ভালো থাকতে যেন আর কোথাও উঁকি দিতে না হয়_ :-< সব ভুলিয়ে দেয় =p~ =p~ =p~ =p~ ...... =p~ ন্যায়ের পথে প্রতিবাদ করাতে যদি প্রশ্নের সম্মুখীন হতে হয়, এর চেয়ে উত্তম বটে নদী সাহেব। ঝলকের খুশী কারো কারো পলকে ঝলসে যায়__ =p~ =p~ =p~ =p~ ..................... :((

৩১ শে মে, ২০১৬ রাত ৯:৩৪

কালনী নদী বলেছেন: আপনি হাসলে সত্যি মুক্তো ঝড়ে! সবসময় হাসিখোশি থাকেন :)

১৮| ৩০ শে মে, ২০১৬ রাত ১১:২৪

লক্ষ্মীছেলে বলেছেন: পা কি!!

৩১ শে মে, ২০১৬ রাত ৯:৩৫

কালনী নদী বলেছেন: ঠিক বোঝতে পারি নি ভাইয়া!

১৯| ০২ রা জুন, ২০১৬ রাত ৩:০০

লক্ষ্মীছেলে বলেছেন: গানটি ভালো লেগেছে......... পুরো ছবিটাও দেখলাম, বহু বছর পরে......ধন্যবাদ।। ভাই। এমন দুটি গানের জন্য। তবে কি যেন একটা সাড়া বিকেল সন্ধ্যা খুজেও পেলাম না।। ভাই, :D

০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৩১

কালনী নদী বলেছেন: কি হারিয়েছ ভাইয়ু?

২০| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৪২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখা ।

০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৪৬

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.