নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের সঙ্গ করিলে মানুষ তখন মানুষ হয়, জন্মদরা জংযাতনা থাকে না তার কোন ভয়। ওস্তাদ আব্দুল করীমে কয় নয়ন রাখ মাসুকপূর।ই-মেইল: [email protected]

কালনী নদী

সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।

কালনী নদী › বিস্তারিত পোস্টঃ

পন্ডিতমশাই!

২৩ শে মে, ২০১৬ রাত ৯:০৬



পন্ডিতমশাই অঙ্কের গুরু
নিতাই তাহার শিষ্য বটে,
অঙ্কের খাতা খোলে বসলে
কত মজার ঘটনা ঘটে।

শিষ্যের নিকটে গুরু যেমন
গণিত পাঠের সমাধান,
বীজগণির সূত্র সেটা
পাঠিগণিতের অবদান।

ত্রিকোণমিতির সূত্র আলাদা
সেটাও আবার তিথা-মিটা,
পরিমিতি বোঝলে ভাল
সূত্র সোজা সাদা-মাটা।

মেট্রিকে স্টার নিয়ে আসবে
এবার নিতাই!
মিস্টি-মিটাই স্বপ্ন দেখে,
আশায় বুক বাদেন মাস্টারমশাই।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:১৩

ঘটক কাজী সাহেব বলেছেন: মেট্রিকে স্টার নিয়ে আসবে
এবার নিতাই!
মিস্টি-মিটাই স্বপ্ন দেখে,
আশায় বুক বাদেন মাস্টারমশাই।

মাঝখানে নদী ওই বয়ে চলে যায় ... =p~ =p~ =p~

২৩ শে মে, ২০১৬ রাত ৯:২০

কালনী নদী বলেছেন: ধন্যবাদ ঘটক কাজী সাহেব, বিবাহের কাজে ফাকি দিয়ে সময় নিয়ে ছড়াটা পড়ার জন্য। মন্তব্যে অসংখ্য ভাল লাগা জানবেন।
সবসময় সুস্ত থাকেন আর অনেক বেশী সুস্থ থাকেন।

২| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:১৯

রুদ্র জাহেদ বলেছেন: বাহ!সব মাস্টাররাইতো দেখে ;)

২৩ শে মে, ২০১৬ রাত ৯:২২

কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ু!!!
:)

৩| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল মাস্টারদের কবিতা।

২৪ শে মে, ২০১৬ রাত ৮:৪৭

কালনী নদী বলেছেন: লেখাটা কিন্তু আপনার অণুপ্রেরনার ফসল বড় ভাই!
আপনার ছড়া আমার অনেক ভাল লাগে তাই একটু লিখার চেস্টা করেছি আর আপনার ভালো লেগেছে যেনে সত্যি আনন্দিত হলাম।

৪| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:২৭

ঘটক কাজী সাহেব বলেছেন: ভাইয়ু!!!! গেছিরে #:-S :D

২৪ শে মে, ২০১৬ রাত ৮:৪৭

কালনী নদী বলেছেন: হাহাহা ভাইয়ু!!! :) :)

৫| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:৪৮

সুমন কর বলেছেন: গণিতের ছড়া ভালো লাগল। !:#P

২৪ শে মে, ২০১৬ রাত ৮:৪৯

কালনী নদী বলেছেন: ধন্যবাদ দাদা, এসবই আপনার আর্শীবাদ!

৬| ২৩ শে মে, ২০১৬ রাত ১০:০৮

কল্লোল পথিক বলেছেন:







বাহ!চমৎকার কবিতা।
কবিতায়++++++

২৪ শে মে, ২০১৬ রাত ৮:৫০

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা :)

৭| ২৩ শে মে, ২০১৬ রাত ১১:১৫

মুসাফির নামা বলেছেন: সুন্দর ছড়া।

২৪ শে মে, ২০১৬ রাত ৮:৫১

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ সহোদর!!!
আপনার উপস্থিতি সর্বদাই আনন্দদায়ক।

৮| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:০১

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।

২৪ শে মে, ২০১৬ রাত ৮:৫৩

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেকদিন পর আপনাকে পেলাম আশা করি ভালো আছেন।

৯| ২৪ শে মে, ২০১৬ সকাল ৮:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিতাই হলো ফেলটুবাবু
অংকে পেলো শূণ্য;
পন্ডিতমশাই কালনাকে ধরে
মেটালেন ঝাল পূর্ণ। :-B

২৪ শে মে, ২০১৬ রাত ৮:৫৬

কালনী নদী বলেছেন: বাহ: আপনার ছড়া সত্যি অনেক সুন্দর হয়! আমি সাইবার ক্যাফে থেকে ইন্টারনেট ব্যবহার করছি তাই মাথাতে তাথক্ষণিক কিছু আসছে না। অনেকদিন পর আপনাকে আবার দেখে দুশ্চিন্তামুক্ত হলেম। সত্যি অনেক ভালো লাগছে আপনার মন্তব্যে। ছাড়ার জাদুকর!

১০| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:৫৭

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর । ++

২৫ শে মে, ২০১৬ রাত ১০:৫৩

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, পরি বোন।

১১| ২৫ শে মে, ২০১৬ ভোর ৫:২০

শেয়াল বলেছেন: ঘেক ঘেক ! =p~

পন্ডিতমশাই তো আমি !!! :P :P :P :P :P

২৫ শে মে, ২০১৬ রাত ১০:৫৬

কালনী নদী বলেছেন: আসলেইত, ছোটবেলা সে রকমই জানতাম বনের পন্ডিত শেয়াল বলে!
যাই হোক গুরুর কবিতা ভাল লেগেছে জেনে খুশি হলাম।।।।।
মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানবেন। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন।

১২| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:৫৪

বিজন রয় বলেছেন: সুন্দর।

২৬ শে মে, ২০১৬ রাত ৮:৩২

কালনী নদী বলেছেন: thank you so much...

১৩| ২৫ শে মে, ২০১৬ রাত ১১:৩১

গেম চেঞ্জার বলেছেন: ছন্দে ছন্দে এসব পড়তে ভাল্লাগে।

২৬ শে মে, ২০১৬ রাত ৮:৩৩

কালনী নদী বলেছেন: thank you so much...

১৪| ২৫ শে মে, ২০১৬ রাত ১১:৫৪

জেন রসি বলেছেন: মজার!

২৬ শে মে, ২০১৬ রাত ৮:৩৪

কালনী নদী বলেছেন: thank you so much...

১৫| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৩৭

সোজোন বাদিয়া বলেছেন: আপনার লেখা ছড়া আগে পড়িনি। মজার ছড়া :)

২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৮

কালনী নদী বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনেক ভাল লাগছে কবি।

১৬| ২৮ শে মে, ২০১৬ রাত ১২:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ।

২৮ শে মে, ২০১৬ রাত ৮:৪৩

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া!
প্রাণডালা স্বাগতম।।।

১৭| ২৮ শে মে, ২০১৬ রাত ৩:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: শিষ্যের নিকটে গুরু যেমন
গণিত পাঠের সমাধান,
বীজগণির সূত্র সেটা
পাঠিগণিতের অবদান

কত চমৎকারভাবে ঐতিহ্যের স্বীকৃতি । খুব ভাল লাগল ।
নিরন্তর ভাল থাকুন ।

২৮ শে মে, ২০১৬ রাত ৮:৪৪

কালনী নদী বলেছেন: আপনার ভালোলাগা যে আমার পাতেয় ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ মিস্টি ভাই আমার।

১৮| ৩১ শে মে, ২০১৬ ভোর ৬:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর! নিতাই, নিমাই নামগুলোও ভালো লাগে ।

৩১ শে মে, ২০১৬ রাত ৯:৩২

কালনী নদী বলেছেন: সঠিক দড়েছেন ভাইয়া। পুরানো মানুষের স্নেহের অবদান!

১৯| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:১০

প্রথমকথা বলেছেন: ভাল লাগল কবি ,,

১২ ই জুন, ২০১৬ রাত ১০:১৫

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোন!

আমি কবি না, আপনাদের লেখা পড়ে পড়ে- এই দশা হয়েছে।
মন্তব্যে অসংখ্য ভালোলাগা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.