নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের সঙ্গ করিলে মানুষ তখন মানুষ হয়, জন্মদরা জংযাতনা থাকে না তার কোন ভয়। ওস্তাদ আব্দুল করীমে কয় নয়ন রাখ মাসুকপূর।ই-মেইল: [email protected]

কালনী নদী

সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।

কালনী নদী › বিস্তারিত পোস্টঃ

অন্তর্জ্বালা !!

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৪৪



বাংলিশ ছড়া লিখে
সম্পাদক ফাল্লায়!
কালনীর কলম চোরি গেছে?
হিসেব হবে পাল্লায়।

অনর্থক কথা বলে,
নিরর্থক হাসে!
নদী উপহাসে-
ঠাকুরপোও গেলেন পরবাসে।


অন্তর্জ্বালা অন্তর্নিহিত!
সম্মোহিত আহবানে
তোমার আমার-
মিলন হবে, বটবৃক্ষের বনে।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৪৯

বিজন রয় বলেছেন: এটা কি রম্য কবিতা??

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫২

কালনী নদী বলেছেন: ঠিক রম্যও না আবার সেটাও, দাদা।

২| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫০

বিজন রয় বলেছেন: অন্তর্জালা ?

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫৩

কালনী নদী বলেছেন: বাহ: পুরোপুরি ঠিক দড়েছেন দাদা!!!
এই নামটা শিরোনামে পরিবর্তন করে রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: প্রিয় নদী,

আমার কথায় শিরোণাম বদলে দিলেন!!
আমি অভিভূত। এই কথা মনে থাকবে।

তবে একটু কষ্ট করে অন্তর্জ্বালা বানানটি ঠিক করে দিন।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:১৩

কালনী নদী বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনেক প্রীত হলাম :)

বানানটা ঠিক করে নিয়েছি।
পাঠান্তে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানবেন।

৪| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:০৮

মাহমুদ ফারুক (বাবুই) বলেছেন: ভালো লাগলো দাদা....." ছন্দোময়

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:১৩

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

৫| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:১৯

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল চন্দময় কবিতাখানি এখানে আসার দেখা হল এ কিতা সনে মনের ব্যথাটাই দিল বাড়িয়ে । যাহোক ভাল থাকুন এ কামনা করি ।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:২১

কালনী নদী বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !!

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১১

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, দাদা!

৭| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৯:৩২

সোজোন বাদিয়া বলেছেন: "তোমার আমার-
মিলন হবে, বটবৃক্ষের বনে। " - শেষ পর্যন্ত আপনি রোমান্টিক, পরম রোমান্টিক :)। ভাল বাসনা, ভাল থাকুন।

আর ওই আদিম বর্বরগুলোকে নিয়ে চিন্তা করবেন না। ওরা নিজেদের পরিচয় নিজেরাই তুলে ধরছে।

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১৪

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি!

আপনাদের সাহচর্যে এরা কোন ব্যাপারি না।।

মন্তব্যে অসংখ্য ভালোলাগা জানবেন।

৮| ০৫ ই জুন, ২০১৬ রাত ১২:১৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: অন্তর্জালা অন্তর্নিহিত!
সম্মোহিত আহবানে
তোমার আমার-
মিলন হবে, বটবৃক্ষের বনে



চমৎকার.........!

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১৫

কালনী নদী বলেছেন: নবীন কবির আমার ছড়া ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগছে :)
মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ভাইয়ু।।

৯| ০৫ ই জুন, ২০১৬ ভোর ৬:০৭

ঈশান আহম্মেদ বলেছেন: ভালো লাগলো তো। :)

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১৭

কালনী নদী বলেছেন: আপনার পজিটিভ মন্তব্য হৃদয় ছোয়ে গেল!

মন্তব্যে অসংখ্য ভালোলাগা জানবেন ভাইয়া।

১০| ০৫ ই জুন, ২০১৬ সকাল ৯:০৪

নীলপরি বলেছেন: দারুন লাগলো । :)

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১৭

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বোন!!

১১| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৪

মিজানুর রহমান মিরান বলেছেন: "তোমার আমার- মিলন হবে, বটবৃক্ষের বনে।

ভাইয়্যু কি প্রেম তেম করছেন নাকি?!
রোমান্টিক কথাবার্তা!

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৭

কালনী নদী বলেছেন: কালনীর প্রেমে বয়স, কাল ভেদে সবাই একাকার হয়ে যায়।
হয়তো!! ভাইয়া।

১২| ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:২২

খায়রুল আহসান বলেছেন: ইংরেজী স্তবক দুটোর সাথে বাংলা তিনটে স্তবকের সম্পর্কটা বোধগম্য হয়নি আমার কাছে। তবে বাংলা শেষ দুটো স্তবক ভালো লেগেছে।

২৮ শে জুন, ২০১৬ রাত ৩:০০

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাইয়া।

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৪

কালনী নদী বলেছেন: ইংরেজী ফেলে দিয়েছি। ভাই। ঈদ মোবারক।

১৩| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আপনাকেও ঈদ মুবারক জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.