নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের সঙ্গ করিলে মানুষ তখন মানুষ হয়, জন্মদরা জংযাতনা থাকে না তার কোন ভয়। ওস্তাদ আব্দুল করীমে কয় নয়ন রাখ মাসুকপূর।ই-মেইল: [email protected]

কালনী নদী

সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।

কালনী নদী › বিস্তারিত পোস্টঃ

ভাবনার অবকাশ।

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৭



ভালোবেসে কবিতা লিখছে কবি
মনের কথা কেমনে যে কব!
সেটাই শুধু ভাবি।।
তালার প্রতিনিধিত্বকারী
সম্পাদক কে সে?
স্বামী হাতের চাবি!!

অন্তর করে চুরি-
চোর হয়ে সাজালে দরবারি,
কালনীর বাড়াবাড়ি- দেবে নাকি কুরবানী?
সেই তুমি কাল হয়ে দাবানলে হায়
কেমনে করে পোড়ালে বলো
মনের বাড়ির বহুরাণী।


জানতেই যদি বোঝবে না
অবুঝ মনের মন্ত্রণা
সাহিত্য এত সস্থা না!
পান্ডিত্তের বাহাদুরি হয় যদি বিলিনে
অগো মনোহারিণী
বিদ্যা সেটা বিকাবার বস্তু না।

আসমানীরা নতুন জামা পড়ে
কবি বসে পদ্ম রচনা করেন
ঘাটে সান বেদে ভাবি বধু স্নান করে
তিনি বসে বসে সেটাই শুধু ভাবেন!


সে যদি গ্রীষ্মের তাপ হয়ে
গড়ম ছড়িয়ে যায় নিষ্পাপ ধরণীর তরে-
তুমি ভেব না গো কোমলমতি, আমার সুরন্জনা।
নির্বোধ মন মানে না আর কোন বাধা
মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝড়বে সে
যদি হয় খাটি সোনা!

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললিখেছ

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৫২

কালনী নদী বলেছেন: শ্রদ্ধেয় দাদার লেখাটা ভাল লেগেছে জেনে মনটা ভরে গেল।
অসংখ্য ধন্যবাদ।

২| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৮

মিজানুর রহমান মিরান বলেছেন: সে যদি গ্রীষ্মের তাপ হয়ে
গড়ম ছড়িয়ে যায় নিষ্পাপ ধরণীর তরে-
তুমি ভেব না গো কোমলমতি, আমার
সুরন্জনা। নির্বোধ মন মানে না আর কোন
বাধা মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝড়বে সে
যদি হয় খাটি সোনা!


ভাবনার আকাশ এমনিতেই সুন্দর হয়! খুব সুন্দর লিখেছেন ভাইয়্যু!

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৩

কালনী নদী বলেছেন: আমার মিষ্ঠি ভাইয়ার কবিতাটি এত ভালো লেগেছে জানতে পেরে মনটা ভরে গেল।
আপনিও অসংখ্য ভালোলাগা জানবেন :)

৩| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৫

কল্লোল পথিক বলেছেন:



চমৎকার কবিতা।
কবিতায়+++++++++++

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৯

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন দাদা!!! আপনার প্লাসের জন্য। সত্যি অনেক খুশি হলাম।।

৪| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:১৫

বিজন রয় বলেছেন: কবিতার অন্দরমহলে পান্ডিত্য দেখিয়েছেন।

কয়েকটি টাইপো আছে।

০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা!

৫| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল খুব । লিখে যান অবিরত
শুভকামনা

০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

কালনী নদী বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম বিষণ বোন!
সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন।

৬| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: সে যদি গ্রীষ্মের তাপ হয়ে
গড়ম ছড়িয়ে যায় নিষ্পাপ ধরণীর তরে-
তুমি ভেব না গো কোমলমতি, আমার সুরন্জনা।
নির্বোধ মন মানে না আর কোন বাধা
মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝড়বে সে
যদি হয় খাটি সোনা!

ভাইয়ু .... খুব ভালো লেগেছে কবিতাটি। শুভ কামনা ও ভালোবাসা জানবেন।

০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

কালনী নদী বলেছেন: আপনার ভালো লেগেছে জানতে পেরে অনেক প্রীত হলাম ভাইয়ু!!!
অনেক অনেক শুভেচ্ছা নিও।

৭| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৬

কানিজ রিনা বলেছেন: মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝরবে সে যদি হয়
চকচকে হীরে মাকিক দানা। কোমলমতি
সুরন্জনা। নাই মামার চেয়ে কানা মামাই
ভালা।

০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

কালনী নদী বলেছেন: সেটাই বোন!
মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানবেন।

৮| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: পড়তে খুব ভালো লাগল। +।

অগো মনোহারিণী < ওগো।

০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৪৫

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা!!

৯| ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:২২

সোজোন বাদিয়া বলেছেন: পড়তে মনোরম হয়েছে, বিশেষ করে শেষ প্যারাটা। তবে সম্পূর্ণ ভাবটা অনুধাবন করতে আমার কিছু আপারগতা ঘটেছে। ++
ভাল থাকবেন।

০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:২২

কালনী নদী বলেছেন: আপনাকে সময় সুযোগ করে না বুঝাগুলা বোঝিয়ে দেব নে, প্রিয় কবি!
মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানবেন।

১০| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৩৫

নীলপরি বলেছেন: মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝড়বে সে
যদি হয় খাটি সোনা!



অপূর্ব লাগলো ।++

০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:২৩

কালনী নদী বলেছেন: মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানবেন। শ্রদ্ধেয় বোন।

১১| ০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:১৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটাই সুন্দর হয়েছে তবে নীচের লাইন কটি বেশী ভাল লেগেছে ।
সে যদি গ্রীষ্মের তাপ হয়ে
গড়ম ছড়িয়ে যায় নিষ্পাপ ধরণীর তরে-
তুমি ভেব না গো কোমলমতি, আমার
সুরন্জনা। নির্বোধ মন মানে না আর কোন
বাধা মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝড়বে সে
যদি হয় খাটি সোনা!
এমন করেই হৃদয়গ্রাহী লিখা লিখে যান
আমরা পড়ব তা মুগ্ধ হয়ে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:২৬

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ গুরু, আপনার অণুপ্রেরনা আমার চলার পাথেয়!
মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানবেন ভাই।

১২| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৬

উল্টা দূরবীন বলেছেন: সে যদি গ্রীষ্মের তাপ হয়ে
গড়ম ছড়িয়ে যায় নিষ্পাপ ধরণীর তরে-
তুমি ভেব না গো কোমলমতি, আমার সুরন্জনা।
নির্বোধ মন মানে না আর কোন বাধা
মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝড়বে সে
যদি হয় খাটি সোনা!


দারুণ লিখেছেন।

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৩৭

কালনী নদী বলেছেন: হৃদয়ের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানবেন ভাইয়া!!

১৩| ৩০ শে জুন, ২০১৬ রাত ২:২২

শাহরিয়ার কবীর বলেছেন: সে যদি গ্রীষ্মের তাপ হয়ে
গড়ম ছড়িয়ে যায় নিষ্পাপ ধরণীর তরে-
তুমি ভেব না গো কোমলমতি, আমার সুরন্জনা।
নির্বোধ মন মানে না আর কোন বাধা
মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝড়বে সে
যদি হয় খাটি সোনা!

ভালো লিখেছেন।

৩০ শে জুন, ২০১৬ রাত ২:২৩

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.