![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।
আহা কবি যদি কখনও
কালনীর চোখে তারে দেখতে!
সে যে মনোহারিণী- বড় সম্মানী
যদি তুমি সেরকম ভাবতে?
কিসের জ্বালায়, বিষের ব্যাথায়
রমণী প্রহর গুনছে
পারবে কি তারে, রাখতে আড়ালে
ধরণী মহাকালের হিসেব বুঝছে।
আসমানী নাম দিয়েছে
মহাগুরু তারে।
প্রবিত্রতার আধার সে
মহাজাগতিক তরে!
সব কিছুই সে বোঝে
অন্ধকারে আলোক সাজে!
সরম আর লাজ মেরে
বসত গড়ে মনের মাঝে।
কবি তোমার কবিতায়
রেখে গেলাম ভালোবাসায়,
তাঁকে তুমি সংগোপনে রেখ!
সে আজ বড় অসহায়।
অবকাশে প্রকাশ দিও
তোমার অনুভূতি,
সুরমা থেকে কালনী
এসবি যে অসঙ্গতি!!
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩০
কালনী নদী বলেছেন: ভাইয়া শুধু উন্দুরের গর্তে লোকান কেন? আপনি লেখা দেন- আপনার লেখা পড়তে কালনী ভালোবাসে!!!!
২| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৮
লক্ষ্মীছেলে বলেছেন:
আহারে কি আর কহিবো বলেন ভাই
আইজকা আমার ঠোঁটের কোনে এক চিলতে হাসি ফুটে রয়।
এখানের মানুষ খেলে কত কিছু, বড় বড় সব গেম
আমি শুধু খেলেছিলাম গতকাল লাটিম আর মার্বেল।
তাহার মানি বুঝে কয় জনায়, গুটি চালদের ধরি আমি মার্বেল চালনায়।
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪২
কালনী নদী বলেছেন:
Dont Worry I Will Always There For You BrotheR
৩| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫১
লক্ষ্মীছেলে বলেছেন: ঘুম আইছে গো বড় ভাই, ছাদে গিয়া লেপ মুড়ি দিয়া ঘুমাই
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৪
কালনী নদী বলেছেন: okay have some nightmares than
wish ya a sweet evening sleep vaiyu
৪| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:০০
মিজানুর রহমান মিরান বলেছেন: সব কিছুই সে বোঝে
অন্ধকারে আলোক সাজে!
সরম আর লাজ মেরে
বসত গড়ে মনের মাঝে।
ভালো লেগেছে ভাইয়্যু।+++
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:০২
কালনী নদী বলেছেন: মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানবেন ভাইয়া। সবসময় ভালো থাকেন আর অনেক বেশী সুস্থ থাকেন।
৫| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:০৬
আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,
সবার চেহারাতেই মুখোশ আঁটা । যার সেটা নেই তার আসল চেহারাটাই দৃশ্যমান ।
তবে বেনম্বরী এই তাসটির সাথে কবিতাটিকে মেলাতে পারছিনে ।
অবশ্য কালনীর চোখে দেখা হয়নি , এটাও না মেলার কারন হতে পারে !
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৯
কালনী নদী বলেছেন: বিজ্ঞ ভাই দিলেন সৃষ্টির আরেক রহস্য উন্মোচন করে, এখন সবাই জেনে গেল কি আছে চেহারার অন্তরালে!
ভাইয়ার সুবিধার্তে শিরোনামটা পরিবর্তন করে নিলাম। আশা করি এখন ঠিক আছে। সময় করে বেনম্বরী তাসটি নিয়ে আলাদা করে কিছু লিখতে হবে!
মন্তব্যে ও আপনার সার্বিক সহযোগিতার জন্য হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানবেন।
৬| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৮
সুমন কর বলেছেন: সুন্দর। তবে মাঝে ইংরেজি চাই না।
+।
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪২
কালনী নদী বলেছেন: প্রথমেই হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানবেন আপনার আন্তরিক সহযোগিতা ও পাঠান্তে মন্তব্য প্রদান করে কালনীকে বাধিত করলেন!
আপনার কথা রেখে সম্পূর্ন ইংরেজি অপসারণ করা হলো।
পাঠান্তেও মন্তব্যে অসংখ্য ভালোলাগা জানবেন। সুমন দা!
৭| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৫১
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৩
কালনী নদী বলেছেন: অনেকদির পর আপনার সান্নিধ্যে সুখ খোজে পেলাম! আপনি সবসময় আমার আঙ্গিণায় আমন্ত্রিত। ভাইয়া।
৮| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ বাহ, চমৎকার বেশ লাগল!
০৬ ই জুন, ২০১৬ রাত ৮:৫৬
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়ু
৯| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
সোজোন বাদিয়া বলেছেন: "কবি তোমার কবিতায়
রেখে গেলাম ভালোবাসায়,
তাঁকে তুমি সংগোপনে রেখ!
সে আজ বড় অসহায়।"
-বাহ, একই সাথে প্রেমাস্পদ, কবি, কবিতা এবং প্রেমিককে মহান করে তুলেছেন ভালবাসায়। খুব সুন্দর হয়েছে।
ইংরাজি কৌতুকগলোও সুন্দর, তবে কবিতার কাছে ম্লান।
ভাল থাকুন।
০৬ ই জুন, ২০১৬ রাত ৮:৫৭
কালনী নদী বলেছেন: প্রিয় কবির মন্তব্যে আমি সর্বদা অণুপ্রনিত হই!!!
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১০| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: কবি তোমার কবিতায়
রেখে গেলাম ভালোবাসায়,
তাঁকে তুমি সংগোপনে রেখ!
সে আজ বড় অসহায়।" ভালো ।
০৬ ই জুন, ২০১৬ রাত ৯:২৫
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাধক ভাই।
১১| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৪৩
স্বরব্যঞ্জ বলেছেন: আসমানী নাম দিয়েছে
মহাগুরু তারে।
প্রবিত্রতার আধার সে
মহাজাগতিক তরে
অসাধারন ভাই.।
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৩৬
কালনী নদী বলেছেন: লেখাটি আপনার ভালো লেগেছে যেনে সত্যি অনেক খুশি হলাম।
মন্তব্যে হৃদয়ের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানবেন, ভাইয়া।
১২| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:৫৮
প্রামানিক বলেছেন: কবি তোমার কবিতায়
রেখে গেলাম ভালোবাসায়,
তাঁকে তুমি সংগোপনে রেখ!
সে আজ বড় অসহায়।
দারুণ লাগল কবিতা। ধন্যবাদ
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৩৮
কালনী নদী বলেছেন: মন্তব্যে হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয় বড় ভাই।
১৩| ০৬ ই জুন, ২০১৬ রাত ১১:২৬
বিজন রয় বলেছেন: কবি তোমার কবিতায়
রেখে গেলাম ভালোবাসায়,
তাঁকে তুমি সংগোপনে রেখ!
সে আজ বড় অসহায়।
না, কবি কখনো অসহায় হতে পারে না।
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৩৯
কালনী নদী বলেছেন: সঠিক বলেছেন দাদা!!
মন্তব্যে অসংখ্য ভালোলাগা জানবেন ।
১৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৪৫
স্বরব্যঞ্জ বলেছেন: ভাইয়া আপনার লেখার হাত অসাধারণ। আশা রাখি আরো ভালো ভালো লেখা পাবো.।
০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪১
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়ু!
১৫| ০৭ ই জুন, ২০১৬ রাত ৮:২৬
ডঃ এম এ আলী বলেছেন: কবি তোমার কবিতায়
রেখে গেলাম ভালোবাসায়,
তাঁকে তুমি সংগোপনে রেখ!
সে আজ বড় অসহায়
অাসলেই আজ আমি বড় অসহায়
কবি প্রতি ভালবাসাটুকু ছাড়া
কিছুই দেয়ার নাই যে আর ।
ভাল থাকুন । এ কামনা থাকল ।
০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৩৭
কালনী নদী বলেছেন: আপনার এই ভালোবাসাই আমার জন্য যথেস্ট!
সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন প্রিয় ভাই আমার।
১৬| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: েআহা কি সুন্দর
ভাল লাগল অনেক
০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৩৪
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোন!
১৭| ০৯ ই জুন, ২০১৬ সকাল ৭:৩৭
নীলপরি বলেছেন: কিসের জ্বালায়, বিষের ব্যাথায়
রমণী প্রহর গুনছে
পারবে কি তারে, রাখতে আড়ালে
ধরণী মহাকালের হিসেব বুঝছে।
সকালবেলা খুব সুন্দর একটা কবিতা পড়লাম । ++
০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৩৫
কালনী নদী বলেছেন: আপনার প্রত্যেকটা দির শুরু হোক সুন্দর দিয়ে এই দোয়া করি শ্রদ্ধেয় পরি বোন। সবসময় সুখে থাকুন।
১৮| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । ভাল থাকার শুভ কামনা থাকল
০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৪৯
কালনী নদী বলেছেন: শুকরিয়া ভাইয়া
১৯| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৪৬
মিঃ অলিম্পিক বলেছেন: কবি তোমার কবিতায়
রেখে গেলাম ভালোবাসায়,
তাঁকে তুমি সংগোপনে রেখ!
সে আজ বড় অসহায়।......জাক্কাস লাগো।।।
ভালা আচেন দাদা....!!
০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৫০
কালনী নদী বলেছেন: আমি ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন ভাইয়া।
২০| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও রইল শুকরিয়া
২১| ১০ ই জুন, ২০১৬ ভোর ৫:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: ঘুমের ঘুরে প্রজ্ঞার বিষয়বস্তু ভালকরে হৃদয়ংগম করতে পারিনি বলে আবার আসলাম । এবার পাঠে আনেকটা বুঝে এসেছে । বিশেষ প্রসংসার দাবী রাখে কবিতাটি তার আন্তরনিহীত ভাবার্থের জন্য । এদিকে চাদজীর বাড়িতে আপনার কিছু সুন্দর বাহাস দেখলাম, আমিও লম্বাচরা একটু রেখে এসেছি । দুজনের বাহাসই ভাল লাগল ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৯
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে গরীবের ঘরে আবার পদচারণ রেখে কৃতার্থ করার জন্য। ভাই যে কবিতার মর্মার্ত দরতে পেরেছেন সেটাই আমার কাছে অনেক পাওয়া।
হুমম চাঁদের ব্লগে যাচ্ছি আমাদের মন্তব্যের অবস্থা পর্যবেক্ষন করতে।
পাঠান্তে ও মন্তব্যে অসংখ্য ভালোলাগা জানবেন।
২২| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১:০৬
রমিত বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো।
১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:১০
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
২৩| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । গরীবে নেয়াজ উপমহাদেশের শ্রেষ্ঠ সাধক । অতএব গরীব খুবই উচ্চ শ্রেণীর । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
১০ ই জুন, ২০১৬ রাত ১০:০৫
কালনী নদী বলেছেন: আমারও সেই নেওয়াজে শরীফের ক্ষুদ্র খাদেম হবার অনেক আকাঙ্খা ছিল ভাইয়া, কিন্তু তার ভারটা বেশীক্ষণ দরে রাখতে পারি নি! এত শক্তিশালী আর কঠিন সেই আধার।। গরীবে নেওয়াজ . . . .
আল্লাহ আপনার সাথেই থাকুন এই কামনা রইল পেয়ারে ভাই।
২৪| ১০ ই জুন, ২০১৬ রাত ১০:০২
বিজন রয় বলেছেন: সাথে আছি।
আবার শুভকামনা জানিয়ে গেলাম।
১০ ই জুন, ২০১৬ রাত ১০:০৮
কালনী নদী বলেছেন: হৃদয়ের অন্তস্থল থেকে ভালোলাগা জানবেন! সুপ্রিয় দাদা।
২৫| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৪
কবি হাফেজ আহমেদ বলেছেন:
কবি তোমার কবিতায়
রেখে গেলাম ভালোবাসায়,
তাঁকে তুমি সংগোপনে রেখ!
সে আজ বড় অসহায়।
বাহ.........! বেশ লিখেছেন ভাইয়ু।
চমৎকার কাব্যকথা।
১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৭
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন, ছোটে কবিরাজ!!!
২৬| ১১ ই জুন, ২০১৬ রাত ১১:৫১
মুসাফির নামা বলেছেন: দারুণ লিখছেন।
১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৯
কালনী নদী বলেছেন: অনেকদিন পর, আশা রাখি বহাল তবিয়তে আছেন সুপ্রিয় সহোদর।
পাঠান্তে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানবেন।
২৭| ২৪ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৭
অতৃপ্তচোখ বলেছেন: আকাশে প্রকাশ দিও
তোমার অনুভূতি,
সুরমা থেকে কালনী
এসবি যে অসঙ্গতি "।
সত্যিই ভাই, আকাশের কাছে ফরিয়াদ করা জানানো ছাড়া কারো অস্তিত্ব বর্তমান সমাজে চোখে পড়েনা। চাওয়া-পাওয়া, বিচার-অবিচার, সামাজিক অমানবিকতা যেন তাই জানান দিচ্ছে। কেউ কারো চিন্তা এখন আর করে না। এ সমাজের সবই এখন ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে। সভ্যতা হারিয়ে যাচ্ছে মানুষের মনথেকে! সমাজের উচুস্তর থেকে নিম্নে সবাই সবকিছু নিজের মতো করেই ভাবছে! স্বস্ব মানবিকতা দেখাতে পারছি কই! তাই'তো আমি আকাশকেই বেছে নিয়েছি ইচ্ছা প্রকাশের উপযুক্ত জায়গা!
অত্যন্ত যুগোপযোগী কবিতা বস। মুগ্ধ হয়েই ফিরছি। শুভকামনা +
২৪ শে জুন, ২০১৬ রাত ১১:০২
কালনী নদী বলেছেন: আপনাকেও অসংখ্য শুভ কামনা ভাইয়া। আপনার এই অসাধারণ মন্তব্যে ধন্যবাদ জানানোর মত প্রতিউত্তর খুজে পাচ্ছি না।
বাস্তবতার স্পর্সে গড়া এ এক খাঁটি সোনা। A Real Man must be Come from PoVerTy!
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৬
লক্ষ্মীছেলে বলেছেন: সব কিছুই সে বোঝে

অন্ধকারে আলোক সাজে!
সরম আর লাজ মেরে
বসত গড়ে মনের মাঝে।