নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের সঙ্গ করিলে মানুষ তখন মানুষ হয়, জন্মদরা জংযাতনা থাকে না তার কোন ভয়। ওস্তাদ আব্দুল করীমে কয় নয়ন রাখ মাসুকপূর।ই-মেইল: [email protected]

কালনী নদী

সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।

কালনী নদী › বিস্তারিত পোস্টঃ

সার্জেন্ট জাহিদের বাসা থেকে তনুকে গাড়িতে তুলে নেয় সেনাকর্মকর্তার স্ত্রী।

২৪ শে জুন, ২০১৬ রাত ৩:৪৬



‘কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ঘটনার দিন প্রাইভেট পড়ানোর পর সার্জেন্ট জাহিদের বাসা থেকে একজন সেনা কর্মকর্তারস্ত্রী গাড়িতে করে নিয়ে গিয়েছিলেন। ঐ সেনা কর্মকতার স্ত্রী তনুকে পরে বাড়িতে পৌছে দেয়ার কথা বললে সোহাগী জাহান তনু তার মাকে ফোন করে জানানোর চেষ্টা করে। এ সময় তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। আর সেনা কর্মকতার স্ত্রীকে ফোন করে বাসায় ডেকে এনেছিলেন সার্জেন্ট জাহিদের স্ত্রী। পরে তনুকে বাংলাবাজারের দিকে কোন সেনাকর্মকর্তার বাসায় নিয়ে অত্যাচার করে হত্যা করার পর তার লাশ টহল গাড়ি দিয়ে এনে অলিপুরে পাহাড় হাউসের জঙ্গলে এনে ফেলা হয়েছে।’ -সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম বুধবার এ প্রতিবেদককে এ সব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘আমার মেয়ে কুমিল্লা সেনানিবাসের অলিপুরের ১২ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের কোয়াটারে সার্জেন্ট জাহিদের মেয়েকে পড়াতো। ২০ মার্চ সার্জেন্ট জাহিদের মেয়েকে প্রাইভেট পড়ানোর শেষের দিকে সার্জেন্ট জাহিদের স্ত্রী কাউকে মোবাইলে ফোন করেন। এরপরই কোন একজন সেনা কর্মকর্তার স্ত্রী গাড়ি নিয়ে সার্জেণ্ট জাহিদের বাসায় গিয়েছিলেন। তনুকে তুলে নেয়ার সময় দস্তদস্তি দেখেছেন কেউ কেউ।’

তনুর মা আনোয়ারা বেগম জানান, ১৮ মার্চ সেনানিবাসে অনুষ্ঠান হয়েছে। কিন্তু ২০ মার্চের অনুষ্ঠান বাতিল করেছিল।

এ দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলা তদন্তে বুধবার মাঠে নেমে সিআইডি তদন্ত কর্মকর্তারা সিআইডি কার্যালয়ে এবং সেনানিবাসে গিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। সিআইডি কার্যলয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কুমিল্লার শিল্পী সারওয়ার, মিউজিশিয়ান খোকন ও বাপ্পীকে। তারা ঐ অনুষ্ঠানে গান করার কথা ছিল। জিজ্ঞাসাবাদ শেষে সারওয়ার জানান, ঐ দিন কোন অনুষ্ঠান হয় নি। তারাও সেখানে যান নি। শিল্পিদের জিজ্ঞাসাবাদ শেষে সিআইডির তদন্ত সহায়ক দলের বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান ও তদন্ত কর্মকর্তা কুমিল্লা সেনানিবাসে যান। সেখানে তারা তনুর মা, ভাই এবং সার্জেন্ট জাহিদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন।

সিআইডির তদন্ত সহায়ক দলের সদস্য বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান জানান, আমরা অপরাধীদের খুব কাছাকাছি আছি। এটা অপরাধীরাও জেনে গেছে। তারা যতই দাম্ভিকতা দেখাক না কেন, যতই ক্ষমতাশালী হোক না কেন একদিন তাদের শাস্তি পেতেই হবে। ৪০ বছর পর বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। ৪২ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে।

তিনি বলেন, এক শ বছর পরেও যে কোন ব্যক্তির ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। আমরা তনুর কাপড়ে যে তিন জনের ডিএনএ প্রোফাইল পেয়েছি তাদের ডিএনএ প্রোফাইল বদলানোর কোন সুযোগ নেই। ফলে অপরাধীরা আইনের আওতায় আসবেই।

তনুর বাবা এয়ার হোসেনকে গাড়ি চাপা দেয়ার চেষ্টার অভিযোগ প্রসঙ্গে ড. নাজমুল করিম খান জানান, তাকে যদি কেউ হুমকি দিয়ে থাকে বা গাড়ি চাপা দেয়ার চেষ্টা করে থাকে তাহলে তিনি জিডি করতে পারেন। আমরা বিষয়টি দেখবো। তবে তনুর বাবাকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব স্থানীয় পুলিশের।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তনুর মোবাইলের তথ্য যাচাই করে দেখা গেছে, সে অন্তত ২১ টি সিম ব্যবহার করেছে। ঘটনার দিন তনু তার মায়ের মোবাইল সিমও নিয়ে গিয়েছিল। এ প্রসঙ্গে তার মা আনোয়ারা বেগম জানান, বিভিন্ন সময় মোবাইল কোম্পানী যে সব অফার দিয়েছিল সে সময় সে সব সিম কিনেছে। কিন্তু এতো সিম না। ঘটনার দিন সে আমার ফোন নিয়েছে আমার সিমে এমবি ছিল। তা ব্যবহার করার জন্য।

©

মন্তব্য ৭১ টি রেটিং +২/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:০২

সচেতনহ্যাপী বলেছেন: অনেক প্রশ্নই থাকতে পারে, তবে জবাব পাবেন না এটা নিশ্চিত।।

২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:০৫

কালনী নদী বলেছেন: সেটাই ভাইয়া,
সবই কোয়াশা আর ধোয়াশা!

২| ২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সচেতনহ্যাপী বলেছেন: অনেক প্রশ্নই থাকতে পারে, তবে জবাব পাবেন না এটা নিশ্চিত।।

এ ব্যপারে আমিও নিশ্চিত

২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:৫৬

কালনী নদী বলেছেন: আপনার সাথে আমিও একমত!
সত্যি বলতে কি আমারও এর বেশী কথা বলতে অনেক কিছুই ভাবতে হচ্ছে। কিন্তু ব্যাপার মোটেই হেলার নয়! হয়তো খুব সাধারণ ঘরের মেয়ে হওয়াই তার অপরাধ।

জানুক তারপরেও ভিতরের কিছু খবর সবাই।

৩| ২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:৫৪

শেয়াল বলেছেন: হায় তনু(!)

২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:৫৮

কালনী নদী বলেছেন: জ্বি পন্ডিতমশাই, ফেসবুকে বিচরণ করতে সময় হঠাৎ খবরটা চোখে পড়লো। নতুন কিছু তথ্য আছে ভেবে প্রকাশ করা ।
দুঃখ পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত ও সমব্যতি।

৪| ২৪ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৬

রাশেদ রাহাত বলেছেন: তনুকে এতো পরিকল্পিত ভাবে মারার পিছনের কারণ টা আজও বুঝিনী।

২৫ শে জুন, ২০১৬ রাত ২:০৩

কালনী নদী বলেছেন: তাকে মারাতে কোন পরিকল্পনা ছিল না বরং এখন সবকিছুই পরিকল্পনা মাফিক হচ্ছে!

এখানে তনুর মার পরিবর্তে সেই সেনার স্ত্রী-কে আইনের আওতায় আনাটাই যুক্তিযুক্ত ছিল।

৫| ২৪ শে জুন, ২০১৬ সকাল ৯:২৫

আর. এন. রাজু বলেছেন: তনু হত্যার আসল রহস্য কি সেটা কি আর জানতে পারব না।
নাকি সেটা ইতিহাস হয়ে থাকবে।

২৫ শে জুন, ২০১৬ রাত ২:১০

কালনী নদী বলেছেন: ইতিহাস কখন বিকৃত হয়? যখন সেখানে কলঙ্ক থাকে! এখন আইনের ইতিহাস কতটা মানবতার পথে চলে সেটাই দেখার বিষয়।

৬| ২৪ শে জুন, ২০১৬ সকাল ১০:১৭

অতৃপ্তচোখ বলেছেন: ভাল কিছু তথ্য দিয়েছেন বস। তনু হত্যার রহস্য বের হবেই, কিন্তু এর বিচার কবে দেখবো সেটাই চিন্তার বিষয়। গরিবদের যে কত জ্বালা, তা কেবল গরিবরাই বুঝতে পারে!

২৫ শে জুন, ২০১৬ রাত ২:১১

কালনী নদী বলেছেন: আপনার সাথে আমিও গভীরভাবে সমব্যথী ভাইয়া।

৭| ২৪ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:




তনুর মা হয়তো সবকিছু অনুমান করতে পেরেছেন, ইতিমধ্যে

২৫ শে জুন, ২০১৬ রাত ১২:০৯

কালনী নদী বলেছেন: খবরটার তথ্যমতে উনার উপরে আইন প্রয়োগ করে আবার স্বীকারুক্তি বিকৃতি যেন না হয়।

এখানে তার পরিবারের কাউকে আইনে নিয়ে আসা কখনও সামাজীক হতে পারে না।

যে কোন দেশের আইন ব্যবস্থা বিশ্ব মানবতার কাছে কখনও দায় এড়াতে পারে না।

৮| ২৪ শে জুন, ২০১৬ সকাল ১১:৫১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: প্রথম ময়না তদন্তের রিপোর্ট ছিলো তাকে ধর্ষণ করা হয়নি। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট ছিলো তাকে ধর্ষণ তো দূরে থাক হত্যারই কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। এরপর একদিন দেখবেন কেউ একজন বলবে যে "তনু আবার কে„?
মজলুম বিচার পায়না বলেই দিন দিন দেশে অপরাধ এবং অপরাধীদের বেপরোয়া হওয়ার হার আশংকাজনকভাবে বাড়ছে।
আল্লাহ একদিন এদের বিচার নিশ্চিত করবেন!!

২৫ শে জুন, ২০১৬ রাত ২:১৮

কালনী নদী বলেছেন: আপনার সাথে আমিও সেটা দোয়া করি ভাইয়া।

পাশে থাকার জন্য অসংখ্য কৃতজ্ঞতা।

৯| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৩

র‍্যাশ বলেছেন: ঘটনার পর বলা হয়েছিল দেশের সেরা গোয়েন্দারা নাকি এই খুনের তদন্ত করছে। এমনকি আর্মির নিজস্ব গোয়েন্দাবাহিনীও নাকি এই ঘটনায় পুলিশকে সহায়তা দিবে। তো ব্যাপারটা দাঁড়াল এই যে দেশের সেরা গোয়েন্দারাও(আর্মি সহ) দুই মাসে কোন সন্দেহভাজন আসামী ধরতে পারে নাই। অথচ এরাই নাকি বাংলাদেশের নিরাপত্তা দেবে!!! তনু হত্যায় কে জড়িত সেটা বুঝতে পাবলিকের আর কিছু বাকি নাই।

২৫ শে জুন, ২০১৬ রাত ২:২২

কালনী নদী বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া।

১০| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৪

নীলপরি বলেছেন: আপনার সাথে সহমত। সঠিক বিচার হোক।

২৫ শে জুন, ২০১৬ রাত ২:২৩

কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বোন।

১১| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩২

কল্লোল পথিক বলেছেন:




তনু হত্যার সুবিচার চাই।

২৫ শে জুন, ২০১৬ রাত ২:২৪

কালনী নদী বলেছেন: আপনার সাথে আমিও একই দাবি জানাই। সুপ্রিয় দাদা।

১২| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৩

প্রবঞ্চিত যুবক বলেছেন: যাক, অঅন্তত আপনি মনে রেখেছেন। হুজুগে বাঙ্গালী তত এ ঘটনা ভুলেই গেছে।

২৫ শে জুন, ২০১৬ রাত ২:২৬

কালনী নদী বলেছেন: আপনিও যে তাঁর কথা মনে রেখেছেন! আসলে এই বিষয়টা নিয়ে আলোচনাটা স্পর্শকাতর ও কিছুটা ভয়েরও বটে।

১৩| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

ঢাকাবাসী বলেছেন: তনু খুন হল কেন সেটাই বুঝলুম না।

২৫ শে জুন, ২০১৬ রাত ২:২৯

কালনী নদী বলেছেন: সেটা ধন-সম্পদ, কিডন্যাপ বা ছিনতাইর জন্য নয়! এই বিষয়টা পরিষ্কার।

এরা দুঃখ-কষ্ঠে জর্জরিত গরীব/অসহায় তাই হয়তো অবহেলিত।

১৪| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

সুমন কর বলেছেন: দেখা যাক কি হয় !!!

২৫ শে জুন, ২০১৬ রাত ২:২৯

কালনী নদী বলেছেন: দাদা, আপনার সাথে আমিও অপেক্ষায় আছি।

১৫| ২৪ শে জুন, ২০১৬ রাত ৮:০৩

আহলান বলেছেন: বিচারের বাণী নিভৃতে কাদে ...! খুনিরা তাদের বিবেকের তাড়নায় দ্গ্ধ হোক ...!!

২৫ শে জুন, ২০১৬ রাত ২:৩২

কালনী নদী বলেছেন: যদি মান-সম্মান কি জিনিস তাদেরকে সত্যিকারের শিক্ষায় সেটা বোঝানো যেত, তাহলে হয়তো খুনিরা বিবেকের তাড়নায় দগ্ধ হত।

যাদের কোন বিবেক নেই তারা কিসের আবেগ দিয়ে ভাববে???

১৬| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
খুনিদের কালোহাত এত কালো যে কমেন্টাররাও সেই মহলের নাম উচ্চারন করতে ভয় পাচ্ছে।
এই কালোহাত দুই দুইবার ময়নাতদন্তে হস্তক্ষেপ করছে, আদালতের আদেশকে পর্যন্ত বৃধাংগুলি দেখিয়েছে।
বাদিকে আতঙ্কের মধ্যে রেখেছে।
এরপরও কেউ সেই মহলটির নাম উচ্চারন করবে না।

২৫ শে জুন, ২০১৬ রাত ৩:২৭

কালনী নদী বলেছেন: আসলে হাতেগুণা কয়েকজনের জন্য সম্পূর্ন মহলকে নির্দিষ্ট করাটা বোকামি হচ্ছে, ঠিক যেমন পূরা মহলের কথা ভেবে আইন পরিচালিত হতে পারে না। মানবতর আইন না হয়ে যদি সেটা হয় মানবতার আইন।

আচ্ছা চাকিরিতে রিটায়ার্ড হবার পর উনাদের বিভিন্ন সরকারি পদে অধিষ্ঠিত হওয়াটা যদি বন্ধ করা যেত।
অবশ্য বেসরকারি প্রতিষ্ঠানের ব্যাপারে অন্যকথা।

১৭| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:০৪

আখেনাটেন বলেছেন: এই একটা হত্যাকাণ্ড নিয়ে আশ্চর্য্যরকম নির্লিপ্ত সরকারীদল, বিরোধীদল, বেশির ভাগ বুদ্ধিজীবী। তা যে কেন-- আস্ত একটা গাধাকে জিজ্ঞাসা করলেও এই বোবা প্রাণীটাও হয়ত চিৎকার করে জানান দিবে সত্যটা। আর আমাদের দেশীয় এফবিআই, এমআইসিক্স, গু-স্বাদ-- এর কোন কুল কিনারা করতে পারছে না। বড় এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা।

২৫ শে জুন, ২০১৬ রাত ৩:২৯

কালনী নদী বলেছেন: আপনার মন্তব্যে পূর্ব পরিচিত কারো স্পর্শ পেলাম!

আপনি সঠিক বলেছেন।

১৮| ২৫ শে জুন, ২০১৬ রাত ৩:৪৭

মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: তথ্যসূত্র যোগকরলে ভালো হোতো! আমি আশাবাদী..।


২৫ শে জুন, ২০১৬ ভোর ৪:০১

কালনী নদী বলেছেন: তথ্যসূত্র ঠিক নিচে © আকারে দেওয়া আছে।

আপনার সাথে আমিও আশাবাদী..। ধন্যবাদ জানবেন।

১৯| ২৫ শে জুন, ২০১৬ সকাল ৭:০৩

ডঃ এম এ আলী বলেছেন: বিচারটা সহি ও শুদ্ধ হোক এটাই কাম্য । খলের আসল বিড়ালটা যেন বেড় হয় সেটাই দেখতে চাই ।
ধন্যবাদ ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২০

কালনী নদী বলেছেন: পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভাইয়া।

২০| ২৫ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
হাতেগুণা কয়েকজনের জন্য সম্পূর্ন মহলকে নির্দিষ্ট করাটা বোকামি?

সুধু হাতেগোনা লোক দুইদুইবার ময়নাতদন্তে হস্তক্ষেপ করে মনমত রিপোর্ট বানাতে পারে?
আমারতো মনে হয় দু-চারজন আকামটা করলেও টোটাল মহলটি তাদের কথিত মান-সম্মান বাচাতেই এসব করছে।
এদের প্রতি জনগনের বড় একটি অংশের এত দুর্বলতা থাকলে ন্যায়বিচার আশাকরা বৃথা।

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

কালনী নদী বলেছেন: পূরা মহলের নাম ঢালাওভাবে ব্যবহার করলে এমনটিই হবার কথা। অপরাধিরা সেটার সূযোগ নেবেন, আর এমনি করেই হয়তো আরো হাজারটা তনুর মতন অসহায়দের কেস ঘুম হয়ে যাচ্ছে। এখানেও রাজনীতির খেলা হচ্ছে। দেশের দু-দলের সাথে এই মহলের অতীত খুব একটা ভালো না। আর এভাবে ছোটখাট (উনাদের কাছে) ব্যাপারগুলা ঢাকতে গিয়ে একদিন সম্পূর্ন সেক্টরটাই কলুষিত হবে। আর সেটাই হচ্ছে! কেন রাজনীতি বলছি তার একটা উদাহরণ পিল-খানা।

পূনঃ মন্তব্যে আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা।

২১| ২৫ শে জুন, ২০১৬ দুপুর ২:০৪

বিদুৎ বলেছেন: সচেতনহ্যাপী বলেছেন: অনেক প্রশ্নই থাকতে পারে, তবে জবাব পাবেন না এটা নিশ্চিত।।

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২১

কালনী নদী বলেছেন: হয়তো বর্তমান প্রেক্ষাপট এরকম।

২২| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

২৩| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

বিজন রয় বলেছেন: লাভ নাই।

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

কালনী নদী বলেছেন: ঠিক আছে দাদা, যদি তাই হয় অন্তত জাতী জানুক তাদের উপরে কলঙ্কের ছাপটা।

২৪| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

মিঃ অলিম্পিক বলেছেন: বিচারটা সহি ও শুদ্ধ হোক এটাই
কাম্য । খলের আসল বিড়ালটা যেন
বেড় হয় সেটাই দেখতে চাই ।

২৬ শে জুন, ২০১৬ ভোর ৪:৪৬

কালনী নদী বলেছেন: যদি পর্যায়ক্রমে প্রত্যেকটি ঘটনাকে সুষ্ঠু ও নীরপেক্ষ আইনব্যবস্হার আওতায় নিয়ে আসা যায়, যার শুরুটা হয়েছিল পিলখানা থেকে তাহলে আসল অপরাধি-কে সনাক্ত করা অনেকটাই সহজ হবার কথা। লক্ষ্য করে দেখবেন দুটি ঘটনার মধ্যে একটা মিল আছে। প্রথমটায় সবাই এই মহলের প্রতি এতটাই সমব্যতি ছিল যাতে পরের ঘটনায় আবার সেটার বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। আর এই সূযোগটাই কাজে লাগাচ্ছে কতিপয় অপরাধি! তাই মেইন স্ট্রিম মিডিয়ার খবরগুলাকে যথেস্ট যাচাই বাচাই না করে বিশ্বাস করা মোটেই ঠিক নয়।

আশা করি আসল অপরাধীর যেন বিচার হয়, আইনের প্রতি সাধারণ এখনও যথেষ্ট আস্থাশীল পাশাপাশি আমাদের দেশরত্ন এই সংস্থা-টির প্রতিও বিনম্র শ্রদ্ধা।

২৫| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

বিজন রয় বলেছেন: এই বে-জাতি জানলেও কি না জানলেও কি!!

এরা লজ্জাহীন।

২৬ শে জুন, ২০১৬ ভোর ৪:৫৪

কালনী নদী বলেছেন: আসলে অসহায়দের উপরে এতটা অন্যায়, অবিচার ও আইনের অবহেল সেই কবে থেকে চলছে আজ সবাই বিতৃষ্ঞ।

আসলে অসহায়ত্ব ও দুঃখ, দুর্দশায় জাতীর ভীত দূর্বল হয়ে আছে।

পুনঃ মন্তব্যে ধন্যবাদ জানবেন, দাদা।

২৬ শে জুন, ২০১৬ ভোর ৫:২৮

কালনী নদী বলেছেন: ভিত*

২৬| ২৫ শে জুন, ২০১৬ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:



তনুর মা-বাবার কাছে মানুষ আসল ঘটনা জানায়েছে বলে আমার ধারণা

২৬ শে জুন, ২০১৬ ভোর ৪:৪৯

কালনী নদী বলেছেন: আমার কাছেও তাই মনে হচ্ছে, সেজন্য প্রশাসনিক চাপটা তনুর পরিবারের উপর দিয়ে যাচ্ছে।

২৭| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এর বিচারও হবে না জানি

২৭ শে জুন, ২০১৬ রাত ১:১২

কালনী নদী বলেছেন: this nation has been enforce by injustice so many time that caused everyone for depress!

২৮| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:১৩

ডঃ এম এ আলী বলেছেন: স্বরাস্ট মন্ত্রী ও আইজি সাহেব সবসময় বলতেছেন দেশের পুলিশ বাহিনী খুবই দক্ষ তার পরেও বিষয়টি এখনো তদন্তনাধীন ভাবতে অবাক লাগে ।

২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:২৮

কালনী নদী বলেছেন: For Justice my Don.

২৯| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: Chaos in all corners

৩০| ২৯ শে জুন, ২০১৬ রাত ৯:১৪

উদাসী স্বপ্ন বলেছেন: ব্যাপারটা তেতো হয়ে গেছে। তবে এত বড় একটা ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া এবং ক্যান্টনম্যান্ট এলাকায় ঘটনা ঘটা সত্বেও এসপিআরের রহস্যজনক শিথিলতর আচরন ব্যাপারটাকে আরো সন্দেহযুক্তই করছে

৩০ শে জুন, ২০১৬ রাত ১:৪৫

কালনী নদী বলেছেন: আপনার দোয়া পেয়ে আমার পাওনা বোঝে পেলাম, এখনও তনু বোনেরটা বাকি রয়েছে। শ্রদ্ধা জানবেন ভাই।

৩১| ৩০ শে জুন, ২০১৬ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:




বাবুলের স্ত্রীর ঘটনা প্রমাণ করছে যে, সব গোয়েন্দা ইডিয়ট নয়।

০১ লা জুলাই, ২০১৬ রাত ২:৪০

কালনী নদী বলেছেন: ঠিক বলেছেন। হয়ত আপনার জানা তারপরেও 'কিলারকে ৭ লাখ টাকার প্রলোভন: বাবুলকে মোবাইল ফোনে জানায় ‘বস ফিনিশড’ - See more at: Click This Link' দেখে নিতে পারেন।

৩২| ৩০ শে জুন, ২০১৬ ভোর ৬:৫৭

সুবল চন্দ্র বর্মন বলেছেন: পুলিশ পারে না এমন কোনো কার্য নেই। মাঝে মাঝে এমনো হয়, যে অপরাধ করেছে, তাকে স্বয়ং পুলিশই প্রটেকশন দিচ্ছে। কারন পুলিশ সমস্ত প্রমাণ থাকা সত্বেও নিজেও কিছু করতে পারছে না, উপর মহলের দ্বারা হাত বাঁধা। যে রক্ষা কর্তা সেই স্বয়ং ভোক্তা। তবে সত্যটা একদিন প্রকাশিত হবেই। এটা আমিও বিশ্বাস করি। কারন পাপ বাপকেও ছাড়ে না।

০১ লা জুলাই, ২০১৬ ভোর ৪:১২

কালনী নদী বলেছেন: আপনার সহমতের জন্য অসংখ্য ধন্যবাদ, দাদা।

আমিও ব্যপারটাতে বিশ্বাস রাাখি।

৩৩| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: ভা্ইজান কেমন আছেন ? এ কাহিণীর কি আরো কিছু আপডেট আছে?

০১ লা জুলাই, ২০১৬ ভোর ৪:১৪

কালনী নদী বলেছেন: সে কারনেই ব্যাপারটা ঝুলিয়ে রেখেছি।
আপনি ভালো আছেন?

৩৪| ০৩ রা জুলাই, ২০১৬ ভোর ৪:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: কেমনে ভাল থাকব ভাই দেশে যা শুরু হইছে । আল্লার খাশ রহমত ছাড়াতো কোন উপাই দেখতাছিনা । আপনি কেমন আছন ?

০৩ রা জুলাই, ২০১৬ ভোর ৪:৫৮

কালনী নদী বলেছেন: আমি ভালো আছি ভাই। তবে চিন্তা হয় সবার জন্য।

৩৫| ০৩ রা জুলাই, ২০১৬ ভোর ৫:৫৪

নীলপরি বলেছেন: নতুন লেখা দেখছি না যে !

০৩ রা জুলাই, ২০১৬ ভোর ৬:৪৯

কালনী নদী বলেছেন: আপনি চাইলে কিছু একটা দিতে হবে বোন, পোস্ট-টার রেস এখনও শেষ হয় নি, মাত্র সামান্যতে দকল গেল।
আপনার কথা রাখতে খুব দ্রুত একটি টেকি ব্লগ লিখবো, এখানে অনেকেই ধনী সম্ভ্রান্ত পরিবারের সেলফোন ব্যবহারকারীর কাজে আসতে পারে।

পুন:মন্তব্যে উৎসাহ প্রদানে অসংখ্য ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয় পরি বোন।

৩৬| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: একটা তদন্তাধীন বিষয়ে অনেক ঢালাও এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্য এসেছে, যা কাম্য নয়। আমাদের সাধারণ পুলিশ বিভাগকে যতই অকর্মণ্য মনে করা হোক না কেন, সিয়াইডি কিন্তু বহু ক্ষেত্রে তাদের কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছে। সেই সিআইডির উপর যখন বিষয়টির তদন্তভার অর্পিত হয়েছে, আমি আশাবাদী যে এর সুষ্ঠু তদন্ত হবে এবং অপরাধীরা পার পাবে না। আর এই অপরাধের সাথে যদি সেনাবাহিনীর কোন সদস্য বা তার পরিবারের কেউ জড়িত থাকে, তবে আমি নিশ্চিত যে এ ব্যাপারে আইএসপিআর কিছু বলুক আর না বলুক, সেই অপরাধীর বিচার হবে।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৬

কালনী নদী বলেছেন: আপনাদের মতন সৎ মাষুষ সমাযে আছেন বলে আজও সাধারণ জনগন আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনার কথাতে আশাবাদী হলাম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.