![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
-নজরুল গীতি।
সবাইকে জানাই ঈদ মোবারক মতান্তরে ইদ মোবারক। ধনি-গরীব, হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাইকে উৎসর্গ করে। (নিজে কিছু লিখতে পারছি না তাই গানের হাওলা)
ছবিসূত্র- আলাদিন।
০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৮
কালনী নদী বলেছেন: আপনকেও হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ শ্রদ্ধেয় পরি বোন।
ঈদ মোবারক
২| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: নজরুল এর এই গানটা ছাড়া রমজানের ঈদ কেমন অসম্পূর্ণ মনে হয় । গানটার গূঢ়ার্থও চমৎকার ।
০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৯
কালনী নদী বলেছেন: হৃদয়ের অন্তস্থল থেকে ঈদ মোবারক প্রিয় সাধক ভাই।
৩| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০১
নাবিক সিনবাদ বলেছেন:
০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১০
কালনী নদী বলেছেন: খুব সুন্দর নাবিক ভাই। আপনাকেও ঈদ মোবারক
৪| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয় গান, না শুনলে ভালই লাগে না
০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১২
কালনী নদী বলেছেন: ঠিক বলেছেন বোন, আমি প্রত্যেকবার ঈদের আগের দিন গানটা শুনি।
৫| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক
০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১২
কালনী নদী বলেছেন: ঈদ মোবারক বোন
৬| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২২
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
শুভেচ্ছা।
০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২২
কালনী নদী বলেছেন: দাদা, বোকে আস! ঈদ মোবারক
৭| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০২
সুমন কর বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।
০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২২
কালনী নদী বলেছেন: আপনিও শুভেচ্ছা জানবেন, দাদা।
৮| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০২
ডঃ এম এ আলী বলেছেন:
০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
কালনী নদী বলেছেন: আপনাকেও ঈদ মোবারক।
৯| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৩
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ
আপনার ঈদ মোবারক আগেই যে পেয়েছি তার সু বাতাস
এর কোন শেষ নেই বার বার পেলেও মিটবেনা মনের আশ।
০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৬
কালনী নদী বলেছেন: আপনার এতটা ভালো লেগেছে জানতে পেরে সত্যি প্রীত হলাম।
১০| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৩
মানসী বলেছেন: প্রিয় কবিরা প্রিয় এইজন্যে যে তাদের কথা আমাদের নিজেদের কথা হয়ে গিয়েছে। তাই নিজে লিখতে না পারার জন্য দুঃখ পাবার কিছু নেই।
ঈদ মোবারক।
০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৮
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোন। বিষয়টা আপনি অনুধাবন করতে পেরেছেন।
১১| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৪
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ঈদ মোবারক ভাই!!!!
০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
কালনী নদী বলেছেন: আপনাকেও ঈদ মোবারক।
১২| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ঈদ মোবারক
০৯ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৪
কালনী নদী বলেছেন: আপনাকেও ঈদ মোবারক ভাইজান।
১৩| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৫
কল্লোল পথিক বলেছেন:
ঈদ মোবারক।
১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৭
কালনী নদী বলেছেন: বিলম্ভিত ঈদ মোবারক, সুপ্রীয় দাদা।
১৪| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৩০
সচেতনহ্যাপী বলেছেন: সেই কবে থেকে শুনে আসছি।। আবেদনটি এখনো আগের মতই এই বেলাশেষেও।।
বাসি ঈদ মুবারক দিলাম।।
১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৬
কালনী নদী বলেছেন: ঈদ কখনও পুরাতন হয় না, বছরঘুড়ে ঠিকই আবার ফিরে আসে।
ঈদ মোবারক ভাই।
১৫| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: ছোটবেলা থেকেই প্রতি ঈদে এই গান শুনে আসছি। কত কে যে গেয়েছেন এই গানটা, তার হিসেব নেই। তবে আমার কাছে সবার চেয়ে সতীনাথ মুখোপাধ্যায়ের কন্ঠেই এ গানটা শুনতে বেশী ভাল লাগেঃ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৮
কালনী নদী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৮ শে জুলাই, ২০১৬ রাত ৩:২৫
কালনী নদী বলেছেন: অসাধারণ গান ভাই, বিশেষ করে সতিনাথের কণ্ঠে খুব সুন্দর ফুঠেছে!
অসংখ্য ধন্যবাদ। গানটা শোনে শোনেই আপনাকে মন্তব্য করছি।
১৬| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩১
প্রথমকথা বলেছেন: খুব ভাল লাগল।
১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৯
কালনী নদী বলেছেন: ধন্যবাদ।
১৭| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: ভাইয়া কেমন আছেন । আমি ভাল নেই মন খুব খারাপ ।
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৭
কালনী নদী বলেছেন: মন খারাপ কেন ভাইয়া ? আজকে আমার মন কিন্তু ভাল। এই দেখেন একটু আগে আপনাকে ইয়া বড় একটি মন্তব্য লেখার পর ইন্টারনেট ডিসি হয়ে যায় আর সময়মত কপি না করায় সম্পূর্ন লেখাটা কারও দৃষ্টিগোচর হওয়ার আগেই হারিয়ে গেল। সেখানে লিখেছিলাম, আমার মন খারাপ হলে এমন সময়ে কানে ইয়ারফোন লাগিয়ে হাই ভলিউমে গান শোনে, তারপর স্নান সেরে আমার চেয়েও এক চামচ পাগলামিতে বেশী এমন কাউকে ফোন দেই। তারপর হয়ত কোন গরীবউল্লাহ হোটেল থেকে মালিককে বোঝিয়ে কোন এক পিচ্ছিকে গাড়ীতে নিয়ে ঘুড়তে বেড়াবার মজাই আলাদা। অবশ্য গাড়ী না হয়ে সি.এনজি.দিয়েও ঘুড়ানো যায়। আমার মোবাইলে আবার সি.এন.জি আলাদের নাম্বার সর্বাধিক।
আরেকটি উপায় হচ্ছে শপিং-এ বের হওয়া। এক্ষেত্রেও আমার শপিং করা পছন্দ নয়। কিন্তু আমার বন্ধুর বুদ্ধি হল বেটা তুই শপিং করতে কে বলছে, মন ভালো করতে পছন্দের কাপড়টা ট্রায়াল দিয়ে আবার রেখে দিলেই হইছে
আপনি সামুতে অনেক সময় দেন সেটা আমি লক্ষ্যকরেছি, এটা যে ভাল একটি উদ্দেশ্যে সেটাও বোঝতে পারি। আপনি সবার অনেক প্রিয়। বিশেষ করে আমার। যদিও দুজন অনেক দূরে বাস করছি। একদিন হয়ত আমরা এক সাথেই ঘুড়তে বের হব - রাত হয়ে যাবে দিন আর দিন যখন ঘড়িয়ে যাবে গৌধলিতে আমাদের ভ্রমণে আসবে বিরতি!
আমি বর্তমানে কারও পোস্টে মন্তব্য করতে পারছি না। আমি জানি একসময় আপনি এই খারাপলাগা কাঠিয়ে উঠবেন। আমাকে জানাবেন কিন্তু।
লাভ ইউ ব্রো।
১৮| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮
ডঃ এম এ আলী বলেছেন: মন খারাপের বড় কারণ হল আপনার উপর এমবারগো । এটা উঠে গেলে মন ভাল হয়ে যাবে । সারাটি জীবন কাটালাম হয় নির্যাতনের শিকাড় হয়ে না হয় নির্যাতিতের পাশে থেকে । যত ভালই করি না কেন প্রিয় হয়ে বেশী ভাল থাকতে পারিনা কারো কাছে , নীজের মনের অজান্তে বেফাস কিছু বলে বা কাজ করে আবার ফিরে যাই অপ্রিয় জগতে । আমার কাছে একবার যে প্রিয় সে সারা জীবনের জন্যই প্রিয় , যে কোন অবস্থাতেই । আমি হলফ করে বলতে পারি আমি আপনে আছি কাছাকাছিই । একটু ঝামেলায় আছি সেটা সারলে দেখা করে যাব আসি ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
২০ শে জুলাই, ২০১৬ ভোর ৪:১৭
কালনী নদী বলেছেন: দু:খ কর না, ভাই। দেখি কি হয়।
৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৫:২৬
কালনী নদী বলেছেন: আসলে বড় গুরুত্বপূর্ন কথা বলেছেন প্রিয় ভাই।
আপনি অনেকটা আমার মতন। সবসময় প্রিয়তেই থাকবেন ভাই।
১৯| ২০ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । আমিও আশায় আছি ।
ভাল থাকার শুভেচ্ছা রইল ।
২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৭
কালনী নদী বলেছেন: আপনাদের ভালবাসায় কালনী অনুরক্ত! সত্যি ভবিষ্যতে ভুল না করার অঙ্গিকার করছি।
অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ভাই, আমার।
২০| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: বাসি ঈদের শুভেচ্ছা রইল ভাই।।।
২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩০
কালনী নদী বলেছেন: ঈদ কখনও বাসি হয় না ভাই।
আপনাকেও ঈদ মোবারক।
২১| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাই । দোয়া করছি আল্লাহ সুদিন যেন সহসা ফিরিয়ে দেন ।
শুভেচ্ছা রইল ।
২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৯
কালনী নদী বলেছেন: এই কঠিন সময়ে আপনি আমার সাথে আছেন, আল্লাহর কাছে দোয়া করি এর উত্তম প্রতিদান পান।
আবারও অসংখ্য ধন্যবাদ পুন:মন্তব্যের জন্য। ভাই।
২২| ২২ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: এইতো মোর জীবন কঠিনেরে ভাল বাসিলাম ।
জানি একদিন এ দু:খের রজনী হবে অবসান ।
বাধার বৃন্দাচল যাবে চলি । উর্ধে তুলে শীর
হবে বলিয়ান । জগত বলিবে তুমিই
ছিলে যে মহান ।
২২ শে জুলাই, ২০১৬ ভোর ৪:০৭
কালনী নদী বলেছেন: নতুন সুলেখিকা বোন সঞ্চারিণী এর লাস্ট পোস্ট পড়ে বিচলিত বোধ করছি। আশা করি উনি নতুন পোস্ট নিয়ে ফিরে এসে আমাদের দুশ্চিন্তামুক্ত করবেন।
খুব সুন্দর করে লিখেছেন ভাই, যেন ঠিক আমার মনের কথাই। অনেকটা . . .
Human beings can be awful cruel to one another.
― Mark Twain, The Adventures of Huckleberry Finn.
২৩| ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমার প্রিয় একটি ইসলামি সংগীত প্রিয় কবির ব্লগে দেখে আনন্দের আর সীমা নেই। ঈদ মোবারক ।
২২ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৮
কালনী নদী বলেছেন: ঈদ মোবারক!
অসংখ্য ধন্যবাদ। ভাই আমার।
২৪| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫১
ডঃ এম এ আলী বলেছেন: সঞ্চারিণেকে দেখে আসলাম, সত্যিই তার জন্য বিচলিত বোধ করছি । তার কবিতাগুলি আমার কাছে খুবই উচ্চমানের বলে বিবেচিত । অন্যরা কি ভাবে তা দেখেন তা জানিনা , তার ব্লগে প্রতিষ্ঠিত কবিদের তেমন একটা বিচরণ দেখা যায়না ।
২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৪
কালনী নদী বলেছেন: এরা বাংলার প্রতিভা। উনারা উঠে আসলে তেলমারা সংস্কৃতি-তে মরিচা ধরবে। অসংথ্য ধন্যবাদ প্রিয় ভাই নতুন বোনের খবর নিয়েছেন। আমি আপনার কাছে সেটাই আশা করেছিলাম। এই সচেতনতা অনেকের মাথা দরা।
মানসিক, সামাজিক ও রাষ্ট্রিয় শেষমেস আন্তর্জাতীকভাবে কালনী আজ নির্যাতীত!
২৫| ২৪ শে জুলাই, ২০১৬ ভোর ৫:১২
ডঃ এম এ আলী বলেছেন: কবি নজরুল বলেছেন
শিকল পরা ছল তোদের
শিকল পরা বল মোদের
এই শিকল পড়েই করব
তোদের বিকল ।
কবি গুরু বলেছেন
ভয় নেই তোর ভয়
নে্ই নি:শেষে প্রাণ
যে করিবে দান
ক্ষয় নেই তার
ক্ষয় নেই।
২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
কালনী নদী বলেছেন: ধন্যবাদ।
২৬| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৫
সুবল চন্দ্র বর্মন বলেছেন: সত্যিই জগতে প্রেম ও ভালবাসার অভাবে আজকের মানুষ এধরনের ধ্বংস যজ্ঞ চলাচ্ছে। প্রেমের অভাবেই পৃথিবী আজ অশান্ত।
২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮
কালনী নদী বলেছেন: ঠিক বলেছেন দাদা।
২৭| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৩:১৫
ডঃ এম এ আলী বলেছেন: চারদিকে হোক সত্যের জয়গান ।
২৮ শে জুলাই, ২০১৬ রাত ৩:২৮
কালনী নদী বলেছেন: সত্য ভাসমান ভাই। একদিন সত্যই মাথা উঁচু করে দাড়াবে।
অসংখ্য ধন্যবাদ এই সময়েও আপনি আমার লেখাতে এসে মন্তব্য করে যাচ্ছেন। আল্লাহ আপনার সহায় হোন।
২৮| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৫
প্রামানিক বলেছেন: গানটি ছোট বেলা থেকেই প্রিয়।
২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৫
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই।
২৯| ৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: ভাই বিহনে বড় একা একা লাগে ।
৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৭:০১
কালনী নদী বলেছেন: আছিত, অনুভাবে/ নি:শ্বাসে আর বিশ্বাসে . .
আজকের বার্নি সেন্ডারসের একটি উক্তি -
Let me be very personal here, if I might. I’m Jewish. My father’s family died in concentration camps. I will do everything that I can to rid this country of the ugly stain of racism which has existed for far too many years.
৩০| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:০১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: খুব! খুব!! খুব!!! মিস করছি ভাই। আপনি এবং আপনার লেখা দুটোই!!!!
আপনার ব্যন কি এখনো কাটেনি?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩
কালনী নদী বলেছেন: এই ব্যান হয়ত আর কখনও কাঠবে না। আপনার শূন্যতাও খুব করে অনুভব করি।
৩১| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২১
ডঃ এম এ আলী বলেছেন: আমারো জিজ্ঝাসা ব্যান কাটতে আর কতদিন ।
৩২| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাইকে মনে রাখার জন্য ।
শুভেচ্ছা রইল ।
৩৩| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকে অনেক অনেক মিস করছি ভাইয়া।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
কালনী নদী বলেছেন: আপনার শূন্যতাও খুব করে অনুভব করি।
৩৪| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫০
বিজন রয় বলেছেন: খবর কি?
কেমন আছেন?
নতুন পোস্ট দিন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭
কালনী নদী বলেছেন: খবর ভাল না, বছরান্ত হবে দাদা- ব্যানের মধ্যে আছি।
৩৫| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩৩
ডঃ এম এ আলী বলেছেন:
ভাই বিরহে মন যে কেমন কেমন করে ।
আর কতদিন থাকবে বসে ঘরে ?
শুভ কামনা রইল তব পরে ।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩৮
কালনী নদী বলেছেন: আপনি আসলেই আমার ভাই! শুভেচ্ছা জানবেন।
৩৬| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৫০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ খুশী হলাম জেনে ।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৫৩
কালনী নদী বলেছেন: পাশেই থাকব !
৩৭| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০৩
কালনী নদী বলেছেন: আপনাকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানাতে না পেরে সেটা তুলে রাখলাম ভাই।
৩৮| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাইয়া ব্লগে আসলেন । কিছু না বলে চলে গেলেন। ব্যাস্ত বা কোন সমস্যায় আছেন কিনা? কেমন আছেন জানাবেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯
কালনী নদী বলেছেন: ব্লগে নীয়মিত আসাটা হয়ে ওঠছে না। তাই বিলম্বিত প্রতিউত্তরের জন্য আন্তরিকভাবে দু:খিত। সবসময় ভাল থাকেন, সুস্থ্য থাকেন এই কামণা রইল।
৩৯| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৮
বিজন রয় বলেছেন: এক ঈদ গেল, আরেক ঈদ এলো, আপনার নতুন পোস্ট নেই। খবর কি?
চলে আসুন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
কালনী নদী বলেছেন: কঠিন ব্যানে আছি দাদা, মুক্তির কোন সম্ভাবণা দেখছি না।
৪০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: কতদিন হয়ে গেল ব্লগে আপনাকে পাইনি। খুব খুব মিস করছি ভাই। যেখানেই থাকেন, মহান রব যেন আপনাকে সহিসালামতে রাখে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩
কালনী নদী বলেছেন: সত্যি আপনার কথা আমারও অনেক মনে হয়। অসংখ্য ধন্যবাদ।
৪১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: ঈদ মোবারক
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫
কালনী নদী বলেছেন: ঈদ মোবারক ভাইজান- মিস ইউ টু . . . .
৪২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি উত্তরের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। অনেক দিন পর আপনার সাড়া পেয়ে খুব আনন্দিত হলাম।
৪৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭
শাহারিয়ার ইমন বলেছেন: ভাল আছেন ত ভাই?
৪৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাইজান, আপনাকে খুব মিস করছি।
৪৫| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৫৬
শাহারিয়ার ইমন বলেছেন: ভাই কি খবর / অনেক দিন কথা হয়না
৪৬| ২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:৫২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
৪৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সনেট কবি বলেছেন: শেয়ার করার জন্য শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪২
নীলপরি বলেছেন: এই গানটা খুব ভালো লাগে । লিরিকটা শেয়ার করার জন্য ধন্যবাদ ।
আপনাকেও ঈদের শুভেছ্ছা ।
ভালো থাকুন ।