![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজিম উদ্দিন মারা গেল। মামলা হবে। তদন্ত হবে, কিন্তু কোন বিচার হবে না আর হলেও আজ থেকে এক কিংবা ২ যুগ পরে। এরপরে জানা যাবে, কারা তাকে মেরেছে, কেন মেরেছে, কিভাবে মেরেছে
আমার প্রশ্ন অন্য জায়গায়। দেশের সবাই, এমনকি বাইরে থেকেও একই কথা, মুসলিমরা তাকে হত্যা করেছে। কিছু কিছু পত্রিকা লিখেছে, হত্যাকারীরা নাকি আল্লাহু আকবার বলেছিল। অর্থাৎ প্রকাশ্যে হত্যা করা হয়েছে, যে তাদের কথা অনেকেই শুনেছে? আর কেউই তাকে বাচাতে এল না? আর যদি কেও না থাকে, তাহলে তারা কি বলেছিল, তা কেও কিভাবে শুনেছে? আর কেও যদি তা দেখে ও শুনে থাকে, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করলেই ত বেরিয়া আসবে, কে হত্যা করেছিল। কিন্তু এরকম কাওকেই পাওয়া যায় নি। অর্থাৎ, শুধু শুধু ইসলাম ধর্মকে খারাপভাবে প্রচার করাই উদ্দেশ্য।
ইসলাম ধর্মে হত্যা করা একটি জঘন্য অপরাধ। ইসলাম ধর্ম কাওকেই ও অপরাধ করার অনুমতি দেয় না। যদি কেও করে থাকে, তাহলে এটা কখনই ইসলাম ধর্মের কঙ্কিছু নয়, বরং কেও ব্যক্তিগত বা রাজনৈতিক বা অন্য কোন কারণে করা হয়েছে।
নাজিম উদ্দিন নাস্তিক নয়, বরং তিনি ছিলেন, একজন ইসলাম ধর্মের ঘোরতর শত্রু। নাস্তিক আর ইসলামবিদ্বেষী কখনই এক নয়। নাস্তিক কোন ধর্ম অনুশরন করে না, কিন্তু অন্য ধর্মকে অকথ্য ভাষায় গালাগালি করতে পারে না।
পুর্ন তদন্ত না হওয়া পর্যন্ত হত্যার কারণ ও হত্যাকারী সম্পর্কে মন্তব্য করা, নিতান্তই বোকামির কাজ। আমি কি ঠিক বলছি নাকি ঠিক বলছি?
সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ও সুরক্ষিত থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯
স্যার এডলফ হিটলার বলেছেন: ধন্যবাদ। খুব ভালো পোস্ট ।