নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুবাইর বিন ইকবাল

যুবাইর বিন ইকবাল › বিস্তারিত পোস্টঃ

মিডিয়ায় কাজ করে?

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

কিছুদিন আগে আমি আমার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলাম, আমাদের দেশের বেশ কিছু শিল্পি রাশিয়ান বা ফরাসী গান ও মিউঁজিক ভিডিওর কন্সেপ্ট হুবহু নকল করে। আর গায়করা অটোটিউন ব্যবহার করে এরপরে আমাকে বেশ কথা শুনতে হয়েছে। আমি মিডিয়ায় কাজ করি, আমার এরকম মন্তব্য করা উচিৎ না।

গতকাল প্রথম আলো মেরিল পুরষ্কার অনুষ্ঠানের উপস্থাপক তাহসান এ ব্যপারে সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। আমি না হয় ছোট মানুষ। আমার এ ধরণের কথা মানায় না, বুঝলাম। কিন্তু তাহসান, তিনিতো আর আমার মত ছোট মানুষ না।
ক্লোজআপ তারকা ইমরান কিংবা কণা যেভাবে নকল করছে, সত্যিই এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।
আমরা যতদিন এভাবে চুরি চামারি করব, ততদিন দেশের মানুষ আমাদের দেখে নাক সিটকাবে, মিডিয়াতে কাজ করে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: চুরি চামারি একটু আকটু সব গায়কেরা এখনকার দিনে করে , তাই বলে তাদের গান নিয়া পাবলিকের নাক শিটকানো এই কথা প্রথম দেখলাম। আমাদের গান এখন বিশ্বনন্দিত , ভারতের কলকাতায় কিছু ছবিতে আমাদের শিল্পীদের গান কাস্ট করা হয়েছে। আর উপস্থাপক তাহসান কি বলেছেন জানি না , তবু তিনি যদি উপরোক্ত কথা বলে থাকেন ,তবে আমি বলব তার মাথায় ঘিলুর অভাব আছে। আমাদের দেশের গান যদি নকল বলেন , তবে আমাদের প্রতিবেশী ভারত তাদের অবস্থা আরো করুন , কোথায় ! তাদের তো এসব নিয়ে তেমন উচ্চবাচ্চ করতে দেখি না।

২| ০১ লা মে, ২০১৬ রাত ২:৫৯

সাংবাদিক তারেক বলেছেন: আাপনার ফেসবুক পেজের লিংটা যদি দিতেন.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.