নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবায়ের আহমেদ গাছবাড়ি খাসের মাটি গ্রাম থেকে

যে ঘর থেকে লিখা হয় কথা

জুবায়ের আহমেদ গাছবাড়ী থেকে

আমি একজন ছাত্র হতে চাই

জুবায়ের আহমেদ গাছবাড়ী থেকে › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

আর কি পাবনা আমার ভাইকে আগের মত ফিরে!!!?…

আজ আমার চাচাত ভাইয়ের জন্যে মনটা খুবই খারাপ।

যে ভাইটি ছিল প্রত্যেক ওয়াক্ত আমার নামাযের সাথী, প্রতিদিন ফজরে নামাজের পর এক সাথে চা পান করতান দোকানে গিয়ে। এক সাথে বাজারে যেতাম একজনের সাথে টাকা না থাকলে কোন সমস্যা ছিলনা অন্য জন টাকা মেনেজ করে নিতাম।

আজ বুঝি এই ভাইকে হারাতে বসছি ।আর কি ডাকতে পারবনা [ আব্দুল কুদ্দুস(২৫)] ভাই বলে।আজ উনি খুবই অসুস্থ মৃত্যু পথের যাত্রী!!

লিবারে কেন্সার হয়েছে!

ওপারেশন হয়েছে কাজে আসেনি অনেক চিকিত্সা অনেক চেস্টা তার পরেও যেন ব্যর্থতার পদধ্বনি!

এই অল্প বয়সে কেন্সার যেন মেনে নেওয়া জায়্না।

আল্লাহ সকল ক্ষমতার মালিক ।আল্লাহ চাইলে ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন। এই প্রার্থনা আল্লাহর কাছে করি যেন ভাইকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.