নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবায়ের আহমেদ গাছবাড়ি খাসের মাটি গ্রাম থেকে

যে ঘর থেকে লিখা হয় কথা

জুবায়ের আহমেদ গাছবাড়ী থেকে

আমি একজন ছাত্র হতে চাই

জুবায়ের আহমেদ গাছবাড়ী থেকে › বিস্তারিত পোস্টঃ

০৩ রা জুন, ২০১৫ বিকাল ৩:৩৮

হাতি খাদে পড়লে চামচিকাও লাথি মারেঃ
-
-
-এইতো বছর তিনেক আগের ঘটনা। যখন প্রাক্তন রেলমন্ত্রী ৭০ কোটি টাকার কেলেঙ্কারীতে পড়লেন। তখন তো মন্ত্রী থেকে শুরু করে একদম মুচি পর্যন্ত সবাই কিছু না কিছু বলছে। হয়তো এই লোকদের মধ্যে অনেক আছে যার চৌদ্দ গোষ্ঠী চোর ছিল। হয়তো পরিপক্ব চোর; সারা জীবনে একবারো ধরা পড়ে নাই।
-
-
- নারায়ণগঞ্জের সেভেন মার্ডার; বছর খানের আগের ঘটনা। তারেক সাঈদকে গ্রেপ্তার করার পর শ্বশুর মোফাজ্জল হোসেন মায়াকে যা তা বলছেন সবাই। আরে ব্যাটা কখনো কি নিজের ছেলেকে আচ্ছা মত শাসন করেছিলি?-ভেবে দেখ মনে পড়ে কিনা। তখন হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্সেল করছিলি ছেলে শাসনের। জামাই শাসন তো নিতান্তই কাকতালীয়।
-
-
- গতদিনের একটা ঘটনা; জনৈক ছোট ভাই হোন্ডা এক্সিডেন্ট করেছে। আহ লোকের যা তা বলা।
-কেউ বলছেন ছেলেটা তো প্লেনের পাইলট।
-কেউ বা রকেটেও চড়িয়ে মাহাকাশ দেখাচ্ছেন।
-কেউ বলছেন বাতাসের বেগে বাইক চালায়।
-কেউ বলছেন চিতাবাঘের বেগ।
-কেউ বলছেন চোখের পলকে মাইল খানেক চলে যায়।
হয়তো বা এসব কিছুই সুযোগের সদ্ব্যবহার। হুম; ভাল কথা। সুযোগ পেয়েছেন। হাতছাড়া করবেন কেন?- ভুলে যাবেন আপনাকেও ব্যবহার করার সুযোগ মানুষ পাবে। আর তখন আপনিও পার পাবেন না নিশ্চিত।
-
-
-কথায় আছে না?-
"এক মাঘে শীত যায় না; আর এক মেঘে বর্ষা হয় না।"

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.