নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের বাকেঁ কোন এক সীমাণায়

কে্উ তো এক বারও বলেনি,কেউতো একবারও ভাবেনি

ভাবুক পথিক

আমি অজানায় পা বাড়ানো এক পথিক

ভাবুক পথিক › বিস্তারিত পোস্টঃ

কেমন করে একটা ইন্টারভিউর বারোটা বাজানো যায় তার কয়েকটি নিয়ম..

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪

চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে কি করব আর কি করব না তা নিয়ে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট,বই,আর্টিকেল লেখা হইছে।তবে ,ফান করার জন্য অথবা আপনার এমন ভাব,আমার যা খুশি তাই করমু ইন্টারভিতে যেয়ে ,যদি হয় ,তাহলে কেমন করে একটা ইন্টারভিউর বারোটা বাজানো যায় তার ১০ টি নিয়ম.



১। যদি জানতে চায় যে ,আপনি আগের চাকরি কেন ছাড়লেন,তাহলে আসল কথা বলুন,যেমন আগের বস কেমন ছিলো,এইসব আরকি ।

২।আপনার আসল রং দেখান,মানে আপনি আসলেই কেমন সেইটা।



৩।আপনার জব এক্সপেরিন্স নিয়ে বললে সেই চাপাবাজি করুন,যেমন স্টিভ জবস তার মারার আগে আপনাকেই সিইও বানাইতে চাইছিলো,কিন্তু টিম কুক গুটিবাজি করে সেইটা নিয়া নিছে।



৪।সবসময় ওভার স্মার্ট হওয়ার চেস্টা করবেন।

৫।এখানে জব পেলে এমন কিছু করবেন যা আগে কেউ করে নাই,যেমন আপনি এমন একটা রোবোট বানাবেন যেটা সবার কাজ একাই করে।

৬।রিকোস্ট করবেন এই ভাবে, ভাই আমাকে চাকরিটা দেন ঘরে বিধবা মা,ভাই সাতটা ,বোন দশটা আছে জব না দিলে চাকরিদাতারই চাকরি থাকবো না



এইসব টিপস নিয়ে একটা মজার ভিডিও আছে click here

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

গেন্দু মিয়া বলেছেন: আড করতে পারেনঃ

বেতন কত চান?

-বেতন দেয়া লাগবে না। মাসে মাসে চলার মত হাত খরচা দিয়েন। ;)

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

সুমন কর বলেছেন: =p~

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

আমি সৈকত বলছি বলেছেন: হাহাহাহহাহাহা মজা পাইলাম :)

আরো মজাদার পোস্ট দিবেন আশা রাখি :)

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

আমি তুমি আমরা বলেছেন: মজা পাইলাম :)

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

ভাবুক পথিক বলেছেন: ধন্যবাদ সবাইকে আপনারে চাইলে অব্শ্যই দেওয়ার চেষ্টা করব.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.