নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাইয়ের নেই আগুনের ভয়

জুলিয়ান সিদ্দিকী

জগতের সব কাজই আমি পারি না। অনেক কাজে অলস হলেও লিখতে কখনও ক্লান্তি বোধ করি না। এতে করে আমার সময়গুলো ভালো কাটে।

জুলিয়ান সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

এখনই প্রকৃত সময়

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৪


(ছবি- গুগুল)


প্রতিদিন পৃথিবীতে যতগুলো বীজ অবহেলায় ক্ষমতা হারায়;
জানালা গলে ঢুকে-পড়া ধুলোবালি আর আলোর মতন
পাখিদের পেটে জমে, অঙ্কুরিত হতে হতে
আরো কিছু ব্যর্থ হয়ে যায়;
অপচয়িত হয় তার চেয়ে আরো বেশি প্রাণবীজ
নারী-পুরুষের ভালোবাসাহীন দাম্পত্য জীবনে।

তুমি তো জানো না প্রাণের স্পন্দন যে সন্তান তোমার
ভাই-বন্ধু নিকটজন ঘরে ফিরে এলো কিনা;
আদৌ ফিরে আসবে কিনা
অফিস ফেরত চাকরিজীবী স্ত্রী অথবা স্বামী।

এখন সময় নয় রতিকৌশল আর দুর্নিবার সঙ্গমে
থেকে ব্যতিব্যস্ত কালক্ষেপণের; আকাশে এখন
নিদারুণ অভাবের কালোমেঘ; মাথার ওপর
যেন ভাগাড়ে পড়া বিশ্রী শকুনের ঘৃণিত ছায়া।

দিনদিন বেড়েই চলেছে পরিবারের দৈনিক খরচ
হিসেব কি রেখেছ, বাকি দিনগুলো
কাটবে কিনা ওয়ালেটে পড়ে থাকা বাকি টাকায়?
মাস ফুরোতে এখনোতো বাকি আরো আঠারোটি দিন।

আছে কি তোমার পকেটে ঘুষের টাকা, কালোবাজারির
বাড়তি মুনাফা? এমন কি নেই সরকারী বরাদ্দের
ভাগ-বাটোয়ারার হালুয়া-রুটি; পারবে কি রুখে দাঁড়াতে
সুকঠিন দেয়ালের মতো সম্মুখে দাঁড়ানো অভাবের মুখে?

কাজেই এখন সে সময় নয় প্রেমিকার গালের তিলের বদলে
পরধন বিলোবার; সঠিক সময় নয়
প্রেয়সীর চোখে চোখ রেখে মিথ্যে প্রতিশ্রুতি দেবার
কিংবা তার উষ্ণ ঠোঁটে চেপে ধরে রুক্ষ ঠোট; তাপিত হবার।

এখন সময় নয় অলস কৃষাণের মতো কাল কাটাবার
অথবা শীতের পরিযায়ী পাখিদের মতো
নাতিশীতোষ্ণ দেশের কোনো মনোরম জলাশয়ে
রোদেলা জলকেলিতে শৈত্যকাল ভুলে যাবার।

এখন সময় নয় বাধ্য-প্রজার মতন মুখ বুজে রাজাদেশ পালনের;
এখন সময় যার যার প্রাপ্যগুলো বুঝে নেবার;
মুনাফাখোর, ঘুষখোর আর রিলিফের মালে ঠাঁটবাজ
স্বজন হলেও, উপযুক্ত চপেটাঘাতের মোক্ষম সময়;
এখন আলাদা করার সময় কালো-বেড়াল আর ময়ূরপুচ্ছধারীদের
এখনই প্রকৃত সময় তোষামোদ আর লেজুড়বৃত্তি ছেড়ে মানুষ হয়ে বাঁচার।

১২-১২-২০১৮
গৌরীপুর, কুমিল্লা।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।

ভালো থাকুন সব সময়।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব ভাল লিখেছেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সম্রাট ইজ বেস্ট
ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সব সময়।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


এখনই সময় সব সাধারণ মানুষের হয়ে অধিকার প্রতিষ্ঠা করার, শক্তিশালী পদ্য

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এখনই সময় সব সাধারণ মানুষের হয়ে অধিকার প্রতিষ্ঠা করার

কিন্তু ফেন্সিডিল, ইয়াবা, ঘুষ আর অপহরণ ব্যবসার কারণে আমাদের মেরুদণ্ডের শক্তি খুব বেশি নাই।

ভালো থাকুন সব সময়।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সকাল রয় বলেছেন: কবিতা দিনকে দিন ভালো হয়ে উঠতেছে

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সকাল রয়।

আমার দৌড় খুব বেশি না।
আমারে দিয়ে এসব হবার নয়।
কাজ না থাকলে খই ভাজা আর কি!

ভালো থাকুন সব সময়।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: দারুন কবিতা। খুব ভালো লাগল ।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ নূর-ই-হাফসা।
ভালো থাকুন সব সময়।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩

সুমন কর বলেছেন: অন্য রকম এবং দারুণ হয়েছে।
+।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ সুমন কর।
ভালো থাকুন সব সময়।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭

মলাসইলমুইনা বলেছেন: আমাদের দেশের জন্য কিছু করবার "এখনই প্রকৃত সময়" এতো দীর্ঘ্য হয়ে গেলো ! অন্ধ মরে হয়ে রইলাম আমরা |কেউ ঘা মেরে বাঁচাতে এলো না আর আমাদেরও "এখনই প্রকৃত সময়"-এ যা করার আমরা করতে পারলাম না | জুলিয়ান সিদ্দিকী, সুন্দর কবিতার জন্য ধন্যবাদ দেবার এখনই প্রকৃত সময় | অজস্র ধন্যবাদ নিন কবিতার জন্য |

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ নাইমুল ইসলাম।

আমাদের নেতা নেই। বাঙালি নেতা ছাড়া সংগঠিত হতে পারে না।

ভালো থাকুন সব সময়।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গভীর জীবনবোধের কবিতায় ভাললাগা রইল +++

বহুদিন পর আপনার ব্লগে আসা হল। যদিও এখন ব্লগে আসার সময়ই হয় কম।

ভাল থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সত্যিই, আপনাকে কিন্তু আগের মতো ব্লগে দেখা যায় না।

কবিতা পাঠের জন্য ধন্যবাদ বোকা মানুষ বলতে চায়।

ভালো থাকুন সব সময়।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার!

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা।

ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.