![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি ,বাংলা দেশে রাজনীতি কে নিচু বা খারাফ চোখে দেখা হয়। এখানে আমার প্রশন হল রাজনীতিকে কেন খারাপ দৃষ্টিকোন থেকে দেখা হয়? রাজনীতি কি আসলে খারাফ ? যদি রাজনীতি শবদের সমাস নিরনয় করা হয়, তাহলে ব্যসবাক্য হবে ( ১)রাজার জন্য যে নিতী ।
(২)নিতীর রাজা। এখানে ২নং ব্যসবাক্য যদি আলোচনার মূল বিষয় বস্তু হয় ।তাহলে আমি বলব নিতীর রাজা বলতেএখানে বোঝানো হয়েছে ,আদরশ নীতি ।এখন প্রশন হল আদরশ নীতিবান লোক হতে হলে ,রাজা হতে হবে একথা কোথায় আছে ?এখানেই আসল রহস্য লুকাইত ।বাংলাদেশের সকল রাজনীতিবিদ অযোগ্য আমি তা বলবনা। কিনতু যেসকল রাজনৈতিক নেতা টাকা দিয়ে গুন্ডা ভারা করে জনগনকে জিমমি করে নিজেকে জনগনের সেবক বলে দাবিকরে । তাদের মত রাজনৈতিক নেতাদের দেখে দেশের জনসাধারন বলবে যারা পেটনীতির রাজনীতি করে তাদের সংখ্যা বরতমানে বেশি ,আর একারনেই বরতমানে যারা রাজনীতি করে তারা ভাল লোক নয়, আর এটা বরতমান প্রেকখাপটে বলাটাই স্বাভাবিক।উললেখ্য বরতমানে আনেক শিক্ষা প্যতিষঠান আছে যার করতৃপকখ মাথা উচু করে পত্র পত্রিকায় ফলাও করে প্রচার করে আমাদের প্রতিষঠান রাজনীতি মুক্ত। আর রাজনীতি মুকত কথাটা এখন সমাজে ভাল বলেই ধরা হয় ।আর তারই ধারাবআহিকতায় তাদের প্রতিষঠানে তুলনামুলক বেশি ছাত্র ভরতি হয়, অভিভাবকরাও রাজনীতি মুকত প্রতিষঠানে সনতানকে ভরতি করিয়ে গরভ করে বলে ,আমার সনতান রাজনীতি মুকত প্রতিষঠানে পরে। দুঃখ জনক হলেও সত্য আনেক রজনৈতিক নেতা আছে যারা সনতানকে ছোট থেকে শেখায় বাবা বড়হয়ে রাজনীতি কোরবানা কারন ভাল লোকে রাজনীতি করে না। তুমি লেখা পড়া শিখে মনুষের মত মানুষ হবে তোমাকে রাজনীতি করতে হবে না।এখন আপনারাই বলুন যে নেতা নিজেমুখে স্ীকার করে ভাল লোকে রাজনীতি করে না, সেই নেতাকি নিজে ভাল ?আপনাদের কি তাই মনে হয়? দেশ কে এগিয়ে নিতে হলে সত রাজনীতিবিদের কেন বিকলপ নেই । বরতমান আবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ভবিশ্ষ্যত কি আপনাদের সবার কাছে আমার প্রশন। আাশা করি সবাই উততর দিবেন।
©somewhere in net ltd.