নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগ্রামী দেশপ্রেমিক

জুলকার নাইন

আইনজীবী

জুলকার নাইন › বিস্তারিত পোস্টঃ

একটি জিহাদের গল্প।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৯

ছোট একটি বাচ্চা ছেলে , প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাবার গলা জরিয়ে ধরে বাবাকে বলে খাজা কিনে দিতে । বাবা বলে, বাবা দেখ তোমার বাবার পকেটে শুধুমাত্র ২টা টাকা আছে, এখন তুমিই বল বাবা কিভাবে আমি তোমার খাজা কিনে দিব ? ছেলেটি বলে ঠিক আছে বাবা তেমাকে খাজা কিনে দিতে হবে না। ঐ২ টা টাকা আমাকে দাও আমি একটা রুটি কিনে আনি। ছেলেটি রুটি কিনে বাসায় এনে ৩ ভাগ করে ১ ভাগ নিজে খায় আর ১ ভাগ মায়ের মুখে তুলে খাইয়ে বলে মা আমরাতো গরিব মানুষ আমাদের ১টা রুটিতেই হয়ে যাবে,কি হল বাবা তুমি খাচ্ছনা কেন তুমি কি আমার উপর রাগ করেছো? বাবা: না বাবা আমি তেমার উপর রাগ করব কেন ? ছেলেটি : বাবা, বাবা আমার খুব ঘুম পাচেছ মা,মা আমাকে ঘুম পাড়িয়ে দাও । মা তাকে বুকে জড়িয়ে ঘুমপাড়ানি গান গাইয়ে ঘুম পাড়াতে ,পাড়াতে, নিজেই ঘুমিয়ে পড়ে , হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তার ছেলে বিছানায় নাই । হঠাৎ পাশের বাড়ির মহিলা এসে বলে , জিহাদের আম্মু ,ঔ জিহাদের আম্মু ঐখানে নাকি একটি বাচ্চা নলকূপের পাইপের মধ্যে পড়ে গেছে । শুনে যেন গা শিউরে ওঠে দৌড়ে আসে তাকিয়ে দেখে তার নিজের ছেলেই সেখানে পড়েছে। জিহাদের আম্মু আকুতি জানায় সবার কাছে আপনারা সবাই আমার ছেলেকে বাচাঁন কিন্ত কোন কাজ হয় নি সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। অবশেষে তার একমাত্র আদরের ধন না ফেরার দেশে চলে যায় সবার উপর অভিমান করে। সরকারও তাকে বাচাঁতে এগিয়ে আসেনি এমনকি তার মৃত্যুর পর তার বাবাকেই পুলিশ পিটিয়েছে ,এতে করেকি শিশুটি মরেও শান্তি পাবে ? বরং শিশুটির আত্মা আকুতি জানাবে তোমরা আমার বাবাকে মেরনা আমার বাবা যে জন্মের পর থেকেই এতিম এখন আমাকে হারিয়ে আবারও এতিম হয়েছে ,তেমরা আমার বাবাকে আর মেরনা ,আমার বাবা যে বড়ই এতিম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.