নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

পাঠপ্রতিক্রিয়াঃ জীবন ও জীবিকার গল্প...

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৭

পাঠপ্রতিক্রিয়াঃ
জীবন ও জীবিকার গল্প...
লেখকঃ সোহানী

আমাদের সহব্লগার সুলেখক সোহানীর লেখা চৌদ্দটা চমৎকার গল্প নিয়ে গল্পগ্রন্থ 'জীবন ও জীবিকার গল্প'।

প্রথম গল্প পার্ভাট এর ব্রকলিন - বিল- জ্যাকি উন্নত দেশের নাম চরিত্র হলেও নিম্ন আয়ের দেশের প্রতিনিধিত্ব করে। ওরা দামী গাড়ি বাড়িতে পৃথিবীর আদিমতা বর্জিত হতে পারেনি, যা বিশ্বজুড়ে নির্মম বাস্তবতা।

'একজন হাফ মানুষের গল্প'র জহির সাহেব চরিত্রটি বাংলাদেশের সব অফিসের সব চাইতে ভাল কিন্তু ভাগ্যবঞ্চিত কর্মচারীর কমন চরিত্রের একটি। ব্যতিক্রম শুধু বাস্তবের জহীর সাহেবেরা বস হারুন সাহেবের সামনে কিছুই বলতে পারেন না।

প্রত্যেকটা গল্পে সমাজে প্রচলিত কঠিন বাস্তবতা চোখে আংগুল দিয়ে দেখিয়েছেন। লেখকের গল্প বলা/লেখা স্বচ্ছ, সরল এবং সাবলীল- যা নবীস পাঠকদের জন্য অনুকূল। লেখক বলেছেন - ছোট গল্প। কিন্তু ছোট গল্পের সারমর্ম হচ্ছে, "শেষ হইয়াও হইল না শেষ"! অর্থাৎ পাঠক গল্প পড়ে শেষ করার পরও কৌতূহলী করবে- তারপর কি হলো.....? কিন্তু লেখক সেই কৌতূহল পাঠকের জন্য অবশিষ্ট রাখেননি, তিনি সবটুকুই বলে দিয়েছেন। মনে হয়েছে, লেখকের গল্পগুলো অতি দ্রুত শেষ করার তাড়না কাজ করেছে

আমার কাছে মনে হয়েছে, চৌদ্দটি গল্পের প্রায় সবগুলোই গতানুগতিক গল্প কিম্বা ঘটনা বর্ণনা। গল্পের শুরু পড়লেই শেষটা কি হবে তা আগাম বোঝা যায়- যা লেখকের লেখায় মুন্সীয়ানার অভাব কিম্বা কৌসুলির ঘাটতি। অথচ, গত এক যুগেরও বেশী সময় যাবত সোহানী ব্লগ লেখায় কুশলি, অভিজ্ঞতালব্ধ লেখক হিসেবে পাঠকপ্রিয়তায় সম্মানজনক অবস্থান ধরে রেখেছেন নিজগুণে। কিন্তু জীবন ও জীবিকার গল্প প্রত্যাশা পুরণে কিছুটা ব্যার্থ হয়েছেন। আশা করি পরবর্তী প্রকাশনায় পাঠক প্রত্যাশা পূরণ করবেন।

বইটির ভূমিকা লিখেছেন আমাদের সুপরিচিত সহ ব্লগার আহমেদ জী এস। তিনি নিজে কষ্ট করে কিছুই লিখেননি। লেখকের বক্তব্যই কপি পেস্ট করেছেন মাত্র! ফলতঃ পাঠক একই লেখা দুইবার পাঠ করেছেন।

বই আর খবরের কাগজের পার্থক্যটা বুঝে বইয়ের কাগজ বাছাই করা উচিৎ। খবরের কাগজ পড়ে ফেলে দেয়, বই পড়ে সংরক্ষণ করে। বইয়ের কাগজ আরও একটু ভালো হতে পারতো। বইয়ের প্রচ্ছদ ও মলাট দৃষ্টিনন্দন হলেও বইয়ের বাধাই যাচ্ছে তাই!

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৮

করুণাধারা বলেছেন: আপনাকে ধন্যবাদ অকপটে বলার জন্য। তবে আমার মনে হয় গল্পগুলো পড়তে ভালো লাগবে, আনাড়ি রাঁধুনীর রান্নাও খেতে ভালো লাগে, যখন তাতে আন্তরিকতা মিশে থাকে।

ভালো থাকুন।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪১

জুল ভার্ন বলেছেন: একান্তই আমি আমার দৃষ্টিভংগী উদার মনে প্রকাশ করেছি।

ধন্যবাদ।

২| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪২

সামিয়া বলেছেন: ব্যর্থ বানান এইটা হবে, আর কোন বানান ভুল খুঁজে পেলাম না :) :)

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০২

জুল ভার্ন বলেছেন: আশা করি নেক্সট টাইম ব্যর্থ বানান ভুল করবো না। ধন্যবাদ।

৩| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৫

ওমেরা বলেছেন: আপনি আপনার দৃষ্টিভংগী উদার মনে প্রকাশ করেছেন এটা খুব ভালো । এখান থেকে সোহানী আপু ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে পারবে উনার উপকারই হবে এতে ।

তবে সোহানী আপুর এটাই প্রথম বই ভুল ভ্রান্তি থাকতেই পারে, কিন্ত সহ ব্লগার হিসাবে আমাদের উচিত উনাকে উৎসাহ দেয়া। যাতে আপু সামনে এগিয়ে যেতে পারে ।
ধন্যবাদ আপনাকে আপনার দৃষ্টিভংগী উদার মনে প্রকাশ করার জন্য ।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৪

জুল ভার্ন বলেছেন: পাঠপ্রতিক্রিয়া দৃষ্টিভংগীর ব্যপার। তবে আমি নির্মোহ থাকতে চেষ্টা করেছি। ধন্যবাদ।

৪| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



গল্পে আমাদের সমাজের প্রতিফলন আছে?

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৪

জুল ভার্ন বলেছেন: কুচ কুচ হোতা হ্যায় :)

৫| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: একেবারে সঠিক গঠনমূলক সমালোচনা করেছেন। লেখিকা সোহানি একজন ভালো ব্লগার নিঃসন্দেহে। আশা করি উনি আপনার সমালোচনাকে ভালোভাবে গ্রহণ করবেন যেন সামনে আরও ভালো লিখতে পারেন। পৃথিবীর বহু বিখ্যাত লেখকই তার প্রথম দিকের লেখার আত্ম-সমালোচনা করেছেন। ওনার লেখার ভালো- খারাপ দুইটাই লিখেছেন ফলে উনি উৎসাহিত হবেন এবং একই সাথে ভবিষ্যতের জন্য সচেতন হবেন। লেখিকা হিসাবে ওনার সাফল্য কামনা করছি। আর আপনার জন্য শুভ কামনা।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২০

জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্য অত্যন্ত পজেটিভ। ধন্যবাদ।

এই লেখাটা আমি লিখেছিলাম জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে বইটা পড়ে। কিন্তু প্রকাশ করিনি, লেখক কিভাবে গ্রহন করবেন ভেবে। কিন্তু পরে ভাবলাম, একজন পাঠক হিসেবে আমার বলার রাইট আছে।

আবারও ধন্যবাদ।

৬| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: একদম নিরপেক্ষ পাঠপ্রতিক্রিয়া।

এবছর হাতে গোনা ২/১ প্রকাশনী ছাড়া কারোই বই বাধাই ভালো হয়নি।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩২

মোহামমদ কামরুজজামান বলেছেন: একজন পাঠকের পাঠপ্রতিক্রিয়া একজন লেখকের জন্য দিকনির্দেশনা স্বরুপ। একজন পাঠক ই একজন লেখককে সফল করতে পারে আবার ব্যর্থও করে দিতে পারে। পাঠকের প্রতিক্রিয়ার যথাযথ মূল্যায়ন লেখকের সাফল্যের পূর্বশর্তও।

যদিও আমি এখনো পড়িনি "বোন সোহানীর জীবন ও জীবিকার গল্প" তারপরেও তার বইয়ের জন্য সাফল্য কামনা নিরন্তর।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৩

জুল ভার্ন বলেছেন: আমি দেশী বিদেশী বইয়ের পাঠপ্রতিক্রিয়া লিখি। কিন্তু দেশীয় পরিচিত লেখকদের লেখা নিয়ে কিছু লিখলে বিরুপ প্রতিক্রিয়া হয়। পাঠক প্রতিক্রিয়া সহজ ভাবে নেওয়ার মানসিকতা আমাদের দেশীয় লেখকদের খুব একটা নাই।

৮| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

জীবন ও জীবিকার গল্প
গ্রন্থের পূর্ণাঙ্গ সফলতা কামনা করি।


আপনাকে ধন্যবাদ, সুন্দর ও সাবলীল ভাবে পাঠপ্রতিক্রিয়া প্রকাশের জন্য।

শুভকামনা জানবেন।

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:২৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৯| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২০

মোহামমদ কামরুজজামান বলেছেন: এটা আসলেই একটা বিষয় আমাদের দেশের জন্য।আমরা মানুষ হিসাবে খুবই অসহিষ্ণু ।আমর কারো সমালোচনা কেউই সহ্য করতে চাইনা।তা হোক গঠনমুলক কিংবা অন্যকিছু। সমালোচনা যদি হয় গঠনমুলক তাহলে তা আমাদের গ্রহণ করা অতীব জরুরী এবং তা মানুষের নিজেকে পরিবর্তনের হাতিয়ার ও হতে পারে। আর নিরপেক্ষ ভাবে বিচার করলে একজন সমালোচক ই একজন মানুষের সবচেয়ে বেশী এবং নিঃস্বার্থ বন্ধু । কারন সে কোন স্বার্থ ছাড়াই আমার দোষ সংশোধনের সুযোগ করে দিচছে যা চাটুকাররা কখনো করেনা। অথচ আমরা চাটুকারকেই বেশী পছন্দ করি সমালোচনা কারীকে নয়।

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:২৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ। তবে সোহানী আপু চাটুকারিতা নয়, আমার পাঠপ্রক্রিয়াকে পজেটিভ নিয়েছেন- সেজন্য তাঁকে ধন্যবাদ জানাই।।

১০| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চমৎকার পাঠপ্রতিক্রিয়া!!
সোহানী আপুর জীবন ও জীবিকার গল্প..এর
পাঠক প্রিয়তা ও বহুল প্রচার কামনা করছি।

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:২৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১১| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৮:৫৫

মা.হাসান বলেছেন: কাগজ-বাধাই -প্রুফ রিডিং নিয়ে সমস্যা পুরাতন। দেশের বাইরে থেকে বই প্রকাশ করতে চাইলে আরো বেশি সমস্যা। প্রকাশকের ও কিছু দায় থাকে, যা মাঝে মাঝেই প্রকাশক অস্বীকার করে, লেখককে দায় নিতে হয়।

সোহানী আপা দুধ বেঁচে মদ কিনতে গিয়েছিলেন B-)) , অভ্যাস নেই বলে কিছুটা বাটে পড়েছেন।

ওনার গল্পে জীবনের প্রতিফলন দেখেছি যা ভালো লেগেছে। আশা করি পরের বইয়ে আরো ভালো কিছু পাবো, স্টাইলের উন্নতি হবে।
আপনার প্রতিক্রিয়া ভালো লেগেছে।

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:৩১

জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্য চমতকার!

১২| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৯:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রথম বই অনেকটা প্রথম সন্তানের মতো।কোন কোন লেখকের প্রথম বই খুবই ভাল হয় যেমন শামসুর রাহমান,সৈয়দ শামসুল হক আখতারুজ্জামান ইলিয়াস বা হাসান আজিজুল হক। তারা তাদের প্রথম হইতেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
গল্পগুলো পড়ার ইচ্ছা আছে কিন্তু বই পাওয়াইতো সমস্যা।

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৪

জুল ভার্ন বলেছেন: সব বই ই লেখক এর কাছে সন্তানের মতো! বছর তিনেক আগে ক্লাস থ্রী/ফোরে পরুয়া এক বালিকার ছড়া বই প্রকাশিত হলে টিভি সাংবাদিক বালিকা লেখিকার অনুভূতি জানতে চাইলে সেই ৮/১০ বছরের বালিকাও বলেছিলো- এই বই প্রকাশ আমার সন্তানের মতো! :)

১৩| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:২৬

নেওয়াজ আলি বলেছেন: অনেকে এই বইটার প্রসংশা করতেছে কেমন বিক্রি হচ্ছে বইটা?

১৪| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ৩:১৯

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাই। আমি কোনভাবেই সমালোচনাকে নেগেটিভলি নেই না। নিজেকে পরিপূর্ণ করতে সমালোচনা খুব প্রয়োজন বলেই মনে করি। যাহোক, আপনার সমালোচনার প্রতিটি পয়েন্টের ব্যাখা আমি দিচ্ছি প্রথমে। এবং সাথে প্রতিটি পাঠকের উত্তর দেবার চেস্টা করবো। আশা করি সাথে থাকবেন।

"প্রত্যেকটা গল্পে সমাজে প্রচলিত কঠিন বাস্তবতা চোখে আংগুল দিয়ে দেখিয়েছেন।"
হাঁ, সত্য। আপনারা অবশ্যই জানেন যে আমি নিছক লেখালিখির জন্য লিখি না। সমাজের অসঙ্গতিগুলো কোন না কোনভাবে তুলে ধরার চেস্টা করি। তাই এ বইটি কোনভাবেই এর ব্যাতিক্রম নয়।


"লেখকের গল্প বলা/লেখা স্বচ্ছ, সরল এবং সাবলীল- যা নবীস পাঠকদের জন্য অনুকূল।"
অবশ্যই সত্য। আমি কোন সাহিত্য এ বইতে আনতে চাইনি। যা বইয়ের ভূমিকায় বলেছি। একেবারেই স্বচ্ছ, সরল এবং সাবলীলভাবে লেখার চেস্টা করেছি। যেন সাধারনরা খুব সহজেই বুঝতে পারে। ঠিক একই অভিযোগ জী ভাইও করেছিলেন আমার লিখা পড়ার পর। বলেছিলেন লিখার মাঝে কোন ভাব নেই, সাহিত্য নেই, খুব সাদামাঠা। আমি খুশি হয়েছিলাম। কারন আমি তাই চেয়েছিলাম।


"লেখক বলেছেন - ছোট গল্প। কিন্তু ছোট গল্পের সারমর্ম হচ্ছে, "শেষ হইয়াও হইল না শেষ"! অর্থাৎ পাঠক গল্প পড়ে শেষ করার পরও কৌতূহলী করবে- তারপর কি হলো.....? কিন্তু লেখক সেই কৌতূহল পাঠকের জন্য অবশিষ্ট রাখেননি, তিনি সবটুকুই বলে দিয়েছেন। মনে হয়েছে, লেখকের গল্পগুলো অতি দ্রুত শেষ করার তাড়না কাজ করেছে।"
"আমার কাছে মনে হয়েছে, চৌদ্দটি গল্পের প্রায় সবগুলোই গতানুগতিক গল্প কিম্বা ঘটনা বর্ণনা। গল্পের শুরু পড়লেই শেষটা কি হবে তা আগাম বোঝা যায়- যা লেখকের লেখায় মুন্সীয়ানার অভাব কিম্বা কৌসুলির ঘাটতি।"

আপনি হয়তো খেয়াল করেননি বইয়ের ভূমিকায় আমি বলেছি, "এগুলোকে গল্প না বলে টুকরো টুকরো ঘটনা বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। গল্পের প্রতিটি চরিত্রই আমার কিংবা আপনার পাশের কোন পরিচিত মুখ। আরেকটি কথা না বললেই নয়, আমার এ লিখায় পাঠক তেমন কোন সাহিত্যের ছোয়া পাবে না। প্রতিটি গল্পই নিতান্তই সাদামাটাভাবে উপস্থাপনের চেস্টা করেছি।" আবারো বলছি আমি কোথাও এগুলো সাহিত্য বা ছোট গল্প বলার চেস্টা করিনি। কিন্তু সাহিত্যে "গল্প" শব্দটির বাইরে আর কোন শাখা নেই বলে আমাকে গল্প হিসেবেই বলতে হয়েছে। তাই এটি সাহিত্যের গল্পের সংজ্ঞার সাথে মেলাতে কিছুটা বেগ পেতেই হবে। আর সবসময়ই কি সাহিত্যের সংজ্ঞা মেনে চলা সম্ভব? একটু না হয় নিজস্বতা থাকুক!!!!

হাঁ, কিছু গল্প পড়ে মনে হবে এটি পরিপূর্ণ গল্প বা বলা যায় দীর্ঘ উপন্যাসের সংক্ষিপ্ত রুপ। কিন্তু আবারো বলছি, এগুলো শুধুমাত্র কিছু ঘটনার বর্ননা। এর পরে অনেক কিছুই ঘটেছে তা নিয়ে আমি লিখবো কোন একসময়। তবে এর বইয়ের কিছু গল্প ব্লগে আগেই দেয়া ছিল। তাই তাড়াহুড়া বলাটা খুব একটা যুক্তসঙ্গত নয়। অথবা বলতে পারেন দীর্ঘ ঘটনাকে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি বলে আপনার হয়তো মনে হচ্ছে তাড়াতাড়িই শেষ হয়ে গেল গল্পটি।


"অথচ, গত এক যুগেরও বেশী সময় যাবত সোহানী ব্লগ লেখায় কুশলি, অভিজ্ঞতালব্ধ লেখক হিসেবে পাঠকপ্রিয়তায় সম্মানজনক অবস্থান ধরে রেখেছেন নিজগুণে। কিন্তু জীবন ও জীবিকার গল্প প্রত্যাশা পুরণে কিছুটা ব্যার্থ হয়েছেন। আশা করি পরবর্তী প্রকাশনায় পাঠক প্রত্যাশা পূরণ করবেন।"

আমি আসলে সাফল্য কিংবা ব্যার্থটা নিয়ে কিছুতেই মাথা ঘামাতে চাই না। আমি লিখালিখি করি মনের ভালোলাগা থেকে। আর লিখার বিষয় বেছে নিয়েছি সামাজিক দায়বদ্ধতা থেকে। তাই যারা আমার লিখার স্টাইল বা বিষয় পছন্দ করেন তাদের কাছে বইটি নতুন কিছু মনে হবে না। কিংবা বলা যায়, লেখক হিসেবে আপনার কাছে আমার প্রতি প্রত্যাশা ছিল আকাশচুম্বি। কিন্তু বাস্তবের আমি খুব সাধারন লেখক। যার কারনে হয়তো এমন মনে হচ্ছে। তবে এটা বলায়ই যায় আমার লিখার এ স্টাইল আমার একান্তই নিজস্ব। সবার ভালো নাও লাগতে পারে।

"বইটির ভূমিকা লিখেছেন আমাদের সুপরিচিত সহ ব্লগার আহমেদ জী এস। তিনি নিজে কষ্ট করে কিছুই লিখেননি। লেখকের বক্তব্যই কপি পেস্ট করেছেন মাত্র! ফলতঃ পাঠক একই লেখা দুইবার পাঠ করেছেন।"

একদম ঠিক। আমার উপলব্ধি আর বইটি পড়ে জী ভাইয়ের উপলব্ধি একেবারেই একই। আমার ভূমিকা আমি জী ভাইকে দেইনি বা উনি পড়েননি। স্বতন্ত্র ভাবেই উনার বইটির ভূমিকা লিখেছেন উনি। এবং তা যদি মিলে যায় তাহলে বলবো বইটি পড়ে সবার ভাবনার প্রতিফলনও একই হবে।

" বইয়ের কাগজ আরও একটু ভালো হতে পারতো। বইয়ের প্রচ্ছদ ও মলাট দৃষ্টিনন্দন হলেও বইয়ের বাধাই যাচ্ছে তাই।"

এ অভিযোগের উত্তর প্রকাশক নীলদা দিবেন। এটি আমার আয়ত্বের বাইরে।

"বইটির প্রকাশকাল ফেব্রুয়ারী ২০২১ লেখা থাকলেও বইটি পাঠকদের হাতে পৌঁছেছে বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারী ২০২১!:

ঠিক, বইটি ফেব্রুয়ারী ২০২১ এ বইমেলায় আসার কথা ছিল। আমার নিজেরই আসার কথা ছিল বইমেলায়। কিন্তু যখনই শুনলাম বইমেলা হবে না তখন আমি দেশে আসার পরিকল্পনা বাদ দেয়। আর নীলদাকে বইটি আগেই প্রকাশের অনুরোধ করি। যার কারনে উনি আমার অনুরোধের প্রেক্ষিতে বইমেলার আগেই প্রকাশ করেন।

আশা করি আমি আপনার সমালোচনার উত্তর দিতে পেরেছি। আবারো বলছি, সবার ভালোলাগা মন্দলাগা কোনভাবেই এক হবে না। আপনার যা ভালোলেগেছে তা অন্যকারো কাছে তা না ও লাগতে পারে।

অনেক ভালো থাকুন প্রিয় লেখক।

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৯

জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর পজেটিভ রিপ্লাই দিয়েছেন-যা সচারচর আমাদের লেখকদের কাছে প্রত্যাশা করলেও অপ্রাপ্তি থেকেই যায়। আপনার সততার প্রসংশা করছি। প্রত্যেকটা পয়েন্টের পুংখানুরুপে জবাব দিয়েছেন। প্রত্যাশা করবো সমালোচনাকে যেনো এভাবেই পজেটিভ ভাবে গ্রহণ করেন।

দোয়া করি, আরো ভালো লিখবেন।

১৫| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ৩:৩৯

সোহানী বলেছেন: করুণাধারা আপু, এটাই হলো আসল কথা। আন্তরিকতা আছে বলেই জুল ভার্ন ভাই বইটি নিজের পয়সায় সংগ্রহ করেছেন ও সময় নষ্ট করে এ পোস্টটি লিখেছেন।

সামিয়া: ধন্যবাদ বানানটি নিয়ে লিখার জন্য। আমি বাবান নিয়ে মারাত্বক ঝামেলায় থাকি। লিখার সময় আমার স্বামী সহ অন্তত চারজনকে বানান জিজ্ঞাসা করেছি।

ওমেরা: সত্য কথা যে জুল ভার্ন ভাইয়ের এ সমালোচনাতে সত্যিই কোন সমালোচনা পাইনি। ছোট গল্পের সংজ্ঞার ব্যাখ্যা ছাড়া তেমন কোন ঝামেলা দেখছি না। B-) । আর আমি জীবনের কোন সংজ্ঞা মুখস্থ করিনি বা বাংলা সাহিত্যে আমার কোন ডিগ্রিও নেই। তাই এ নিয়ে খুব একটা মাথা ঘামাই না। মনের আনন্দে লিখি।

চাঁদগাজী : সমাজের বাইরে আমি কখনই কিছু লিখি না। নিছক প্রেম ভালোবাসা লিখার বয়স নেই........। হাহাহাহা

সাড়ে চুয়াত্তর: যে সমালোচনায় আন্তরিকতা আছে বা আমাকে তৈরী হতে সাহায্য করবে তা আমি পছন্দ করি। কিন্তু যে সমালোচনার মাঝে ঈর্ষা আছে তা ইগনোর করি।

রাজীব নুর: বই বাঁধাই নিয়ে কোন জ্ঞান নেই।

মোহামমদ কামরুজজামান : ধন্যবাদ। আমি সমালোচনা পজিটিভলি নিতে পছন্দ করি।

সৈয়দ তাজুল ইসলাম : ধন্যবাদ তাজুল।

নূর মোহাম্মদ নূরু: ধন্যবাদ প্রিয় নুরু ভাই।

মা.হাসান: দুধ বেঁচে এখন আর মদের দাম উঠে না :P । "অভ্যাস"!!! ১৩ বছরের উপরে এক সামুতেই লিখছি! আর কত!!!

নুরুলইসলা০৬০৪: আপনি যদি কানাডায় থেকে থাকেন তাহলে আমাকে নক করবেন। আমি পাঠানোর ব্যবস্থা করবো।

নেওয়াজ আলি: বইটি আসলে কিনছেন আপনারা। যারা আমাকে দীর্ঘদিন ধরে চিনেন। আর কিনছে আমার বন্ধু বান্ধব আত্বীয়রা। কারন এদের মাঝে একমাত্র আমিই লিখালিখি করি।

১৬| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ৩:৪২

সোহানী বলেছেন: আরেকটি বিষয় একটু বলে নেই, আমার বইটি নিয়ে ব্যাখ্যা আমি দিয়েছি অন্যপ্রকাশের সাথে বই নিয়ে আড্ডায়। নীচে লিংক দিলাম:

অন্য আড্ডাঃ একুশের বইমেলা লেখক ও বই পরিচিতি

১৭| ০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম সকলের মন্তব্য গুলোতে চোখ বুঝাতে।

১৮| ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



নীলসাধু কি ঠিক সাধু, নাকি মাধু? খারাপ কাগজ, খারাপ বাইন্ডিং দিয়ে উনি কি মাংকি বিজনেস করছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.