নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ঈশ্বর দাসদের জন্য ঈশ্বর নাই.....
নিত্যকার রুটিন মতো সকালের হাটাহাটি করে ফেরার পথে দেখি মুখের ময়লা মাস্কটা নামিয়ে উবু হয়ে বসে হাঁফ ছেড়ে বিশ্রাম নিচ্ছে। পাশে ময়লা টানা ঠেলা গাড়ি। বছরের ৩৬৫ দিন সকালে আসে ময়লা নিতে। ঈদ, পুজো, বড়ো দিনও কোন ছুটি নেই বরং ঈদের কয়েকদিন দুই বেলা ময়লা নিতে হয়। আমাদের বাসাবাড়ি থেকে ময়লা নিয়ে রিকশা ভ্যানে ভরে রিকশা ভ্যান ঠেলে নিয়ে যায় সিটি কর্পোরেশনের ডাম্পিং স্পটে। বললাম - ভালো আছেন।
নিশ্বাস টেনে বলল - হ্যাঁ।
ঈশ্বর দাস, বয়স ৪০/৫০ বছর হলেও মনে হয় ৭০ বছরের বৃদ্ধ। মাঝেমধ্যে আমিই যেচে ওদের সাথে কথা বলি। ঘরের পুরনো কাপড় চোপড়, কখনো কিছু খাবার দেই। স্ত্রী বাসন্তি দাস আর ওদের কিশোর ছেলে বুদ্ধ দাসকে নিয়ে ময়লা সংগ্রহ করে। ছেলেটা অসুস্থ তাই আজ স্বামী স্ত্রী দুজনেই ময়লা সংগ্রহ করে ভ্যান ঠেলে ক্লান্তিতে ভেংগে পরেছে। এলাকার ২৫০ টি ফ্ল্যাট/বাড়ি থেকে ময়লা টেনে মাস শেষে বেতন ৭০০০/-, অথচ প্রতিটি ফ্ল্যাট থেকে ময়লা নেওয়ার জন্য মাস প্রতি আমরা ঠিকাদারকে দেই ২০০/-। ওদের তিনজনেরই গায়ের রঙ ময়লা থেকেও বেশী ময়লা। ওরা জানে ওদের সামাজিক অবস্থান... ওদের সম্বল বলতে আছে পরিশ্রম আর বিনয়।
আমি পকেট থেকে ১০০ টাকা বের করে বললাম - ছেলের জন্য কিছু কিনে নেবেন।
বসা থেকে উঠে গায়ের ময়লা জামায় হাত মুছে দু হাত এমনভাবে পাতলেন যেন আমি পূজোর প্রসাদ দিচ্ছি। আমি দিলাম। উনি সেজদা দেওয়ার মতো করে প্রণাম করলেন।
"ঈশ্বর মানুষকে রুটি দেবেনা, কাজ দেবেনা, ঘর দেবেনা, চাকরি দেবেনা কিন্তু ধার্মিক হওয়ার গর্ব দেবে- যা খেয়ে বাঁচা যায় না।"
ঘরে এসে বারবার বাড়নো হাত দুটোর কথা মনে হচ্ছে...
ঈশ্বর নিজেই ঠিক করে দিয়েছেন- ঈশ্বর দাসদের জন্য ঈশ্বর নাই...অন্যের ঝুটা ময়লা পরিস্কার করে আর মাথানিচু করে হাত পাততেই ওদের জন্ম।
১২ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:০১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৬
ইসিয়াক বলেছেন: ভালো থাকুক ঈশ্বর দাস।
১২ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:০২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: এইসব নিয়েই ইশ্বরের পথচলা
১২ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:০২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৫
কথক আরমান বলেছেন: জনসংখ্যা নিয়ন্ত্রণই এইসব থেকে উত্তরনের অন্যতম প্রধান পথ,আমাদের পুর্বপুরুষদের করা ভুলের ফলাফল দিচ্ছে নতুন প্রজন্ম।
১২ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:০৩
জুল ভার্ন বলেছেন: এই পোস্টের সাথে এই মন্তব্যের কোনো যোগসূত্র খুঁজে পেলাম না।
৫| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: এই প্রান্তিক মানুষ গুলোকে দেখে আমার সত্যিই খুব খারাপ লাগে। ব্যক্তিগতভাবে আমি একটা নীতি মেনে চলি, কখনও আমি এদের সঙ্গে কোন বার্গেনিং করিনা। যখন ওদের প্রয়োজন হয় ওদের এক কথায় প্রাপ্য মিটিয়ে দেই। আর ওদের সঙ্গে তুই তোকারি একদম না পছন্দের। তবে অনেক আগে পুরানো জামাকাপড়ের কথা বলেছিলাম।নিতে রাজি হয়নি। আমি বরং এগুলো জমিয়ে রাখি বন্যার বন্যার ত্রাণে বিভিন্ন ট্রাণ শিবিরের হাতে পৌঁছে দেওয়ার জন্য।
১২ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:০৫
জুল ভার্ন বলেছেন: আমাদের খারাপ লাগে কিন্পুতু আমাদের সাধ্রয সীমিত।
নোই নয়, অনেক নতুন জামা কাপড় শীত বস্ত্র বিতরণ করি দূর্গতদের মাঝে। ঈশ্বর দাসরা একটু পুরনো কাপড় পেলে তাও বিক্রি করে কিছু উপার্জন করে।
ধন্যবাদ।
৬| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঈশ্বর দাসের দুঃখ বোঝার মতো কোন ঈশ্বর নাই।মানবিক রাষ্ট্রকে মানুষের দুঃখ বোঝতে হবে।রাষ্টকে হতে হবে কল্যান রাষ্ট্র।
১২ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:০৫
জুল ভার্ন বলেছেন: একমত।
৭| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন:
মহা সত্য কথা বলেছেন।
১২ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:০৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৮| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৫
অজ্ঞাতকুলশীল বলেছেন: ঈশ্বর দাসরা অনেক পরিশ্রম করলেও প্রাপ্য পারিশ্রমিক পায়না!
তবে তাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ, নইলে দেশটা ময়লার বাগাড়ে পরিণত হতো।
১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:৪২
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।
৯| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৩:২৭
মেরুভাল্লুক বলেছেন: ঈশ্বর মানুষকে রুটি দেবেনা, কাজ দেবে না, চাকরী দেবেনা, কিন্তু ধার্মিক হবার গর্ব দেবে যা খেয়ে বাঁচা যায় না।
লাইনটা পরে চরম উপলদ্ধি হল ভাইজান।
আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ এই কথাটাই ভূলে গিয়েছিলাম
১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:৪৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১০| ১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২১
রানার ব্লগ বলেছেন: ঈশ্বর জীর্ন কুটিরে রহাকে না থাকে চমকদার প্রাসাদে।
১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১১| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৪
এস এম মামুন অর রশীদ বলেছেন: ঈশ্বরকে দোষ দিচ্ছেন কেন? ঈশ্বর কি আপনাদের বলেছেন, ২৫০টি ফ্ল্যাটবাড়ি থেকে মাত্র ৭০০০ টাকা পারিশ্রমিক দিতে যাতে ঈশ্বর দাসকে অভাবে থাকতে হয় সারাজীবন? নাকি বলেছেন সুবিচার করতে, পরিশ্রমের সমানুপাতে পারিশ্রমিক দিতে, ঘাম শুকিয়ে যাবার আগে শোধ করতে? ১০০ টাকার দান না করে ঈশ্বর দাসের সম্মানি বাড়িয়ে দিন আর নিজেদের লোভের জন্য ঈশ্বরকে দোষ দেয়া বন্ধ করুন।
১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩১
জুল ভার্ন বলেছেন: মিস্টার আঁতেল, আমি কোথাও ঈশ্বরের দোষ দিলাম? বেশী আঁতলামী ভালো না।
১২| ১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৪
এস এম মামুন অর রশীদ বলেছেন: হুমকি দিলেন নাকি? সামান্য পোস্টের সমালোচনা সহ্য করতে পারলেন না? আঁতলামি তো শুরু করলেন আপনি। যাহোক, ভালো থাকুন।
১৩| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৩৪
নান্দনিক নন্দিনী বলেছেন: লেখার টাইটেলটা চমৎকার হয়েছে।
বিষয়বস্তু নির্বাচনে এবং লেখায় মুগ্ধতা।
২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৩
অক্পটে বলেছেন: আমরা নিজেদের খবর রাখতে এত ব্যস্ত যে অন্যের খবর রাখার আর বোধ থাকেনা। আমরা মানুষ, আবার আমরাই অমানুষ।
আমরা যেদিন মানুষ হব সেদিন অপাংতেয় বলতে কেউ থাকবেনা।