নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

জেনে রাখুন......

২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২১

জেনে রাখুন......

* মোহনদাস করমচাঁদ গান্ধী - কোনও মুসলিমের হাতে খুন হননি।
* ইন্দিরা গান্ধী - কোনও মুসলিমের হাতে খুন হননি।
* রাজীব গান্ধী - কোনও মুসলিমের হাতে খুন হননি।
* নরেন্দ্র দাভোলকর - কোনও মুসলিমের হাতে খুন হননি।
* গোবিন্দ পানসারে - কোনও মুসলিমের হাতে খুন হননি।
* এম এম কালবুর্গী - কোনও মুসলিমের হাতে খুন হননি।
* গৌরী লঙ্কেশ - কোনও মুসলিমের হাতে খুন হননি।
* "জয় হিন্দ" শ্লোগান ১৯৪১ সালে আবিদ হাসান সাফারানি তৈরী করেছিলেন।
* "ইনকিলাব" শ্লোগান হসরৎ মোহানি(মাওলানা সৈয়দ ফজল-উল-হাসান)র তৈরী।
* "পূর্ণ স্বরাজ" প্রথম দাবী করেছিলেন হসরৎ মোহানি(মাওলা সৈয়দ ফজল-উল-হাসান)।
* "মা তের বতন ভারত কি জয়" - আসীমুল্লাহ খানের লেখা।
* "Quit India" - ইউসুফ মেহের আলীর স্লোগান।
* "সারে জাহাঁ সে আচ্ছা" - মুহাম্মদ ইকবালের লেখা।
* "সারফরোশি কি তমন্না" - ১৯২১ এ বিসমিল আজিমাবাদির লেখা।
* ওস্তাদ বিসমিল্লাহ খান- যাঁর সানাই ছাড়া হিন্দুদের বিয়ে সম্পূর্ণ হয়না।
* ভারতের জাতীয় পতাকার ডিজাইন করেছিলেন দেশটির সিভিল সার্ভিস অফিসার বদরুদ্দীন তায়েবজী’র স্ত্রী সুরাইয়া তায়েবজী।
* 'ভারতীয় পারমাণবিক বোমার জনক' এপিজে আবুল কালাম একজন মুসলমান।
* ফুলন দেবীকে গণধর্ষণ কোনো মুসলমান করেনি।
* মাস্টার দা সূর্য সেন, প্রীতিলতা ওয়ার্দার, কল্পনা দত্ত ছাড়াও বেশ কয়েক জন বিপ্লবীকে ধরিয়ে দিয়েছিল/ তথ্য পাচার করে বিপদে ফেলেছিল যে বেঈমান সে কোনো মুসলমান ছিলো না।
* ভারতের কোথাও কোনো মন্দির কিম্বা অন্য কোনো ধর্মীয় স্থাপনায় কোনো মুসলিম হামলা ভাংচুর করেনি।
* * উপমহাদেশে বেঈমানী, মোনাফেকি, গাদ্দারির ইতিহাস মুসলমানদের মধ্যে খুব বেশী নাই।।

মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভাবনীয় তথ্য।

২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৬

পদ্মপুকুর বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভাবনীয় তথ্য।!!

৩| ২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০৮

জুন বলেছেন: অসাধারণ সব তথ্য প্রমাণ দিয়ে লেখাটিতে ভালো লাগা রইলো জুল ভার্ন।

২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১৭

নেওয়াজ আলি বলেছেন: এরপরও হিন্দুস্থানে মুসলিম মরে বেশী দাক্ষায়

২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৩

জুল ভার্ন বলেছেন: মুসলমানদের দূর্ভাগ্য।

৫| ২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৩

শাহিন-৯৯ বলেছেন:

তবুও নরেন্দ্র ডাকাত তাদের পছন্দ!!!

২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৫

জুল ভার্ন বলেছেন: মুসলিমদের মধ্যে মোনাফেক শ্রেনীই মোদির পদলেহণ করে।

৬| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৯

অক্পটে বলেছেন: তবুও এই লেখাটি রাজীবনূর, চাঁগাজিীর ভাল লাগবেনা। রাজীবনুর বলবে গায়ে মানেনা আপনি মোড়ল।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৫

জুল ভার্ন বলেছেন: যে যার মতো বলবেই।

৭| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩১

অক্পটে বলেছেন: জুল ভার্ন। তথ্যগুলো কপি করে রাখতে পারবতো। অসাধারণ তথ্য!!

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৪

জুল ভার্ন বলেছেন: অবশ্যই, যখনই দরকার তখনই একচোখা দস্যুদের দেখিয়ে দিবেন।

৮| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: * * উপমহাদেশে বেঈমানী, মোনাফেকি, গাদ্দারির ইতিহাস মুসলমানদের মধ্যে খুব বেশী নাই।।
মীর জাফর?

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৭

জুল ভার্ন বলেছেন: ওয়ান স্টু থ্রি...... উমিচাঁ, রায় দুর্ল, জগৎশেঠঃমীর জাফর

৯| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: সত্যিকার অর্থে বেইমান মুসলিম এর অভাব নেই। আপনি তা ইচ্ছা করে এড়িয়ে গেছেন।
যদি বেঈমা মুসলিমের তাকিলা চান আমি দিতে পার। মাথা ঘুরে যাবে আপনার। জগতে হানাহানি মুসলিমরাই বেশী করেছে।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮

জুল ভার্ন বলেছেন: আপনি আপনার মতো, আমি আমার মতো।

১০| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক পেশে ।

১১| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৯

ঢুকিচেপা বলেছেন: চমৎকার একটি পোস্ট। প্রিয়তে রাখলাম।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১২| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩০

ডাব্বা বলেছেন: দারুণ সংগ্রহ তো!

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১৩| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ে গেলাম।
দেখলাম পক্ষে বিপক্ষে মতের অভাব নাই

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫০

জুল ভার্ন বলেছেন: পক্ষ থাকলে বিপক্ষ থাকবেই।

১৪| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনার মতো লোকজন আফগানিস্তান, ইয়েমেনে আছে, বাংলাদেশে বাড়ছে। ভেঁড়ার চামড়া পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন?

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫২

জুল ভার্ন বলেছেন: আপশোস, আপনার মতো লোকও আমাদের সমাজেই আছে!

১৫| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: আমাদের সমাজে নিরপেক্ষ লোকের বড় অভাব।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৩

জুল ভার্ন বলেছেন: নিজেই একটা পক্ষের হয়ে নিরপেক্ষ খুঁজেন!

১৬| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৮

খায়রুল আহসান বলেছেন: অনেক তথ্যই অজানা ছিল।
এ ধরণের পোস্টে পক্ষ বিপক্ষ থাকবেই, তবে সব সত্যই জেনে রাখা প্রয়োজন।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১৭| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

ওমেরা বলেছেন: উপমহাদেশে বেঈমানী, মোনাফেকি, গাদ্দারির ইতিহাস মুসলমানদের মধ্যে খুব বেশী নাই।।

শুধু ভারতীয় উপমহাদেশেই নয় পৃথীবির কোথাও মুসলমানের অন্যদের চেয়ে খারাপ কাজ বেশী করেনি। কিন্ত কথায় বলে , প্রচারেই প্রসার। মুসলমানদের অবস্থা হল এদের বিরুদ্ধে এত এত অপপ্রচারের ফলে এখন মুসলমান মানেই সন্ত্রাসী।

অনেক ধন্যবাদ শেয়ারের জন্য। ভালো থাকুন সুস্থ্য থাকুন সব সময়।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: একমত।

১৮| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন। অনেক অনেক ধন্যবাদ।


ভারতে সংখ্যালঘু মুসলমানেরা নিজেদের কৃতিত্ব দিয়ে ভারতের সুনাম ও ঐতিহ্য প্রতিষ্ঠার পাশাপাশি তা রক্ষার জন্য অকৃত্রিম ভালোবাসায় দেশের জন্য কাজ করে গেছেন। যেরক আমাদের দেশের অনেক হিন্দুরাও এরকম অগ্রগামী ভূমিকা রেখে গেছেন৷

শুভকামনা জানবেন।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪৬

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

১৯| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এ থেকে ওরা কি শিখলো ?
কিছু্ই না, ওদের মাথায় গোবর
ভর্তি! শুধু হিংসা করতেই জানে।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: "চোরা নাহি শোনে ধর্মের কাহিনী" ।

২০| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২২

শেরজা তপন বলেছেন: দারুন তথ্য - এর বেশীরভাগই জানা ছিল না।

২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:০৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নিজেই একটা পক্ষের হয়ে নিরপেক্ষ খুঁজেন!

আমি অধম বলেই তো উত্তম খুঁজে বেড়াই।

২২| ২৩ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:০৮

সিগনেচার নসিব বলেছেন: চমৎকার তথ্য। কত কিছুই অজানা থেকে যায়।

২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:০৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২৩| ২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: তবুও মুসলিমদের দায়ী করা হয় দু:খজনক।

২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:১৯

জুল ভার্ন বলেছেন: ইহুদী-হিন্দুস্তানী মিডিয়া আর কুবুদ্ধিজীবীদের চক্রান্তের ফল।

২৪| ২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:০২

খালিদ খান ৯৭ বলেছেন: তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ তা বোঝে না। বিশেষ করে বাংলাদেশের বিশেষ দলটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.