নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সোস্যাল মিডিয়ায় ছদ্মনাম.......

০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৩৯

সোস্যাল মিডিয়ায় ছদ্মনাম.......

সোস্যাল মিডিয়ায় নিজ নিজ ভাবনা ও মতামত প্রকাশের অবাধ সুযোগ রয়েছে। সহজেই সবার সাথে শেয়ার করা যাচ্ছে। লেখকের সাথে পাঠকের তাৎক্ষনিক যোগাযোগের চমৎকার সুযোগ থাকে।

ব্লগাররা লিখেন ভালো। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না, ব্লগারদের অনেকেই আমার মতো ছদ্মনাম ব্যবহার করেছেন। কেন করেছে তারা এই কাজ? তারা কী তাদের মতামত, চিন্তা প্রকাশে ভয় পায়? নাকি আরেকজনের পোস্ট-এ হাবিজাবি লেখার জন্য ছদ্মনাম ব্যবহার করছে।

ব্লগ আর ফেসবুকে একেকটা আজিব নাম দেখে মাঝে মাঝেই অবাক লাগে। কখনো নামের দিকে তাকিয়ে না হেসে পারা যায়না, আবার কোনো কোনো নাম বমির উদ্রেক হয়। এই যেমন কয়েকটা আইডি চোখে বাধে- 'পায়খানার বদনা', 'হস্ত মৈথুন', 'পণ্ডিত চোদনা শংকর', 'পাজি পোলা', 'মৈথুনান্দ' নামের আইডি গুলো। এমন অনেক নাম যতটা মজা দেয় তার চাইতে বেশী বমির উদ্রেক করে।

হোকনা ছদ্মনাম, তাইবলে তাতে শিক্ষিত মানুষের অসুস্থ রুচির প্রকাশ করতে আমাদের বিবেক বাধা দেয়না! তাহলে কেন আমাদের শিক্ষা দীক্ষা? ছদ্মনামও সুন্দর শৈল্পিক অর্থবোধক হতে পারে। কিন্তু নোংরা অশ্লীল অরুচিকর নাম ধারণ করে আমরা নিজেদেরকে কি প্রমাণিত করতে চাই?

ছদ্মনাম ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনো ব্যক্তির প্রকৃত পরিচয় গোপন রাখা। শুধুমাত্র লেখকেরাই ছদ্মনাম ব্যবহার করেন না, গ্র্যাফিটি শিল্পী, প্রতিবাদী আন্দোলনকারী অথবা সন্ত্রাসবাদী, এমনকি কম্পিউটার হ্যাকারেরাও ব্যবহার করেন। লেখক শিল্পীরা অনেক সময় নিজেদের জাতিগত পরিচয় গোপন রাখার জন্য মঞ্চনাম ব্যবহার করেন। সংগীতশিল্পী কে মল্লিক, অভিনেতা দিলীপকুমারদের পিতৃদত্ত নাম কী তা অনেকেই জানি না। শুধু গুণী মানুষরাই নয়, অতি সাধারণ মানুষেরাও অপরাধ সংঘটিত করে অন্য নামে অন্য কোথাও গা ঢাকা দিয়ে থাকে এবং তারা ছদ্ম নামেই জীবন কাটিয়ে দেয়। ধর্মীয় কারণেও অনেককে ছদ্মনামে পরিচিত হতে হয়।অনেকে ধর্মের স্পর্শকাতর বিষয়ে অথবা রাষ্ট্রের বিরুদ্ধে লেখার জন্যেও ছদ্মনাম ব্যবহার করে থাকে। তবে ইন্টারনেট জগতে বাংলা ব্লগগুলির বেশকিছু ব্লগে ছদ্মনামের আধিক্য লক্ষ্য করা যায়। কোনো কোনো ধর্মীয় সংঘের সদস্যদের ধর্মীয় নাম এবং কমিউনিস্ট পার্টি নেতৃবৃন্দের ব্যবহৃত "ক্যাডার নাম" এর উদাহরণ। যেমন- ট্রটস্কি ও স্তালিন। কোনো কোনো ক্ষেত্রে আবার একাধিক ব্যক্তি একক ছদ্মনামের আড়ালেও লিখে থাকেন। যেমন -- এলারি কুইন বা নিকোলাস বরবাকি।

সাহিত্যাংগনে ছদ্মনাম গ্রহণের প্রথাটি সুপ্রচলিত। কৈশোরে রবীন্দ্রনাথ ঠাকুর "ভানুসিংহ" ছদ্মনাম নিয়েছিলেন। বিশিষ্ট লেখক রাজশেখর বসু স্বনামে অনুবাদ সাহিত্য, প্রবন্ধ ইত্যাদি রচনা করলেও, তাঁর প্রসিদ্ধ শ্লেষাত্মক গল্পগুলি লিখতেন "পরশুরাম" ছদ্মনামে। লেখক মণিশংকর মুখোপাধ্যায় তাঁর শংকর ছদ্মনামেই সর্বাধিক পরিচিত। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের বিখ্যাত চরিত্র লালমোহন গাঙ্গুলি "জটায়ু" ছদ্মনামে সর্বজন বিদিত। ব্রিটিশ ব্যঙ্গ সাহিত্যিক হেক্টর হিউজ মনরো লিখতেন “সাকি” ছদ্মনামে। উইলিয়াম সিডনি পোর্টার হলেন আমাদের সেই সুপরিচিত এবং বিশ্বখ্যাত সাহিত্যিক ও হেনরি।

সংবাদপত্র, পত্রিকা এবং অন্যান্য সাময়িক পত্রপত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই ছদ্মনামের ব্যবহার চালু হয়। ছদ্মনামের ব্যবহারের প্রাথমিক কারণ ছিল মতামত প্রকাশের জন্য রাজনৈতিক এবং রাষ্ট্রের রোষ থেকে আত্মরক্ষা। ছদ্মনাম ব্যবহারের প্রথম যুগে সবচেয়ে বিখ্যাত নাম ভলতেয়ার। ১৭১৮ খ্রিস্টাব্দে ফরাসি লেখক ফ্রাঙ্কোইস মেরি আরুয়েট এই ছদ্মনামটি ব্যবহার করতেন। ঊনবিংশ শতাব্দীতে বহু মহিলা লেখক ছদ্মনাম হিসাবে ছেলেদের নাম ব্যবহার করতেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত মেরি অ্যান ইভান্স। ইনি জর্জ এলিয়ট ছদ্মনামে লিখতেন।

বিপ্লবের যুগেও অনেক বিপ্লবী ছদ্মনাম ব্যবহার করতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসে সব্যসাচী চরিত্রটিকে দেখেছি নানা ছদ্মনামে নানা ছদ্মবেশে নানা কর্মকাণ্ড করছেন।

সিনেমা জগতেও ছদ্মনামের আধিক্য দেখা যায়। দীপক চক্রবর্তীই পরবর্তীত হয়ে চলচ্চিত্রাভিনেতা চিরঞ্জীত। দীপক অধিকারীকে চিনি অভিনেতা দেব হিসাবে। গৌরাঙ্গ চক্রবর্তীই সুপারস্টার মিথুন (মিঠুন) চক্রবর্তী। চুমকি রায়- দেবশ্রী রায় নামে। সুচিত্রা সেন ছিল রমা সেন নামে। রীনা দাশগুপ্তই অভিনেত্রী অপর্ণা সেন। অরুণ চট্টোপাধ্যায়কে আমরা মহানায়ক উত্তমকুমার নামেই জানি। বলিউড অভিনেতা অক্ষয়কুমারের প্রকৃত নাম রাজীব ভাটিয়া। সঙ্গীতশিল্পী কুমার সানু এবং শানের আসল নাম যথাক্রমে কেদার ভট্টাচার্য এবং শান্তনু মুখার্জি। হলিউডের হার্টথ্রোব অভিনেত্রী নর্মা জাঁ মর্তেসকে চিনি মেরিলিন মনরো নামেই। কৃত্তিবাসীর ভাবানূদিত রামায়ণ থেকে জানতে পারি বাল্মীকির প্রকৃত নাম রত্নাকর। লঙ্কেশ্বর রাবণের প্রকৃত নাম দশগ্রীব। প্রাচীন গ্রন্থগুলি থেকে জানা যায় তার রাবণ নামটি স্বয়ং শিব দিয়েছিলেন। মহাভারতে পঞ্চপাণ্ডবেরা অর্থাৎ যুধিষ্ঠীর, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব যথাক্রমে কঙ্কভাতা, বল্লব, বৃহন্নলা, গ্রন্থীকা এবং তাঁতিপল ছদ্মনামে এক বছর অজ্ঞাতবাস কাটিয়েছিলেন। তাঁদের স্ত্রী দৌপদীর ছদ্মনাম ছিল সৈরান্ধ্রী।

একটি সুন্দর নামের সৌন্দর্য ও তাত্পর্য অপরিসীম। কিন্তু সোস্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুক- ব্লগে ছদ্মনামের বিকৃত রুচির নামগুলো আমাদের মানসিক বৈকল্যের সুস্পষ্ট ইঙ্গিত। ব্লগে এখন ভালো লেখক আর লেখার অভাব প্রকট, পাঠকও নাই বললেই চলে। তার উপর এমনসব নোংরা অশ্লীল অরুচিকর নামের আইডি দেখে রুচিশীল মানুষ ফেসবুক -ব্লগ বিমুখ হতে বাধ্য।

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৩

শেরজা তপন বলেছেন: দারুন একটা বিষয় সুচারুরুপে তুলে ধরেছেন! আমিও খানিকটা ছদ্ম নামে লিখি কিন্তু সেটা আমার মুল নামের সংক্ষিপ্ত রূপ!
কিছু নাম দেখে আসলেই কষ্ট হয় ঘেন্না পায়- লেখকেরা অন্তত সৃজনশীল ছদ্মনাম নিতে পারেন সেটা দোষের নয়।
তবে অপ্রয়োজনে যে কোন ছদ্মনাম ও মাল্টিনিক আমার অপছন্দ

০৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৭

জুল ভার্ন বলেছেন: শেরজা নাম যে আপনার বৃহৎ নামের সংক্ষিপ্ত রুপ সেটা আগেই জানতাম।
ছদ্মনাম, মালিটিক হলেও তা যদি সুন্দর হয় তো চলে। কিন্তু অশ্লীল নোংরা এবং কুরুচিপূর্ণ হলে তা কোনো ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

২| ০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:২০

খায়রুল আহসান বলেছেন: আপনি সাধারণতঃ ছোট ছোট পোস্ট লিখে থাকেন, সে তুলনায় এটি একটি বড় পোস্ট। একটু বড় হবার কারণে বোধকরি আলোচনাটি সুব্যাখ্যায়িত হয়েছে।

অশ্লীল নাম, যার কয়েকটা আপনি উল্লেখ করেছেন, খুবই বিকর্ষী। এসব নাম দেখেই অনেক পাঠক সংশ্লিষ্ট লেখকের পোস্ট পাঠ থেকে বিরত থাকেন, বিমুখ হন। অপরদিকে এ ব্লগে অনেক, অনেক নান্দনিক, কাব্যিক, আকর্ষণীয় নামের সাথে আমি পরিচিত হয়েছি, যাদের নাম দেখি পোস্টে যেতে ইচ্ছে করে। এমন অজস্র নাম থেকে আমার চোখে পড়া কতগুলো সুন্দর নিক নিয়ে আমি একটি সংকলন প্রস্তুত কররেছিলাম, যা আপনি দেখতে পাবেন এখানেঃ
সুন্দর কিছু ব্লগ নিকের নাম

আশাকরি, মন্দের বিপরীতে ভালো, এমন কিছু নামের এই সংকলনটির উপরেও আপনি একবার চোখ বুলাবেন।

০৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৩

জুল ভার্ন বলেছেন: প্রথমেই বলবো -আমি অকারণে লেখার কলেবর বৃদ্ধি করিনা। যখন যেখানে যেমন প্রয়োজন তখন তেমন লেখা লিখি। সাবজেক্ট থেকে ফোকাস সরিয়ে নেই না
সত্যি বলছি ভাই, শুধু বাজে নামের কারণেই বেশীরভাগ পোস্ট আমি এড়িয়ে যাই। আবার সুন্দর নাম দেখে আগ্রহী হয়ে লেখা পড়ি।

আপনার লেখা সুন্দর কিছু ব্লইগ নিকের নাম অবশ্যই পড়ে মন্তব্য করবো।

৩| ০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:২০

চাঁদগাজী বলেছেন:


আমি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্হান ও রাজিমেন্টের নামকে ব্লগে পরিচিত করতে ছদ্মনাম ব্যবহার করছি; আমার আসল নামটা ছদ্মনামের মতো ব্যব হার করা সম্ভব, এই নামে ২০ লাখ মানুষ আছে কমপক্ষে।

আমার অন্য নিকগুলো ছিলো: পংরাড়ী, হরিণা, মেলাঘর, ইপিআর, বেংগল, ফারমার (এগুলো ব্যান খেয়েছে )

০৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৬

জুল ভার্ন বলেছেন: আপনার চাঁদ গাজী নামের সাথে উপমহাদেশের অনেক মিথ এবং ইতিহাস জড়িয়ে আছে। যেমনঃ চাঁদ গাজী, চাঁদ সুলতানা, চাঁদ সওদাগর। সেই সঙ্গে অনেক মানুষের এই নাম ধারণ করেন গর্বের সঙ্গে।

৪| ০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:২৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগার খায়রুল আহসানের 'নিক লিষ্টে' ৩৩ নং নিকটি, "খেলাঘর" আমার নিক; উহাকে এডমিনরা ব্যান করেছিলেন।

০৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৮

জুল ভার্ন বলেছেন: খারাপ কাম করলে ব্যান করবেই (

৫| ০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৫

নতুন বলেছেন: ছদ্মনাম দেবার পেছনে একটা উদ্দেশ কাজ করে। এই ব্লগটাতে রেজিস্টার করার সময় ভাবছিলাম কি নাম দেবো। তখন ইন্টারনেটও নতুন ব্যবহার শুরু করেছি। ম্যাট্রিক্স মুভির নায়কের নাম Neo= অর্থ নতুন।

নামে অনেক বড় একটা কাজ হইছে। ১৫ বছর পরেও আমি নতুন ব্লগার। :)

০৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৭

জুল ভার্ন বলেছেন: নতুন সবার উপরে।

৬| ০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৭

অপু তানভীর বলেছেন: সাহিত্যে ছদ্মনাম খুবই কমন একটা ব্যাপার । রাজনৈতিক লেখকদেরও এই ছদ্মনাম ব্যবহারের যুক্তিসংগত কারণ আছে । অনেকে নিজেদের আসল পরিচয় দিয়ে লেখালেখি করতে চান না । হয়তো তাদের ব্যক্তিগত কিংবা সামাজিক কারণ আছে। কিন্তু বর্তমানের বেশির ভাগই ছদ্মনাম ব্যবহার করে নিজের অনলাইনে করা কুকীর্তি ঢাকার জন্য । বাস্তব জীবনে সাধু সেজে থাকে আর অনলাইনে ব্লগ কিংবা ফেসবুকে সকলের পেছনে লেগে থাকে ।
অসৎ উদ্দেশ্যে খোলা নিক আইডি তা যত সুন্দর আর রূচিশীলই হোক না কে সেটা কেবলই মাত্র ঘৃণার পাত্র।

০৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১১

জুল ভার্ন বলেছেন: অসুস্থ অরুচিকর, নোংরা অশ্লীল এবং অর্থহীন শব্দের নিকগুলো ব্যান করা উচিৎ। অথবা তাদের নাম চেঞ্জ করতে দিয়ে সুপথে ফেরার সুযোগ দেওয়া উচিৎ।

৭| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৮

অধীতি বলেছেন: ছদ্মনাম ব্যবহারের মোটামুটি সব সম্ভাব্য দিকই আলোচনা কর হয়েছে। মাঝে মাঝে কিছু শব্দ মনে ধরে এবং সেটার অর্থের সাথে নিজের মিল খুঁজে পেলে ব্যবহার করতে ভাল লাগে। আমার লেখার থেকেও পড়তে বেশি ভাল লাগে। 'অধীতি' অর্থ যিনি পাঠ করেন/ পাঠক। শুধু 'পাঠক' শব্দের থেকে 'অধীতি' শব্দটার ভেতর নতুনত্ব কাজ করে এজন্য এটা ব্যবহার করা।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪২

জুল ভার্ন বলেছেন: আপনার নিক অত্যন্ত অর্থবোধক।

শুভ কামনা।

৮| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৬

ইসিয়াক বলেছেন: আমার নিক নিয়ে একটা গল্প আছে। সামহোয়্যারইন ব্লগে যখন রেজিষ্ট্রেশন করি তখন একটা নিকের প্রয়োজন হয়। ছোট বেলা থেকে কোন এক অজানা কারণে আমার নাম আমার কাছে পছন্দ নয়। কিন্তু কিছু করার নেই। আমি চাইলেও বদলানো সম্ভব নয়। তবে কি ভাবনা থেকে জানি না হঠাৎ একটা নাম আমার বেশ পছন্দ হলো। আমি নিজেই নিজের নাম রাখলাম। কাউকে বললাম না। কারণ আব্বা জানতে পারলে খবর আছে। অন্যেরা শুনলে হাসাহাসি করতে পারে। তো সেই নামটা হলো ইশতিয়াক। আমি ব্লগ রেজিষ্ট্রেশনের সময় একটু ভাব নিয়ে ইস্তিয়াক লিখলাম। ওমা অবাক কান্ড ইস্তিয়াক হয়ে গেল ইসিয়াক। মন খারাপ হয়ে গেল কিন্তু কিছু করার নেই। পরে অবশ্য দেখলাম যা হয়েছে ভালো হয়েছে। একদম আনকমন নিক।এখনও পর্যন্ত সারা পৃথিবীতে মনে ইসিয়াক এক পিসই আছে। হা হা হা
শুভকামনা রইল প্রিয় ব্লগার।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: "আল্লাহ যা করে ভালোর জন্যই করে"- আপনার আইডি 'র বেলা সত্য হয়ে গেছে!

৯| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছদ্মনামের আদ্যোপান্ত বেশ ভাল হয়েছে। আপনার সকল পোস্টেই জানার অনেক কিছু থাকে।
আমি নিজ নাম নিয়ে সন্তুষ্ট। যারা আমার এই নাম রেখেছেন তাদের জন্য দোয়া। ইসিয়াক নামের ইতিহাস বেশ মজার।
বমি উদ্রেককারী এক পোস্টের সন্ধান আমিও পেয়েছিলাম -
'ও সখি মরি তোর বগলের গন্ধে'।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১০| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপরে পোস্ট এর স্থলে পেজ হবে।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১১| ০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার পোস্ট। কিছু কিছু তথ্য জেনে তো মুগ্ধ ও বিস্মিত হয়েছি।

কিছু কিছু (ছদ্ম)নাম আমি এড়িয়ে চলি, যেমন কেউ যদি নামের শেষে 'খলিল ভাই', 'খলিল স্যার' এভাবে কিছু সম্বোধন জুড়ে দেন, তাদের 'ভাই', 'স্যার' ইত্যাদি সম্বোধনে তো ডাকিই না, তাদের পোস্টও যথাসাধ্য এড়িয়ে চলি।

আপনার উল্লেখিত ঘৃণ্য নিকগুলো সত্যিই বমির উদ্রেক করে।

আবারও বলতে হচ্ছে, অসাধারণ পোস্ট। সত্যি কথা, আপনার সবগুলো পোস্টই অসাধারণ। শুভেচ্ছা রইল প্রিয় জুল ভার্ন ভাই।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।

১২| ০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৪

জুন বলেছেন: ছদ্ম হোক আর আসল নামটি অবশ্যই রুচিসম্মত হতে হবে এটাই আমি মনে করি।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৭

জুল ভার্ন বলেছেন: একমত। অন্তত নিক দেখে যেন বোঝা যায়- ওটা মানুষের পয়দা।

১৩| ০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:




লেখক বলেছেন: খারাপ কাম করলে ব্যান করবেই (

-ব্লগে আমার খারাপ পোষ্ট চোখে পড়েছে?

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ আরে ভাই, ওটাতো ফান করে লিখেছি।

১৪| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৮:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছদ্মনাম থেকে ব্যক্তির রুচিবোধ সম্পর্কে ধারণা করা যায়। একটা সুবিধা হোল সহজেই ছদ্মনাম দেখে এই ধরণের লোক থেকে নিরাপদ দূরত্ব রাখা যায়। ফলে এদের লেখা অখাদ্য পরিহার করা যায়।

জুল ভার্নের পুরো নাম Jules Gabriel Verne

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: একমত।
ধন্যবাদ।

১৫| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ছদ্মনাম, ছদ্মবেশ ...
তবে কেউ ছবি ছদ্মনামের আড়ালে মনের অন্ধকার পরিবেশন করেন তবে সেটা অবশ্যই দুঃখজনক।
আমি যখন ব্লগে যুক্ত হই, তখন ভেবেছিলাম ব্লগের জন্য একটা 'নিক' বা নামের আয়োজন করে রেজিষ্ট্রেশন করতে হয়।
বোকার হদ্দ আর কাকে বলে! (আমাকে বলে ;) )

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৯

জুল ভার্ন বলেছেন: আপনার নিকটা কিন্তু খুবই কাব্যিক।
শুভ কামনা।

১৬| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: তাহলে যে লোকজন বলে মানুষের আসল পরিচয় নামে নয় কর্মে।

০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫২

জুল ভার্ন বলেছেন: যে নাম থেকে শুধু দুর্গন্ধই বের হয়-আএ নামের কাম কি হবে সে কথা বলাই বাহুল্য।

১৭| ০৯ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৩১

হাবিব বলেছেন: পোস্টটি ভালো লেগেছে

০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: নেপথ্যে লেখার আদ্যপান্ত তুলে ধরেছেন। খুব ভালো লাগলো পোস্টটা। কয়েকটি বিষয় তো একদম নুতন লাগলো।ভলতেয়ার যে ওনার ছদ্মনাম আজ প্রথম জানলাম।বাকি অনেকগুলো জানা থাকলেও উপস্থাপনা খুব ভালো লেগেছে।++
আপনার সঙ্গে অমত হবার কারন নেই যে ছদ্মনাম থেকেই তার পোস্ট ও লেখকের রুচির পরিচয় পাওয়া যায়। আমার তো মনে হয় এক ছদ্মনামের নাম থেকেই লেখকের মানসিক সুস্থতা অনেকাংশে বোঝা যায়।ব্লগ বা ব্লগের বাইরেও নিকৃষ্ট ছদ্মনামের কোনো পোস্টে আমি যাইনে। এমনকি পোস্টে ব্যবহৃত ছবি যদি রুচিশীল না হয় তাহলে সেই পোস্টে আমি চেষ্টা করি কমেন্ট না করতে।

ফেসবুকে নিজের নামে একটি লেখা দিয়ে বড় সাহেবের এমন বিরাগভাজন হয়েছিলাম যে পরবর্তী কয়েকমাস অসহনীয় মানসিক চাপে পড়ি।প্রায় দশমাস পরে অবশেষে ট্রান্সফার নিয়ে বর্তমানে সুস্থ আছি। 'নৈঋত পল্লী'র অন্দরমহল শিরোনামের ঐ পোস্টটিতে আপনার কমেন্ট ছিল। তারপর থেকে ব্লগের পাশাপাশি ফেবুতেও নিক নিয়ে লিখি।
ভালো থাকবেন সবসময়।

০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০০

জুল ভার্ন বলেছেন: আমি কখনোই বিকৃত রুচির নিকের লেখা পড়িনা।

আপনার 'নৈঋত পল্লী'র অন্দরমহল-পোস্ট এবং আপনার দুর্ভোগের কথা মনে আছে।

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.