![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
উদ্বেলতার মধ্যেও এক অযুত গভীরতা থাক,
স্থৈর্য্যের মধ্যেও চকিত চাহনির চঞ্চলতা থাক।
অবজ্ঞার মধ্যেও কৃতজ্ঞতার আভাস থাক,
প্রজ্ঞার মধ্যেও কিছু ভারহীন অজ্ঞানতা থাক।
জানার মধ্যেও কিছু সুখকর ভ্রান্তি থাক,
বাস্তবের মধ্যেও কিছু সত্যের অপলাপ থাক।
বিবর্ণতার মধ্যেও বিবর্তনের কিছু রঙীন ফানুস থাক, উজ্জ্বলতার মধ্যেও কিছু অন্ধকারের আবছা থাক। উন্মাদনার মধ্যে ও কিছু নিরুদ্বেগ অটলতা থাক, নির্জনতার মধ্যেও কিছু নিজস্ব কোলাহল থাক। প্রশস্তির মধ্যেও কিছু প্রতিবাদের হলাহল থাক, প্রতারণার মধ্যেও কিছু বিশ্বাসের স্বপ্ন বীজ থাক। স্মৃতির মধ্যেও কিছু বিস্মৃতির ধূসরতা থাক,
শান্তির মধ্যেও কিছু অস্থিরতার নোনা জল থাক।
....শুধু মানুষে মানুষে থাক ছলকপটহীন প্রতিহিংসা ও প্রতারণাবর্জিত পারিপাট্যহীন নিবিড় বন্ধুত্বের এক দৃঢ়প্রত্যয়ী সেতুর অটুট আধার যা অবিশ্বাসের আঁধারকে অপসৃত করে চলবে অনন্তকাল।
২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:২৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: অগোছালো এবং এলোমেলো।
২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৩
জুল ভার্ন বলেছেন: হয়তো আমি অগোছালো এবং এলোমেলো-তাই এমন হচ্ছে
৩| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১:০৯
সাত ভাই চম্পা বলেছেন:
অবজ্ঞার মধ্যেও কৃতজ্ঞতার আভাস থাক -----
কিছুই তো বুঝলাম না । এই লেখাটার মূল অর্থ কি
যদি একটু বুঝিয়ে বলতেন
২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৩
জুল ভার্ন বলেছেন: বোঝানোর দায়িত্ব লেখকের নয়-পাঠকের।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:২১
শেরজা তপন বলেছেন: এমন করে ভাবিনি কখনো - দুর্দান্ত ভাই