নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

মনের বিভিন্ন রূপ.....

২২ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:৪৬

মনের বিভিন্ন রূপ.....

মনকে স্পর্শ করা যায় না, দেখা যায় না কিন্তু এটা মানুষের শরীরের বিভিন্ন অংশের মত কার্যকরী অংশ।মানুষের সমস্ত উপলব্ধির জগৎ জুড়ে আছে মনের অস্তিত্ব। তার চিন্তা চেতনা ধ্যান- ধারণা, সুখ-দুঃখের অনুভূতি সমস্ত কিছুর যা আমরা বহিঃপ্রকাশ দেখি- সবটার পিছনেই আছে মনের অস্তিত্ব। মানুষের জৈবিক চাহিদা ক্ষুধা- তৃষ্ণা, ঘুম, যৌনতা ও রেচন সমস্ত কিছুর পিছনে আছে মনের নিয়ন্ত্রণ বা ভূমিকা। মানুষের মানবিক এবং বুদ্ধি বিত্তিক সমস্ত কার্যাবলিও সম্পাদন করে মন।

মন বুদ্ধি এবং বিবেক বোধের এক সমষ্টিগত রূপ- যা চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছা এবং কল্পনার মাধ্যমে প্রকাশিত হয়। মনের স্বরূপ হল চেতনা, যা তাকে জড় থেকে পৃথক করেছে। এর আছে উপলব্ধি ও চিন্তা ভাবনা করার ক্ষমতা।
চেতন, অবচেতন, অধিসত্বা মিলেই একটি মানুষের পূর্ণ মন। অবচেতন মন সুদূর অতীত থেকে বর্তমানের ভেতর দিয়ে সম্ভাব্য ভবিষ্যত পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। অন্তর্বাস্তবে তার সুপ্ত মনের বর্তমান
কার্যকলাপ প্রধান হয়ে দেখা যায়। অবচেতন মন সমুদ্রের মত। তার বাইরের তরঙ্গ-জলোচ্ছ্বাস হল বহির্বাস্তব আর সমুদ্রের অন্ধকারাবৃত গভীর তলকে অন্তর্বাস্তব বলা হয়।

মানব মনের বিভিন্ন স্তরের সন্ধান
দিয়েছিলেন ভিয়েনা'র মনোরোগবিশেষজ্ঞ
দার্শনিক মনোবিজ্ঞানী সিগমুণ্ড ফ্রয়েড।
তাঁর মতে, মানুষের মনের ভাগ হলো- ইদ, ইগো, সুপার ইগো। ইদ আদিম সত্ত্বা, ইগো সামাজিক সত্ত্বা আর পরিশীলিত সত্ত্বা হলো সুপার ইগো। অবচেতন মনে মেঘ ঘনালে সামাজিক সংস্কার তাকে অবদমিত করে রাখে। ১৯২৩ সালে প্রকাশিত তার বিখ্যাত বই " The Ego and the Id" তে তিনি বলেন, মানুষের ব্যক্তিত্ব ও আচরণের ওপর এক ধরণের মানসিক শক্তি প্রভাব ফেলে এরা হলো ইদ ,ইগো এবং সুপার ইগো। ইদ হলো মৌলিক স্তর সেখানে মানব মনের সকল শক্তি নিহীত।ইগো আর সুপার ইগোর নিজ শক্তি নেই এরা ইদের শক্তি তে বেঁচে থাকে। তবে এরা মস্তিষ্কের অংশ নয়।
মনের গঠন বোঝানোর কল্পিত ধারণা।

ফ্রয়েড বলেন, মানব মনের ৯০ শতাংশ অবচেতন আর ১০ শতাংশ চেতন অবস্থায় থাকে। অবচেতন মন আমাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমাদের জৈবিক প্রয়োজন যেমন ক্ষিদে, পিপাসা, যৌন ক্ষুধা এই রকম বার্তা আমাদের চেতন মন থেকে কেড়ে আনে।মানুষ চেতন অবস্থায় যে চিন্তা ভাবনা ও অনুভূতির অনুশীলন করে সেই সব ক্রমান্বয়ে প্রাক চেতন মনে গিয়ে শেষে অচেতন মনে জমা হয়।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:১৫

শেরজা তপন বলেছেন: এত ছোট করে না লিখে এসব লেখা আরেকটু কলেবড়ে বাড়ালে ভাল হয়;

সুপার ইগো সন্মন্ধে জানতাম না।

মন নিয়ে 'লালন' অনেক এক্সপেরিমেন্ট করেছেন; তিনি হয়তো মনকে আরো বেশীভাগে ভাগ করেছেন।

' তোমার মনে বাস করে কয়জন ও মন জাননা তোমার মনে বসত করে কয়জনা'- ফ্রয়েড মনে হয় এর উত্তর দিয়েছেন :)

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৬

জুল ভার্ন বলেছেন: ফেসবুকে অভ্যস্থ হওয়ায় লেখাগুলো ছোট করে লেখা হয়ে যায়। তাছাড়াও আমি অযথা কলেবর বৃদ্ধিকরে বেশীরভাগ পাঠকদের বিব্রত করতে চাইনা।

ফ্রয়েড একজন গুণী মনস্তত্ববিদ।

২| ২২ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:

১৮০০ শতাব্দী এসে মানুষ জেনেছে, অবচেতনের জায়গা ৯০ ভাগ। এর পূর্বে মন নিয়ে কি ভাবতো মানুষ? বুদ্ধ কি ভেবেছে?

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৮

জুল ভার্ন বলেছেন: আঠারো শতকের আগে মানুষ নিশ্চই মন নিয়ে গবেষণা করে থাকবেন-যা আমার জানার সুযোগ হয়নি।

ধন্যবাদ।

৩| ২২ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: Close Your Eyes and Try To See

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১১

জুল ভার্ন বলেছেন: ক্ষুধা মিটাবার তরে নহে গো মানব, কেহ নহে তোমার আমার! ... মুদিয়া আকুল আঁখি ভাবিতেছি মনে, ক্ষুধা মিটাবার তরে নহে গো মানব, কেহ নহে তোমার আমার! ... মুদিয়া আকুল আঁখি ভাবিতেছি মনে"!

৪| ২২ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মন কি মস্তিষ্ক থেকে পৃথক কোন বিষয়?

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১২

জুল ভার্ন বলেছেন: আমার ধারনা মন ও মস্তিস্ক দুটোর যোগ সূত্র একই সূত্রে গাঁথা। মস্তিষ্ক যা ধারণ করে মন তা প্রকাশ করে।

৫| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৪

জ্যাকেল বলেছেন: মন নিয়ে আমাদের গবেষণা অনেক কম হয়েছে। মানুষ হিসেবে আমরা শ্রেষ্টত্ব পেয়েছি মন এর কারণে। এই কারণে এইটার ডেভেলপমেন্টে সুর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। স্বয়ং আইনস্তাইন বলে গেছেন “কল্পনাশক্তি জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।"

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য।

ধন্যবাদ।

৬| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ বলেছেন, অনন্ত নক্ষত্র বীথিতে যে রহস্য তার চেয়ে বেশি রহস্য মানুষের মন।

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৪

জুল ভার্ন বলেছেন: প্রাণী জগতের সব চাইতে জটিল অধ্যায় মন।

৭| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: মাইন্ড কন্ট্রোলের অনেক বই কিশোর বয়সে পড়েছি। কিন্তু মাইন্ড কি এটা এখনও আমার কাছে পরিষ্কার না।

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৫

জুল ভার্ন বলেছেন: মনের ব্যাখ্যা বিশাল-যা আমার মতো সাধারণ মানুষ বুঝতেই অক্ষম।

৮| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১২:০৯

কুশন বলেছেন: মনের কিছু ভিন্ন রুপ আছে।
যেমন বেশির ভাগ মেয়েদের মন আত্মকেন্দ্রিক।

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৫

জুল ভার্ন বলেছেন: নারী মনের গবেষক! :) :)

৯| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১২

নতুন নকিব বলেছেন:



মন বা আত্মার শুদ্ধি-পরিশুদ্ধির মাধ্যমেই মনুষ্যত্বের জাগৃতি ও পরিপূর্ণতালাভ করা সম্ভব।

চমৎকার পোস্ট। ৫ নং মন্তব্যটিতে গুরুত্বপূর্ণ একটি কথার অবতারণা করা হয়েছে।

ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৭

জুল ভার্ন বলেছেন: ইমাম গাজ্জালী(রঃ) সাহেবের কিমিয়ায়ে সাদাত বই অবশ্যই আপনি পড়ে থাকবেন-সেই বইয়ে তিনি 'মন' নিয়ে চমতকার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.