নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ভয়....
বড্ড অসহায় লাগে, দুঃখ হয়, মানুষ হয়ে জন্মেছি বলে। এতো চিন্তা এতো দুঃশ্চিন্তা, এতো আশা নিরাশা, এতো স্বপ্ন দুঃস্বপ্ন, এতো অহমিকা, এতো আঘাত, এতো স্বার্থপরতা এবং এতো ভয় আতঙ্ক .....শুধু এই কয়েক বছরের ক্ষুদ্র জীবনে এতো কিছু! English Romantic poet John Keats কী অসাধারণ সুন্দর করে তাঁর -"When I have fears" কবিতায় প্রকাশ করেছিলেন! সেই কবিতার অনুকরণে বলতে ইচ্চে করছে-
ঘেমে গেছি, গলা শুকিয়ে কাঠ,
ঘুম ভেঙে উঠে বসি, আমি উদাস;
চিরকাল থাকে না কেউ, আমিও
থাকবো না কিছুদিন পরেই।
ভীষণ অস্থির লাগছে!
বাইরের যেয়ে আমি দাঁড়ালাম মুক্ত বাতাসে,
কালোমেঘেরা ভালোবাসার বার্তা নিয়ে আসছে
ক্ষণজন্মা আমি তা দেখে যেতে পারবো না!
আজকাল নিজেকে খুব নিঃসঙ্গ লাগে। দম বন্ধ হয়ে আসে। মাঝে মাঝে মনে হয় সব ঠিক হয়ে যাবে। যদিও জানি তা কখনো হবার নয়।
আমি বুঝি, জানি, তবুও মনকে কেন বোঝাতে পারি না? না বলা অনেক কথার বিদ্রুপ আমাকে বার বার পরিচয় করিয়ে দেয় অপ্রিয় সবকিছুর সাথে। আমি সবার কথা ভাবি কিন্তু কারো একটু সময় হয় না আমার কথা শোনার। আমি সবার সব কথা শুনি কিন্তু কারো একটু সময় হয় না আমার হাসির মাঝে লুকানো কান্নাকে বুঝার। নিজের সাথে নিজের যুদ্ধে প্রতিনিয়ত হারছি- এ কেমন জীবন!
২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪০
জুল ভার্ন বলেছেন: রাস্ট্র যেখানে প্রতিপক্ষ সেখানে একজন ব্যক্তি নিতান্তই অসহায়।
২| ২৮ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৬
মিরোরডডল বলেছেন:
এতো চিন্তা এতো দুঃশ্চিন্তা, এতো আশা নিরাশা, এতো স্বপ্ন দুঃস্বপ্ন, এতো অহমিকা, এতো আঘাত, এতো স্বার্থপরতা এবং এতো ভয় আতঙ্ক .....শুধু এই কয়েক বছরের ক্ষুদ্র জীবনে এতো কিছু
এ সবকিছু মিলিয়েই জীবন । সবাইকেই এসবের মধ্যে দিয়ে যেতে হয় ।
মাঝে মাঝে মনে হয় সব ঠিক হয়ে যাবে। যদিও জানি তা কখনো হবার নয়।
কে বলেছে হবার নয় ? সময় সব ঠিক করে দেয় । মনের এই ভার সামিয়িক, ঠিক হয়ে যাবে ।
আমি সবার কথা ভাবি কিন্তু কারো একটু সময় হয় না আমার কথা শোনার। আমি সবার সব কথা শুনি কিন্তু কারো একটু সময় হয় না আমার হাসির মাঝে লুকানো কান্নাকে বুঝার। নিজের সাথে নিজের যুদ্ধে প্রতিনিয়ত হারছি- এ কেমন জীবন!
নিজের সাথে নিজের বোঝাপড়াটাই সবচেয়ে ইম্পরট্যান্ট ।
ওটা ঠিক থাকলে বাকি সব কিছুই সহজ হয়ে যায় । টেইক ইট ইজি । ইউ’ল বি ফাইন ।
২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১১:০৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঙালো কোথাও বেরিিয়ে আসুন কয়েক দিনের জন্য।কিন্তু সাথে করে নিজেকে না নেওয়াই ভালো।
২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৩
জুল ভার্ন বলেছেন: আমার পায়ে শিকল বাঁধা - নির্দিষ্ট এলাকার বাইরে যেতেও উপযুক্ত কারণ দেখিয়ে অনুমতি নিয়ে যেতে হবে।
৪| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে এই পোষ্ট টা যেন আমিই লিখেছি। একদম আমার মনে রকথা।
২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১৫
ফুয়াদের বাপ বলেছেন: জন্মের পর থেকেই ভয় শুরু হয়। সদ্য ভুমিষ্ঠ শিশু নতুন পরিবেশে ভয়ে চিৎকার করে কাঁদে। শিশু-কিশোরে পড়াশোনার ভয়। যৌবনে প্রতিষ্ঠিত-ভবিষ্যতের ভয়। শেষ দমে অসহায় হবার ভয়।
আরো আছে -
ভালোবাসা হারানোর ভয়
পাছে কিছু বলে ভয়
ব্যার্থতার ভয়
অক্ষমতার ভয়
অদৃশ্য জুজু ভয়
তবে সব ভয়ই জয় হয় যদি থাকে স্পাত কঠিন মনোবল নিয়ে ভয়ের পাথরে বারংবার কুঠাঘাত করা যায়।