নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
দুর্নীতি ও দারিদ্র্য.........
দুর্নীতি নিয়ে ইদানীং আলোচনা লেখালেখির অন্ত নেই। বিগত দেড় যুগ যাবৎ আমাদের দেশের দুর্নীতি নিয়ে পত্র-পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় লেখালেখি হয়েছে তার ফিরিস্তি বাড়িয়ে লাভ নেই।
আমাদের দেশের দুর্নীতির ক্ষেত্রগুলো প্রধানত সরকারি অফিস সংস্থায়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনক্রম আমাদের দেশে অনেকগুলো- বিশটি। সর্বনিম্ন বেতন আর সর্বোচ্চ বেতনের পার্থক্যও বিরাট রকমের-যেমনঃ একজন সচিবের মূল বেতন- লক্ষাধিক টাকা+বাড়ী ভাড়া+চিকিৎসা+উৎসব ভাতাঃ ইত্যাদি আর সর্বনিম্ন বেতন হচ্ছে মাত্র ৭০০ টাকা!
এত পার্থক্য বোধকরি কোন সভ্যদেশে নেই। এমনকি স্বল্প উন্নত দেশেও নেই। বিভিন্ন দেশে বেতনক্রম (পে-স্কেল) ৭ কিংবা ৮টি মাত্র। এক নম্বর স্কেল আর সর্বনিম্ন বেতন এর মধ্যে পার্থক্য কমিয়ে আনা সমীচীন মনে করি। কোন সচিব যদি সাকুল্যে ১,৫০০০০/- পান-(অন্যান্য সুযোগ আছে সেগুলো উল্লেখ করছি না) তাহলে একজন সর্বনিম্ন বেতনধারী এবং বেতন অন্তত ২০ হাজার টাকা হওয়া বাঞ্ছনীয়।
কেন এই দুর্নীতির মচ্ছব? একটাই কারণ লোভ-লালসা ও নীতিহীনতা। একজন লোকের একটি পরিবারে কত টাকা, কত অর্থ, কত বাড়ি, গাড়ি প্রয়োজন। যে খেতে পায় না সে চুরি করে ক্ষুধায়- কিন্তু আমাদের দেশের অবস্থা এমন কেন? যার আছে অনেক- সে আরো অনেক অনেক চায়। লালশা লোভের অন্ত নেই!
০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৪
জুল ভার্ন বলেছেন: সরকারী চাকুরিজীবীদের বেতন ১২৩% বাড়িয়েছে, সীমাহীন সুযোগ সুবিধা দিয়েছে-তারপরও দুর্ণীতি মোটেই কমেনি বরং গত ১৪ বছরে দুর্ণীতিই নীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে বাংলাদেশে গণতন্ত্র এখন ইতিহাস!
২| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: খুবি ভাল লেখেছেন তবে লোভ লালসার শেষ নেই যেদিন শেষ হবে সেদিন থেকেই একটু শান্তি পাওয়া হবে----------
০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন-সমস্যা আমাদের সীমাহীন লোভ লালসা। যতদিনে আমারা নিজেদের লোভ লালসার লাগাম টেনে ধরতে না পারবো-ততদিনে এই অবক্ষয়ের শেষ হবেনা।
৩| ০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৮
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
প্রশ্ন রেখেছেন - আমাদের দেশের অবস্থা এমন কেন ?
এই "কেন"র কোনও উত্তর নেই ...............
০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৭
জুল ভার্ন বলেছেন: রাইট। সব কেনোর উত্তর জানা থাকলে জানার অনুতস্বন্ধিতা থাকতোনা।
৪| ০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই বেতন ক্রমের মতই বৈষশ্য ও দূনীতি সারা দেশে। বেতন ক্রম কমিয়ে আনার দাবী জানাচ্ছি।
০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৯
জুল ভার্ন বলেছেন: মসনদ পোক্ত করার তেল মাখানো সংস্কৃতিতে আর ব্যাক গিয়ারে যাওয়ার সুযোগ নাই।
৫| ০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: দুর্নীতি আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। সেখানে দারিদ্র্যের কোনো ভূমিকা নেই।
০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:০০
জুল ভার্ন বলেছেন: রাস্ট্রীয় সংস্কৃতিতে দুর্ণীতিই এখন আমাদের নীতি হয়ে গিয়েছে। এর বাইরে যে ভালো থাকতে চেষ্টা করবে-সে জগত সংসারে অচল।
৬| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা দূর্নীতি বন্ধ করতে পারবে না।
০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:০১
জুল ভার্ন বলেছেন: তাঁর কাছের লোকজনের দুর্ণীতিতে তিনি অষ্টেপৃষ্ঠে বাঁধা।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবার আগে বেতনের এই বৈষম্য কমিয়ে আনতে হবে।এই জন্য আন্দোলনের বিকল্প নাই।গনতন্ত্র না থাকা প্রধান কারন এই জন্য সরকার হয়ে পড়েছে আমলা নির্ভর।