নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

আমি বৃক্ষ হতে চাই....

০২ রা নভেম্বর, ২০২১ রাত ৮:৩৯

আমি বৃক্ষ হতে চাই....

আমার অনেক কিছু হবার সাধ ছিল। এক একসময় এক একটা কিছু হতে চাইতাম। তবে সব চাইতে বেশী ইচ্ছে করতো গাছ হতে। অবশ্য সেটা নিজের ইচ্ছায় নয়, আমার ছেলে বেলার বন্ধু শৈলেন মণ্ডল এর দেখাদেখি।

শৈলেন মণ্ডল স্বাধীনতা যুদ্ধের সময় ওর বাবাকে হারায়(নিখোঁজ)। ওর বাবা ছিলেন বাগেরহাট পিসি কলেজের কেমিস্ট্রির শিক্ষক(ডেমোনেস্টেটর)। ওর বাবার মৃত্যুর পর ওর মা মানষিক অসুস্থতায় ভুগে স্বাধীনতার বছর খানিক পর পানিতে ডুবে মারা যান। শৈলেন আমার বন্ধু দেবুর দূর সম্পর্কের আত্মীয়তার সূত্রে কয়েকবছর দেবুদের বাড়িতে আশ্রিত ছিল। দেবুর বাবা শৈলেনকে নবকুমার ইনস্টিটিউট এ ভর্তি করিয়ে দেন সপ্তম শ্রেণীতে। ক্লাসের পড়ায় অমনোযোগী হলেও প্রচুর সাহিত্যের বই পড়ার নেশা ছিলো। ৭৩ সনে এসএসসি পরীক্ষা দিয়ে শৈলেন মণ্ডল ইন্ডিয়া চলে যায়, আর ফিরে আসেনি। ওর ইচ্ছে ছিলো বটবৃক্ষ হবার! কেন বটবৃক্ষ হতে চায় তা জিজ্ঞেস করিনি। তবে ওর একটা খাতায় লিখেছিলো-
'বটগাছের উপর যদি আমার বাড়ি হত তাহলে কুড়িয়ে নিতাম ভালোবাসা। যে ভালোবাসা পাইনি কোনো দিন, সেই ভালোবাসা বটবৃক্ষ থেকে খুঁজে নিতাম নিজের করে! মনের কথা আপন মনে বলতাম ওই মেঘের মতো গাছটাকে। যদি বৃষ্টি আসতো প্রবল বেগে, গাছের পাতায় লুকিয়ে থাকতাম সারাটা দিন। তারপর সন্ধ্যে হত ধীরে ধীরে গাছের ফাঁকে তারাদের রূপকথা দেখতাম।'

বটবৃক্ষ হতে পারবোনা। ইচ্ছে করছে বট বৃক্ষের নিচে শুয়ে থাকতে। তারপর ঘুম আসুক ধীরে ধীরে বহুযুগের ক্লান্তিতে! সন্ধ্যা নামুক জোনাকির আলোয় ঝিঁঝিঁর ছন্দে, মিশে থাকুক না পাওয়া ভালোবাসা এক বিন্দু শিশির হয়ে...

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: হৃদয় বিদীর্ণ করা অনুভূতি ও ভাবনার কথা ব্যক্ত করেছেন অল্প কয়েকটা লাইনে। অসম্ভব ভাল লেগেছে, হৃদয়স্পর্শী! + +

ভাবনার পার্থক্য থাকলেও, আমিও বছর পাঁচেক আগে বৃক্ষ হবো নামে এই কবিতাটি লিখেছিলাম!

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ প্রিয় অগ্রজ।

অবশ্যই আপনার বৃক্ষ হবো পড়ে মন্তব্য করবো।

২| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ৯:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ডাক ঘর নাটকের অমলের মতো অমন ইচ্ছা আমার প্রায় হতো।আবার ‘একটি বট গাছের আত্মকথা’ পড়ে বটগাছ হতেও ইচ্ছা করতো।কতো কিছু যে ইচ্ছা করতো তার কোন শেষ নাই।কিন্তু কিছুই হওয়া হলো না। পড়ে মনটা উদাস হয়ে গেলো।

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫১

জুল ভার্ন বলেছেন: আপনার মতো আমারও ডাক ঘর নাটকের অমলের মতো অমন ইচ্ছা হতো, আরও কতো কি যে হতে ইচ্ছে হতো! কিন্তু শেষ পর্যন্ত আমি যা হয়েছি-সেটা আমি হতে চাইনি।

৩| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১০:২০

কালো যাদুকর বলেছেন: খুবই সত্যি অনুভূতি ৷
মানুষ অন্য মানুষকে কষ্ট দেয়।
প্রকৃতিকে ভালবাসলে প্রকৃতি কষ্ট দেয় না।

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫২

জুল ভার্ন বলেছেন: একমত। প্রকৃতিই একমাত্র নিঃস্বার্থে দাণ করে।

৪| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখা পড়ে মনে হয় যে, আপনার ইচ্চা পুরণ হয়ে গেছে।

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৩

জুল ভার্ন বলেছেন: আমার অনেক ইচ্ছাই পুরণ হয়নি-তবু যা হয়েছে তাই নিয়ে তৃপ্ত।

৫| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদের দুটা বই আছে। সেখানে তাঁরা বৃক্ষ হয়ে যায়। বৃক্ষের সাথে মীশে যায়। একটা বইয়ের নাম দুই দুয়ারী। এবং আরেকটার নাম এই মুহুর্তে মনে করতে পারছি না। হিমুর বই। সম্ভবত বইটার নাম ''সে আসে ধীরে''।

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৪

জুল ভার্ন বলেছেন: আমিও পড়েছি কিন্তু বইয়ের নাম মনে নাই।
হুমায়ুন আহমেদের লেখার বৈশিষ্ট হচ্ছে-ঘটনাগুলো কমন কিন্তু স্মৃতিতে ক্ষণস্থায়ী।

৬| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:৩৮

অপ্‌সরা বলেছেন: বটবৃক্ষ মহীরুহ তো সব সময় ছায়াই দেবে।
ঘাস বা তৃনের কাছে ছায়াও নেই হেল্পও নেই।

শুধু পায়েই মাড়ানো যায়।
কাজেই বটবৃক্ষের কাছে থাকা বা হয়ে যাওয়fাই ভালো!

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৫

জুল ভার্ন বলেছেন: কিন্তু তৃণেরও অসাধারন সৌন্দর্য্য আছে যা বটবৃক্ষেরও নাই।

৭| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ৭:৫৪

শেরজা তপন বলেছেন: শেষের কথাগুলো মন ছুঁয়ে গেল...


আহা এমন যদি হোত

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৬

জুল ভার্ন বলেছেন: আপসোস, তেমনটা হবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.