নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

শীত আসছে.....

০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:০০

শীত আসছে.....


এখনো অবশ্য শীতের আমেজ সেভাবে টের পাওয়া যায়না। ভোরের দিকটায় হালকা কুয়াশা পড়তে শুরু করেছে মাত্র। ফ্যান চালালে ঠান্ডা অনুভূত হচ্ছে, আবার না চালালেও কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে। এমতাবস্থায় রেগুলেটরের সদ্ব্যবহার করতে হচ্ছে।

শীতে তুলোর লেপ থেকে ব্ল্যাঙ্কেটই বেশি পছন্দ আমার। আজকাল সস্তায় বাহারি ব্ল্যাঙ্কেটের দাপটে লেপের ব্যবহার প্রায় তলানিতে এসে ঠেকেছে। মনে পড়ে, ছোটবেলায় শীতের শুরুতেই ঘুরে বেড়াতো 'লেপ তোশক বানাই' ডাক দেওয়া ধুনকরের দল। হাতে তুলোর ধুনাই যন্ত্র। ডগার দিকে ক্রমশ ছুঁচলো হয়ে যাওয়া বাঁশের চকচকে একটা লাঠি থেকে ঝুলন্ত লাল কাপড়ের পুঁটলি। শৈশবে ধুনুরির সেই মিষ্টি টিংটং আওয়াজ, আর বাতাসে তুলো ভেসে বেড়ানো দেখে অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন হয়ে যেতাম। সে সবই আজ অতীত! সেই হাতে চালানো ধুনাই যন্ত্রের জায়গা আজ দখল করেছে মেশিন।

তবে অদুর ভবিষৎ, বাংলাদেশে শীতবস্ত্রের খুব একটা প্রয়োজন হবেনা। কারণ, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যেভাবে বাংলাদেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের দেশের ঋতু বৈচিত্র্যতা হারানো সময়ের ব্যাপার।

মুস্তাক আর রুস্তম, দু'ভাই। গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মাঠের এক কোনে লেপ তোশক সেলাই করছে। ওদের পূর্ব পুরুষের আদি বাড়ি ছিল বিহারের সমস্তিপুর। ১৯৪৭ সনে দেশ ভাগের আগে সব বিক্রিবাট্টা করে পাকাপাকি ভাবে পুরো পরিবার নিয়ে চলে আসে ততকালীন পূর্ব পাকিস্তানের খুলনার খালিসপুর। এখন মহম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা।

ওরা যেকোনো হাতের কাজে পারদর্শী। তবে নির্দিষ্ট কোনো পেশা নাই। একাত্তরে ওদের ভূমিকা, নাগরিকত্ব, চলাচল ও পেশায় আইনী সীমাবদ্ধতায় 'যখন যেমন, তখন তেমন' পেশায় নেমে যায় ক্ষুন্নিবৃত্তি নিবারণের প্রাণপণ চেষ্টায়.... ওদের সঙ্গে কথা বলে শুনলাম ওদের বেঁচে থাকার লড়াইয়ের গল্প...এখন ওদের কোনো দেশ নাই, কোনো এনআইডি নাই! ওরা নোম্যান্সল্যান্ডের বাসিন্দা হয়ে জেনেভা ক্যাম্প নামক নরক বন্দী!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী শীত আসতে এখনও অনেক দেরী। মাত্র চলছে কার্তিক মাস। কার্তিক মাসের আজ ১৮ তারিখ। এরপ অগ্রহায়ন। তারপর শীত আসবে। প্রায় দেড় মাস।

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১০:২৭

জুল ভার্ন বলেছেন: শীত নয়, ইতোমধ্যেই শীতের আমেজ অনুভূতি হচ্ছে।

২| ০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:০২

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই এমন একটা ছবি দিলেন যা দেখে সবাইকে স্মৃতিকাতর করে তুলতে বাধ্য। আর তাদের ডাক - " বানাই লেপ-তোষক " আসলেই বিশেষ কিছু।

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১০:২৮

জুল ভার্ন বলেছেন: এইসব ছোটছোট বিশয়গুলোর মধ্যে সৌন্দর্য্য, ভালো লাগা খুঁজে নেওয়ার সুক্ষ্ম অনুভূতি থাকতে হয়-যা সবার মধ্যে থাকেনা।

৩| ০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ আগের শীতগুলো খুব মিস করি। সেই রোদ পোহানো আগুনে হাত তাপানো। এখন গ্রামেও শীত নাই। শহরে তো নাই ই।

ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১০:৩১

জুল ভার্ন বলেছেন: খুব ছেলে বেলায় এতোই শীত পরতো যে পুকুর বিলের পানি থেকে ধোঁয়া(জলীয় বাষ্প) উঠতো!

৪| ০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: গ্রামে শীতের আবহ তৈরি হচ্ছে, ভোরের বাতাসে শিশুর দাঁতের ধার।

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৪

জুল ভার্ন বলেছেন: এক সপ্তাহ আগে আমি বরিশাল গিয়েছিলাম-তখন সেখানে শীতের আমেজ লক্ষ্য করেছি। আজ সকালেও ছাদে উঠে শীতের আবহ লক্ষ্য করেছি।

৫| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৮

ফুয়াদের বাপ বলেছেন: শীত সুরসুর করে শিরশির কনকনে শীতব বায়ু বহমানে আসছে..."লেপ-তোষক বানাইবেন" বলে দরাজ কন্ঠের সুরে মুখরিত অলিগলি।

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৫

জুল ভার্ন বলেছেন: "লেপ তোষক বানাই"- ডাক ঠিকই শোনা যাবে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে আমাদের দেশে শীত আর তেমন ভাবে আসবেনা।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০২১ ভোর ৫:৫২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এরা অনেক পরিশ্রমী - তাদেরকে নাগরিকত্ব দেয়ায় দেশেরই লাভ হবে।

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৭

জুল ভার্ন বলেছেন: "আমাদের কোনো পতাকা নাই, আমাদের কোনো এন আই ডি নাই"- এই কষ্ট একজন মানুষের জীবনের সকল যাতণা প্রকাশ করে।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি শীতকে খুব ভয় পাই।

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:০৮

জুল ভার্ন বলেছেন: আমার শীতকাল খুব প্রিয়।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শীত নয়, ইতোমধ্যেই শীতের আমেজ অনুভূতি হচ্ছে।

হ্যাঁ তা এসেছে। রাতে হু হু করে ঠান্ডা বাতাস আসে। আমি জানালা বন্ধ করে রাখি। যদি কন্যার ঠান্ডা লেগে যায়।

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:০৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.