নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ব্যাক্তি স্বাধীনতা, রাজনীতির অতীত এবং বর্তমান...
রাস্ট্রীয় ভাবে রাজনৈতিক দূর্বিত্বায়নের ফলে "আমি BNP কিম্বা জামায়াত সমর্থন করি" বলার মতো দুঃসাহস বর্তমান সময়ে কারোরই নাই। ঠ্যাংগারে বাহিনী জানতে পারলে ধন-মানতো যাবে-ই, হামলা মামলা হবেই- জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়...এমনকি দীর্ঘ দিনের বন্ধু স্বজনের সাথেও রাজনৈতিক তর্ক বিতর্কের ডামাডোলে বন্ধুচ্যুত, স্বজনচ্যুত হতে হয় হামেশাই।
BAL Vs BNP তর্ক বির্তক করার সাহস কিম্বা রুচি আমার নাই, অতএব, নিজেই নিজেকে সরিয়ে নেই। কখনো আবার ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ হতে থাকলে বাধ্যত তাদের থেকে সরে যাই। দুই তরফেই যেটা অবশিষ্ট থাকে তা হল আফসোস, দুঃখ! দিনের শেষে কোন রাজনৈতিক মত সঠিক, কোন মত জয়ী এগুলো অসার হয়ে যায়। বন্ধু হারানোর দুঃখ সেখানে জ্বলজ্বল করে।
অথচ বিগত সময়ে আমাদের বাবা চাচা, তাদের বন্ধু বান্ধবদের তুমুল তর্ক ঝগড়ার সাক্ষী। মুসলিমলীগ- আওয়ামী লীগ- জামায়াত, ন্যাপ, কমিউনিস্ট, জাসদ এর রাজনৈতিক সঠিক লাইন, ভ্রান্ত লাইন নিয়ে তুমুল বিতর্ক, ভয়ংকর ঝগড়া!
মা-চাচীরা তটস্থ- দুই পরিবারের মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় বুঝি। অথচ তর্ক বির্তক শেষে সবিস্ময়ে দেখে, যে মানুষগুলির হুংকারে পাড়ার সবাই এতক্ষণ তটস্থ ছিলেন- এখন তাদেরই পিলে চমকানো অট্টহাসিতে আসর মাতোয়ারা! মন কষাকষি একেবারেই অপ্রতুল ছিল এমন নয় কিন্তু তাতে আজকের মতো দহন ছিল না।
আর সবকিছুর মতো তর্কের চরিত্র পালটে ফেলেছে সময়। যে রাজনৈতিক দলটির আমি, আপনি বা আমরা সমর্থক তার নিন্দা আমার, আপনার এবং আমাদের ব্যক্তিগত পরাজয় হিসেবে চিহ্নিত হচ্ছে, যার প্রভাব পড়ছে সম্পর্কে, তর্ক ছুটে চলেছে অনিবার্য সংঘাতের পথে।
স্বাভাবিক নিয়মে যে যার পক্ষ নেবেনই, তার ঠিক ভুল অবশ্যই থাকবে কিন্তু প্রাজ্ঞ মানুষরা বুঝবেন না যে আসলে প্রত্যেকেরই দুশ্চিন্তা সেই সর্বনাশা শক্তিটির উত্থানের কারণে, ব্যক্তিগত অসূয়া থেকে নয়? কোনো রাজনৈতিক ভুলের কারণে, হঠকারিতার জন্যে সেই শক্তি এ দেশে ক্ষমতাসীন হয়ে গিয়েছে।
এই তর্কের সারাৎসার ধাবিত হবার কথা ছিল দেশ ও জনগণের কল্যাণে, গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে। অথচ ফল হয়েছে বিপরীত।
বর্তমানে "বিশ্বের ক্ষমতাধর" মানুষ হতে লাগে বিবেক বর্জিত দানবীয় পশুর মতো পেশীশক্তি। থাকতে হবে হিংস্রতা। প্রতিপক্ষকে ধ্বংস করতে হবে বর্বরোচিত নিষ্ঠুরতায়- তা না হলে কিসের ক্ষমতাধর!
তুমুল তর্ক শেষে আমরা পরস্পরের প্রতি পুঞ্জিভূত ক্ষোভ নিয়ে ঘুমোতে যাই। সকালে উঠে ঝগড়া একপাশে রেখে পরদিন সামনা-সামনি দেখা হলে জিজ্ঞেস করতে পারি না- "বন্ধু, কী খবর বল"?
০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:০২
জুল ভার্ন বলেছেন: বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে গত ১৫ বছরে, তার আগে এমন দুরাবস্থা ছিলো না।
২| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২
মোহামমদ কামরুজজামান বলেছেন: বলার কিছু নাই !!!
বলার ভাষা কিংবা মুখের ভাষা হারিয়ে গেছে উন্নয়নের এবং চেতনার জোয়ারে ভেসে । এখন যা আছে সবই হলো গোপনে দীর্ঘশ্বাস । কারন ???
কারন, এখন জোরে দীর্ঘশ্বাস ফেললেও কোন কোন দূর্ঘটনার ভাগীদার হবার সম্ভাবনা থাকে।
আগে, এক ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় পুরো বাংলার গ্রাম বাংলায় যেরকম উৎসবের আমেজ বিরাজ করত (আম-ছাতা-মোরগ-গরুর গাড়ী এসব মার্কার জন্য) সেগুলি এখন সোনালী অতীত । এখন সেসব মার্কাও নেই আর ভোট দেয়ারও প্রয়োজন নেই।
আর তাইতো মনে মনে বলি, " আগে কি সুন্দর দিন কাটাইতাম "।
০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:০৬
জুল ভার্ন বলেছেন: সামনে আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
মোহামমদ কামরুজজামান বলেছেন , " ...আর তাইতো মনে মনে বলি, " আগে কি সুন্দর দিন কাটাইতাম "। "
-সামনেও ভালো দিন আসছে, তালেবানরা বাংলায় আসার সম্ভাবনা আছে।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে গত ১৫ বছরে, তার আগে এমন দুরাবস্থা ছিলো না। "
-১৯৭৬ সাল থেকে ২০০৬ সাল তা'হলে ভালো ছিলো?
০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:৫৮
জুল ভার্ন বলেছেন: আমি নিরপেক্ষ নই, তাই আমার কাছে এমন প্রশ্ন করা অবান্তর। আপনার উল্লেখিত সয়য়ে আপনি যদি এই দেশে থেকে থাকেন তা তা হলে আপনার অজানা নয়। আর যদি দেশে না থাকেন তাহলে নিরপেক্ষ সিনিয়র সিটিজেনদের কাছ থেকে জেনে নিবেন।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজনীতি করার পরিবেশ নষ্ট করার ফল রাজনীতিবিদরা এক সময় বুঝতে পারবে। তখন কিছু করার থাকবে না। ক্ষমতায় যারা আছে তারাও এই অপকর্মের জন্য কঠিন মূল্য দেবে এক সময়।
০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:৫৯
জুল ভার্ন বলেছেন: ১০০% নিশ্চিত।
৬| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: দেশ খারাপের দিকে চলতে থাকে ৭৫ এর পর থেকে,চুড়ান্ত পরিনতি পায় ২০০৪ সালে।বর্তমানে যে অবস্থা এর জন্য দায়ী জনবিচ্ছিন্ন জালাও পোড়াও।
০৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫
জুল ভার্ন বলেছেন: জ্বালাও পোড়ানো অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের কেউ গত ১৫ বছর যাবত ঘরে ঘুমাতে পারেনা.....জ্বালাবে পোড়াবে কিভাবে!
৭| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৬
রাজীব নুর বলেছেন: আজ মানুষ ভোট দিতে যায় না। জগনের কোনো কিছুতেই আস্থা নেই। এজন্য দায়ী আওয়ামীলীগ।
০৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬
জুল ভার্ন বলেছেন: নিঃসন্দেহে।
৮| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: জ্বালাও পোড়াও তো হলো ১৫ বছরের মধ্যেই।গত৬/৭ বছর একটু বাদ।এই জ্বালাও পোড়াই করেই তো ঘরে ঘুমাতে পারে না।
৯| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সর্বশেষ জ্বালাও পোড়াও হয় শাপলা চত্তরে।ঢাকার প্রান কেন্দ্রে।তার পর থেকে সরকার হার্ড লাইনে চলে যায়।তার পরও সরকার একটু ছাড় দিয়ে ছিল কিন্তু হেফাজতিরা তা নষ্ট করে দেয়।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা রাজনীতি বুঝে না, রাজনৈতিক তর্কের নামে ঝগড়া হয়, সেজন্য এই অবস্হা; সর্বপোরি, বাংগালীরা লজিক্যালী তর্ক করতে জানে না, ওরা কথার পিঠে কথা বলে, নিজের কথাকে উপরে রাখতে চায় মাত্র।