নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
সবাইকে নিজ নিজ কর্মফল ভোগ করতে হবে......
বনের রাজা সিংহ তার আন্ডাবাচ্চা নিয়া রোদ পোহাচ্ছিলো! এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে দু’টা ঝাকি দিলো!
সিংহ যতোটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হইলো বেশী!
বাঁদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেংচি কেটে হাসতে হাসতে চলে গেলো!
সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বললো,
“আব্বাজান, এত্তোবড় বেয়াদবী! আর আপনি তাকে কিছুই বললেন না!”
সিংহ বললোঃ
বলার সময় এখনো ফুরিয়ে যায়নি বাছা! একটু সময় অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে!”
কয়েকদিন পর হঠাত করেই বাঁদর সিংহের সামনে পড়লো এবং এক থাবায় তাকে শেষ করে দিলো সিংহ।
সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো,
“আব্বাজান! সেদিন এতো অন্যায় করলো! কিন্ত আপনি কিছুই তাকে বললেন না! অথচ আজকে সে কিছুই করেনি! কিন্তু তাকে মেরে ফেললেন?
সিংহ জবাবে বললোঃ
“দিস ইজ পলিটিক্স মাই সান! সেদিনের পর বাঁদর ভালুকরে পাছায় লাথি মেরেছে! হাতির শুড় ধইরা দুলছে! গন্ডারের পিঠে চইড়া নাচছে! হায়নাকে সে কাতুকুতু দিয়েছে! জিরাফকে থাপ্পড় দিয়েছে! আর সবাইকেই বলছে, রাজাকেই আমি মানি না! সেখানে তুই কে?”
“সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো, ক্ষমতা দেখাইতেছি, স্বৈরাচারী এবং খুনী আমি!
আজকে একটু পর দেখবি- সবাই এসে বলবে, থ্যাংক ইউ রাজা সাহেব!”
আর মাঝে মাঝে লাই দিয়া মাথায় তুলতে হয়! যাতে শক্ত করে আছাড় দিলে বেশী ব্যথা পায় এবং আপদ শেষ হয়ে যায় একেবারে
(শোনা গল্প)
০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৯:১২
জুল ভার্ন বলেছেন: সিংহ, বাঘ, বানর, শিয়াল, গাধাদের নিয়ে গল্প ফাঁদলে কেউ ওদের যেয়ে জিজ্ঞেস করে জবাব পাবেনা- তাই ওদের নিয়ে গল্প ফাঁদা
২| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৫
জ্যাকেল বলেছেন: সেদিন দুই যমজ শিশুর কেচ্ছা নিয়ে গাজী সাহেবরা সেই লেখক'কে একেবারে গার্বেজ বলতে চাইছিলেন আর আজকে একই প্রকারের প্রশ্ন। যদি সত্য/বাস্তব জিনিস ছাড়া লেখা অবান্তরই হইত তবে শেক্সপিয়র, ঈশপ, হেমিংওয়ে, মার্ক টুয়েন ইহাদের তো অসম্মান করা হবে।
নাকি কেবল তর্কে জেতার জন্য জারিজুরি করা?
০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৪
জুল ভার্ন বলেছেন: ঈশপের গল্প না পড়লে এসব গল্পের মর্ম বুঝতে পারবেনা।
৩| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
@জ্যাকেল,
আমার পেছনে লাগা বুদ্ধিমানের কাজ নয়; নিজকে নিয়ে ব্যস্ত থাকেন।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
জ্যাকেল বলেছেন: ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৫০
চাঁদগাজী বলেছেন:
@জ্যাকেল,
আমার পেছনে লাগা বুদ্ধিমানের কাজ নয়; নিজকে নিয়ে ব্যস্ত থাকেন।
আপনি নিজেকে হনু মনে করেন, ইহা সঠিক নয়। আপনার কথার উত্তরে কেউ ট্য দ পয়েন্ট আলাপ করলে আপনার ইহা স্বাগত জানান উচিত কিন্তু আপনি মনে করেন নিজের পেছনে লাগা। খুব খারাপ।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
@জ্যাকেল ,
আপনি বলেছেন, "আপনি নিজেকে হনু মনে করেন, ইহা সঠিক নয়। আপনার কথার উত্তরে কেউ ট্য দ পয়েন্ট আলাপ করলে আপনার ইহা স্বাগত জানান উচিত কিন্তু আপনি মনে করেন নিজের পেছনে লাগা। খুব খারাপ। "
-আমি নিজকে "কিছু হনু" মনে করে ৭ বছর ব্লগিং করছি, আমার কোন অসুবিধা হয়নি। আার বিশ্বাস, আমি আপনার চেয়ে বেশী দেখেছি, বেশী জেনেছি, বেশী পোষ্ট লিখেছি। আপনার পোষ্টগুলোতে পড়ার মতো কিছু নেই।
৬| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০
জ্যাকেল বলেছেন: -আমি নিজকে "কিছু হনু" মনে করে ৭ বছর ব্লগিং করছি, আমার কোন অসুবিধা হয়নি। আার বিশ্বাস, আমি আপনার চেয়ে বেশী দেখেছি, বেশী জেনেছি, বেশী পোষ্ট লিখেছি। আপনার পোষ্টগুলোতে পড়ার মতো কিছু নেই।
আপনার একাধিক নিক ব্যান হয়াছিল, এমনকি অন্যান্য ব্লগেও আপনি লাত্থি খেতেন। শুধু সামু'তেই মত প্রকাশের স্বাধীনতার কারণে টিকিয়া আছেন। তাও আপনাকে কিছুদিন পরপরই তিরস্কার করা হই আপনার হনু স্বভাব/খারাপ আচরণ/বাকস্বাধীনতার অপব্যবহার/গালিবাজির কারণে। আপনার ইসব যদি অসুবিধা না মনে হয় তাইলে বুঝা যায় আপনার চলাফেরার পর্যাপ্ত জ্ঞান নাই। আপনার পোস্ট কমেন্ট (গল্প ছাড়া) মোটামুটি সংক্ষিপ্ত। এর কারণ আপনি নাম কামাইতে ভালবাসেন। আপনার সংখ্যা বাড়াইতে ভালবাসেন।
এছাড়া আমার পোস্টে পড়ার কিছু না থাকলে ইহাতে এসে ঢু মারার দরকার কি ছিল?
৭| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
@জ্যাকেল ,
অন্যের পোষ্টে আপনার গার্বেজ ফেলিয়েন না, কোন বক্তব্য থাকলে আমার পোষ্ট গিয়ে বলেন।
৮| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৯
নেওয়াজ আলি বলেছেন: কথা সত্য । ভালো কাজের ভালো ফল। মন্দ কাজের মন্দ ফল পেতেই হবে, চির সত্য।
০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৭
জুল ভার্ন বলেছেন: দিন বদলে গেছে, এখন ভালো কাজের ভালো ফল পাওয়া যায় না।
৯| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রত্যেকে তাদের কর্মের ফল দুনিয়াতেই হাতে হাতে পায়।যে চাকরি করে সে তার মাসের কর্ম ফল মাসের শেষে হাতে হাতে পায় যে চাকরি করে না সে বেতন পায় না।তাকে অন্য কর্ম করতে হয় ফল পাবার জন্য।
০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১০| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: সবাইকে নিজ নিজ কর্মফল ভোগ করতে হবে
মৃত্যুর আগে না পরে?
০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৯
জুল ভার্ন বলেছেন: মৃত্যুর পরে- ধর্মীয় বিশ্বাসের। আর মৃত্যুর আগে বর্তমান।
১১| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১:৫৫
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: ঈশপের গল্প না পড়লে এসব গল্পের মর্ম বুঝতে পারবেনা।
-আপনি কি ঈশপ?
০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩১
জুল ভার্ন বলেছেন: আমি ঈশপ কি না সেটা জিজ্ঞেস করতেন না যদি আপনার মাথা ভর্তি পায়খানা না থাকতো।
১২| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৭
নূর আলম হিরণ বলেছেন: আসলেই পলিটিক্স এমনি। এমন অনেক অনেক উদারন আছে।
০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩১
জুল ভার্ন বলেছেন: আলবাত।
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৭
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: আমি ঈশপ কি না সেটা জিজ্ঞেস করতেন না যদি আপনার মাথা ভর্তি পায়খানা না থাকতো।
-আমার মাথাভর্তি পায়খানা অবশ্যই নেই; তবে, আপনি ই-শপ
০৩ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২০
জুল ভার্ন বলেছেন: আপনি এত্তো প্যাচাইতে পারেন! আসলে আপনি মানুসিক অসুস্থ। আপনি নিজের চিকিৎসা করান। না হলে আপনাকে সোস্যাল মিডিয়ার অভিশাপ বলবে, সাপ বললেও ভুল বলা হবে না।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
সিংহ, বাঘ, বানর, শিয়াল, গাধাদের দিয়ে কেন গল্প সাজানো হয়? ওরা কথা বলে না, ওদের বিচার/বুদ্ধি মানুষের মতো নয়, ওদের জীবন নিয়ে রূপকথা লিখলে তা মানব জীবনের সাথে মিলবে কেন?