নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

আজ আরও একটা গল্প বলি........

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৭

আজ আরও একটা গল্প বলি........

মহিষ চুরি করতে নাকি ৩ জন লাগে।

১ম চোর; মহিষের গলার ঘন্টা খুলে বাজাতে বাজাতে গ্রামের উত্তর দিকে রওনা হয়।

২য় চোর; মহিষ নিয়ে গ্রামের দক্ষিন দিকে হাটতে থাকে।

তৃতীয় চোর; ভাল মানুষ সেজে গ্রামের মানুষের সাথে মিশে যায়। ভাল মানুষ সাজা ৩য় চোর গ্রামের মানুষ কে পরামর্শ দেয়, ঘন্টার শব্দ যেদিক থেকে আসছে মহিষ সেই দিকেই গেছে। বাজনা প্রিয় গ্রামবাসী ঘন্টার শব্দের দিকেই হাটতে থাকে। ঘন্টা নিয়ে যাওয়া ১ম চোর নিরাপদ দুরত্বে গিয়ে ঘন্টা ফেলে দিয়ে অন্ধকারে মিশে যায়। গ্রামবাসী ঘন্টা খুঁজে পেয়ে ঘন্টা নিয়েই মশগুল থাকে। ২য় চোর মহিষ নিয়ে নিরাপদে চলে যায়। আর ভদ্র মানুষরুপী ৩য় চোর কে কিছুক্ষন পর খুঁজে পাওয়া যায় না।

দেশের যে কোন ইস্যুতে আমাদের মিডিয়া প্রথমে ঘন্টা বাজিয়ে বাজিয়ে একদিকে যেতে যেতে হঠাৎ মিলিয়ে যায়। আর সুশীল সমাজের পরামর্শে দেশবাসী ঘন্টার শব্দের দিকেই হাটতে থাকে। আর এদিকে ঘটনার মূল নায়ক ঘটনা ঘটিয়ে নিরাপদে প্রস্থান করে। মিডিয়া এক সময় থেমে যায়, তখন আমজনতা কুড়িয়ে পাওয়া ঘন্টা বাজাতে থাকে.......


(শোনা গল্প)

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: কঠিন বাস্তবতায় চরম উপমা! অসাধারণ!!!

০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৮

নেওয়াজ আলি বলেছেন: আমজনতা কুড়িয়ে-পাওয়া ঘন্টা বাজাতে বাজাতে ঘুমিয়ে ( ভুলে ) যায়।

০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২০

জুল ভার্ন বলেছেন: আর কোনো পথ নাই।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩২

জটিল ভাই বলেছেন:
হুম। আমিও শুনেছি।

০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: যথার্থই বলেছেন।

০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: এই গল্পটা আগে সম্ভবত আমি শুনেছি। খুব চেনা চেনা লাগছে।

০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৩

জুল ভার্ন বলেছেন: সম্প্রতি একজন রাজনীতিবিদ বলেছিলেন যা সোস্যাল মিডিয়ায় ব্যপক ভাবে প্রচারিত হয়েছে।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৯

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন ,




ওয়াও ............ দারুন ব্যঙ্গ ও বাস্তবের রঙ্গ।
আমজনতা কুড়িয়ে-পাওয়া ঘন্টা বাজাতে থাকে আর আমাদের রাজনীতিবিদরা তাদের হাতে ললিপপ ধরিয়ে দেয় চোষার জন্যে.............. B-)

০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৫

জুল ভার্ন বলেছেন: জীবনের মায়া সবারই আছে তাই কেউ টু শব্দটা করছেনা।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এতো দিনেও যাদের হুস হয় নাই ,তাদের প্রত্যেকেই গলায় ঘন্টা বেঘে দেয়া দরকার।তবে যদি হুস হয়।

০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৬

জুল ভার্ন বলেছেন: কিসের হুশ! হামলা মামলা, গুম খুনের ভয়ে সবাই বেহুশ!

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: গ্রামবাসী সচেতন এবং বুদ্ধিমান হলে ৩ চোরকে প্রতিহত করা সম্ভব। কিন্তু সমস্যা হোল গ্রামবাসীদের অনেকে ভাবে আমার মহিষ তো চুরি হয় নাই তাই আমি চুপ থাকি।

বুদ্ধি থাকলে চোরগুলিকে হয়ত থামাতে পারত কিন্তু সমস্যা হচ্ছে চোরগুলির সাহস বাড়তে বাড়তে এখন ডাকাত হয়ে গেছে। তাই গ্রামবাসী এখন ভয়ে 'চাচা আপন প্রাণ বাঁচা' পদ্ধতি অবলম্বন করা শুরু করেছে।

০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৪

জুল ভার্ন বলেছেন: হামলা মামলা গুম খুনের ভয়ে সবাই ভীত।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভীত আর হেহুশদের দিয়ে কোন দিন কিছু হয় নাই ভবিষ্যতেও কিছু হবে না।তাদের গলায় ঘন্টা বেঁধেই ঘোরা ভাল।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এই গল্পে নগদে একটা + দিলাম দাদা।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩১

জ্যাকেল বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.