নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
একটা শোনা গল্প.....
পিতা আর জোয়ান ছেলে যাচ্ছিল কোথাও। পথিমধ্যে পূর্বশত্রুতার জের ধরে জনৈক ব্যক্তি পিতাকে ধরে আচ্ছামত ধোলাই দিচ্ছিল। পায়ের জুতা দিয়ে পেটাচ্ছিল বেচারাকে। জোয়ান ছেলে অবস্থা বেগতিক দেখে দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে চলে আসল বাড়িতে।
কী হয়েছে রে তোর? বাড়ির লোকদের জিজ্ঞাসা।
মানীর মান আল্লাহ রাখছে। রাস্তায় আব্বারে ধইরা একজন জুতা দিয়া পেটাচ্ছে। আমাকে ধরতে পারে নি। এক দৌড়ে বাড়িতে চলে আসলাম। আল্লাহ সম্মান রাখছে।—ছেলের জবাব।
মুরাদের মতো নেতারা সেই হতভাগা বাবার বুদ্ধিপ্রতিবন্ধী ছেলের মতো। এই দেশ ও দেশের সাধারণ জনগণ হচ্ছে সেই অভাগা বাবার মতো। মুরাদের মতো লোকেরা না বুঝে অপমান, না আছে এদের আত্মসম্মান। এরা লজ্জায় মুখ ঢাকে না। মুখ ঢাকে জনরোষ থেকে বাঁচতে।
এরা ঐ জোয়ান ছেলের মতো দৌড়াতে দৌড়াতে পৌঁছে যাবে সেকেন্ড হোম কানাডায়। সেখানে পৌঁছে হাঁপিয়ে হাঁপিয়ে বলবে, মানীর মান আল্লাহই রাখছে। আমাকে ধরতে পারে নাই। হাঃ হাঃ হাঃ।
ল্যাংটার কাছে শরমের সংজ্ঞা যারা জানতে চায় তারাই বেকুব।
আর একটা কথা, ম্যারিকা যদি ভাবে ওরা নিষেধাজ্ঞা দিলেই আমরা 'উন্নয়নযজ্ঞ' থেকে সরে যাবো- তাহলে মস্ত বড়ো ভুল করছে!
শুভ সকাল।
১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১২
জুল ভার্ন বলেছেন: গল্পের সাথে বাস্তব না মিললেইতো গল্প নাম স্বার্থক হয়!
আর একটা কথা, সবকিছু ব্যক্তির সাথে মিলাবেননা।
২| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৪৭
বিটপি বলেছেন: মুরাদ কি অপরাধ করেছে, যার জন্য তার বিচার হতে পারে বলে আপনি মনে করছেন? খালেদার পরিবার নিয়ে কটু কথা বলা কি অপরাধ? তথ্য মন্ত্রী হয়ে একজন নায়িকাকে গালাগাল দেওয়া কি অপরাধ? ধর্ষনের হুমকি দেয়া কি অপরাধ? বনানী হোটেলে প্রকাশ্যে গণধর্ষণ করেও আসামী খালাস পেয়ে যায়, আর কেউ 'দুষ্টুমি' করে নায়িকারে হুমকি দিলেই তাঁর সাজা হবে বলে মনে করেন?
১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৩
জুল ভার্ন বলেছেন: আমার মনে করা না করায় কারোর কিছুই আসে যায়না।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৫৪
সাজিদ! বলেছেন: মুরাদের অতীত নিয়ে অনেকেই মুখ খুলছে এখন। ওর উপর মানুষ এমন আগ্রহী এমন রাগান্বিত যে কোনদিন ঢাকার রাস্তায় বোট ক্লাবের দেহরক্ষী ছাড়া যদি হাঁটে নিশ্চিত পাবলিকের হাতে কিল ঘুষি হবে। কানাডায় পালিয়ে যাওয়া প্রমাণ করলো যে সে আসলেই দোষী, আরও বড় বড় অপরাধের সাথে যুক্ত ছিল।
১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৫
জুল ভার্ন বলেছেন: শেষ খবরঃ কানাডা ইমিগ্রেশন মুরাদকে ঢুকতে দেয়নি!
৪| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৬
জুল ভার্ন বলেছেন: মোঃ আয়ান মিয়া আপনার মন্তব্য ডিলিট করে দিয়েছি।
৫| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানি লোকের মান দাঁত ফেলে দিলেও যায় না।
১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০১
জুল ভার্ন বলেছেন: একদম তাই।
৬| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: গল্পের সাথে বাস্তব না মিললেইতো গল্প নাম স্বার্থক হয়!
-গল্প অনেক শুনেছেন, বুঝেছেন বলে মনে হচ্ছে না।
১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৩
জুল ভার্ন বলেছেন: আমার বোঝার দরকার নাই। আপনার মনে হবার কোনো কারন নাই। কারণ, আপনি হলেন একমাত্র বুঝদার পণ্ডিত!
৭| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানি লোকের মান দাঁত ফেলে দিলেও যায় না।
৮| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: পৃথিবী বেঁচে থাকলে এক সময় কিছু একটা হবে বিশ্বাস রাখি-------------
১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩১
জুল ভার্ন বলেছেন: আশা নিয়েই ভবিষ্যত।
৯| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: আসল কথা মন্দ লোক দুনিয়ার কোথাও গেলেও শান্তি পাবে না।
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫১
জুল ভার্ন বলেছেন: এখন অবশ্য গণেশ উল্টো। এখন খারাপ লোকেরাই শানশওকত বজায় রেখে চলে আর ভালো মানুষের পদেপদে ভোগান্তি!
১০| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর উপর রাগবেন না। তাকে বুঝতে চেষ্টা করুণ।
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৪
জুল ভার্ন বলেছেন: আমি তার উপর কিম্বা অন্য কারোর উপর রাগী না। চাঁদগাজী ভাইকেও সম্মান করি। তবে তিনি অহেতুক খোঁচায়ে কাউকে আহত করেন- সেটা অমানবিক। মুরব্বি হিসেবে ওনার উচিৎ সকলের প্রতি স্নেহশীল হয়ে নিজের সম্মান বজায় রাখা।
১১| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:০০
নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ রহম করেছে অডিও বাহির হয়েছে, ভিডিও বাহির হয়নি। এমন আরো অনেক আছে ভিতরে ভিতরে
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৫
জুল ভার্ন বলেছেন: ওরা ৯০% মুরাদ.......
১২| ১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৪
অপু তানভীর বলেছেন: কথায় আছে মানি লোকের মান জুতা দিয়া পিডাইলেও যায় না । যাইবো না কোন ভাবে !
১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫১
জুল ভার্ন বলেছেন: একজন আমাকে প্রশ্ন করেছিলেন, "ভি আই পি বলতে আপনি কি বুঝেন, দেশের ভি আই পি দের ব্যাপারে আপনার মতামত কি"?
আমার উত্তর ছিল খুবই স্পষ্ট ও স্বচ্ছ.....
'যারা আমার আত্নসম্মানের প্রতি শ্রদ্ধাশীল, যারা আমাকে নির্মোহ ভালবাসে, যারা আমার প্রয়োজনে কাজে আসে আর তিনি যদি মিসকিনও হয়ে থাকেন তাহলে তিনিই হলেন আমার নিকট আসল ভি আই পি! এর চেয়ে ভাল কোন সংজ্ঞা আমার জানা নাই।'
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
জনগণ ও দেশ মুরাদের বাবা হচ্ছে কিভাবে? জনগণ ও দেশের আইন থেকে প্রাণ বাঁচাতেই তো অপরাধী মুরাদ( আপনার মতে বুদ্ধিপ্রতিবন্দী ) পালিয়ে গেলো; আপনার শোনা গল্পের সাথে কিভাবে মিলালেন?