নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

Disgusting! Amazing!! Amusing!!!

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৩

Disgusting! Amazing!! Amusing!!!

আমাদের প্রিয় ভার্সুয়াল জগত সামু, মানে সামহোয়্যারইন ব্লগ আমাদের সৃজনশীলতা প্রকাশের অন্যতম একটি সাইট। কিন্তু ইদানীং সামুতে লগইন করার সাথে সাথে একটা বিকৃত রুচির এই ছবি ভেসে আসে -যা সারাদিনের জন্য একটা মানষিক প্যাড়া বৈ অন্যকিছু নয়!

আমরা সবাই জানি, সামু ব্লগ একটি অলাভজনক ব্লগ সাইট। যা চালু রাখতে বিজ্ঞাপনের বিকল্প নাই। তবুও আমাদের প্রত্যাশা, এমন কোনো বিজ্ঞাপণ প্রচার না করতে-যা দেখলে মন মেজাজ গুলিয়ে যায়!

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: আপনার সাথে একমত হিজিবিজি সব------রাগ ধরে যায়

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২১

আরইউ বলেছেন:


আপনি কি cache ক্লিয়ার করে দেখেছেন?
সবচেয়ে ভালো হয় আপনি যদি প্রাইভেসি অরিয়েন্টেড কোন ব্রাউজার ব্যবহার করেন। ব্রেভ ব্যবহার করে দেখতে পারেন; ব্রাউজারে বিল্ট-ইন ব্লকার থাকায় ইউটিউবের বিরক্তিকর এডও দেখতে হবে না!

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৬

জুল ভার্ন বলেছেন: ভাই, সোস্যাল মিডিয়ায় থাকি ঘরের বাইরের নজর এড়িয়ে......! তার উপর আমার টেকনিক্যান নো হাউ ১০০ তে ২ পাওয়ার যোগ্য। তাই সব ঝামেলা নিরবে সহ্য করার বিকল্প নাই। তারপরও অন্যের সহায়তায় আপনার এডভাইস অনুযায়ী সমস্যার সমাধান করতে চেষ্টা করবো।

৩| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৯

আরইউ বলেছেন:



হা হা হা। কোন সমস্যা নেই, জুল ভার্ন। ব্রেভ ডাউনলোড করে ইনস্টল করে নিন। সব সমস্যার সমাধান হয়ে যাবে!
ভালো থাকুন।

১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৫

নতুন বলেছেন: B-)) ভাই তারাড়াতি এই পোস্ট সরান।

এই এড দেখার পেছনে সামুর কোন দোষ নাই। আপনার পছন্দ অনুযায়ী এই এড গুগুল দেখাচ্ছে।

আপনার পিসি বা মোবাইলে এই রকমের কোন সাইটে কেউ ঢুকছে তাই অন্তরজামি গুগুল মামা এই এড দেখাইতেছে।

সবার পছন্দ অনুযায়ী গুগুল এড দেখায়। সামুর কোন দোষ এতে নাই। ;)

১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪০

জুল ভার্ন বলেছেন: আমি কখনওই অমন অরুচিকর ছবি কিম্বা বিজ্ঞাপনে ক্লিক করিনা। আমি ছাড়া অন্য কেউ কেউ আমার পিসি/ ল্যাপটপ /ফোন টাচ করেনা।

৫| ১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৭

নতুন বলেছেন: Why you're seeing an ad
Click This Link

১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪১

জুল ভার্ন বলেছেন: স্যরি, কারোর দেয়া লিংকেও ক্লিক করিনা।

৬| ১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৮

শায়মা বলেছেন: আমার পিসিতে বা সামুতে এমন কোনো কিছু কখনও দেখিনা।

আমার অবশ্য এড ব্লকার দেওয়া আছে এই কারনেই হয়ত।


নো সমস্যা ইন মাই সামু। :)

১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২

জুল ভার্ন বলেছেন: আমার কপাল খারাপ!

৭| ১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২০

বিটপি বলেছেন: @নতুন, এ ধরণের এড আমারও পছন্দ নয়। আমি কখনও মেয়েদের পাছা দেখতে নেট সার্চ করিনা। কিন্তু উপরের এডটি আমিও দেখতে পেয়েছি - তাও একজন ব্লগার তার পরিবারকে নিয়ে লিখেছেন - এরকম একটা ব্লগের ঠিক শিরোনামের নীচে। কেমন লাগে বলুন তো?

১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

জুল ভার্ন বলেছেন: আমার অভিজ্ঞতা ঠিক আপনার মতো। বিনা দোষে দোষী হলাম!

৮| ১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৭

নতুন বলেছেন: @বিটপি ভাই ওয়েবসাইটে গুগুল থেকে বিঙ্গাপন দেখানোর স্থান ভাড়া দেওয়া হয়। ভিজিটর যতবার দেখে তার হিসেবে গুগুল ঐ সাইটকে টাকা দেয়।

এখন আপনি কি কি অনলাইনে দেখেন তার উপরে ভিক্তি করে গুগুল আপনাকে বিঙ্গাপন দেখায়।

তার মানে হইলো আপনি যেই বিজ্ঞাপন দেখছেন তার কারন আপনার অতীতের ওয়াবসাইট দেখা, বা এই নিয়ে আলোচনা বা অন্য কিছু যেটা থেকে গুগুলের এলগারিদম আপনাকে ঐ বিজ্ঞাপন দেখাচ্ছে।

যখন এমন কোন বিজ্ঞাপন আপনার সামনে আসবে তখন সেটার পাশে ক্লিক করে সেটা আপনার পছন্দ নয় বা আপনার জন্য প্রযজ্য নয় এমনটা বলে দেবেন তখন ওরা এইগুলি ঠিক করে নেবে।

৯| ১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪১

নতুন বলেছেন: উপরের এডটা অনলাইন গেমের, হয়তো ব্যবহার কারীর বয়স অথবা অন্য কোন সুত্র ধরে গুগুল এই বিজ্ঞাপন দেখাচ্ছে।

এড ব্লক করবেন না তাহলে সামুর বিজ্ঞাপনের আয় হারাবে।

কিন্তু ঐ এডের কোনার বোতামে ক্লিক করে আপনার পছন্দ বলুন তবে তারা ঠিক করে দেবে পরে।

১০| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি কর্তৃপক্ষ একটা কিছু ব্যবস্থা নেবে।

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৪

জুল ভার্ন বলেছেন: আপনার মতো আমারও একই প্রত্যাশা।

১১| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০২

কলাবাগান১ বলেছেন: @সাড়ে চুয়াত্তর,
কোন কৃর্তপক্ষের কাছে আপনি ব্যবস্হা নেওয়ার কথা বলছেন? এখানে তো সামুর কোন রোল নাই। ব্লগার যেই সব ওয়েবসাইটে ভিজিট করে, তার উপর ভিত্তি করে গুগুল ই এমন সব এড দেখায় সেই ব্লগার কে, সেখানে সামুর তো কোন রোল নাই। এমন পোস্ট দিয়ে নিজেকে উন্মোচিত করেছেন অনেক ব্লগার ই তাদের পছন্দের ওয়েবসাইট ভিজিট এর

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৭

জুল ভার্ন বলেছেন: আমার উন্মোচিত বিষয়টা আপনার ভাল না লাগলে এড়িয়ে যাবেন। ধন্যবাদ।

১২| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:০৮

সাসুম বলেছেন: ১। গুগুল ক্রোম স্টোর থেকে এডব্লকার ইউজ করেন। আমি প্রিমিয়াম এড ব্লকার ইউজ করি, ইউটিউবেও আমি এড দেখিনা একদম। বছরে ১১০ ডলার এর মত যায়। ফ্রি তেও পাওয়া যায় অনেক। ইউব্লক অরজিন নামে একটা ফ্রি ব্লকার পাওয়া যায়। বেশ কাজের।

২। সামু গুগুলের কাছে স্পেস ভাড়া দেয়। গুগুল আইপি ইউজেস ট্রাকিং করে সে অনুযায়ী এড দেখায়। আপনি এই ধরনের এড দেখতে না চাইলে এডের মাথায় ক্রস আছে। সেখানে ক্লিক করে তাদের কে জানাতে পারেন আপনি এই এড দেখতে চান না।

৩। আপনার আইপি থেকে যেমন সার্চ বা ওয়েবসাইট এ ঢুকা হবে সেটা গুগুলের ক্রলিং বট ট্রাক করে এবং সেটা অনুযায়ী আপনার প্রিফারেন্স সাজায় এড দেখানোর জন্য।

৪। এখানে সামুর কিছু করার নাই, তাদের কোন হাত নাই ইভেন কারো কিছু করার নাই। পুরাটাই অটোমেটিক এবং সেটা ইউজার সেন্ট্রিক।

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৬

জুল ভার্ন বলেছেন: ইন্টারনেট বিল বাদে বিনে পয়সায় ব্লগিং করি তার উপর ১১০ ডলার ব্যয় করার চাইতে বিজ্ঞাপনের যন্ত্রণা সহ্য করাই শ্রেয় :)

১৩| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৪

বিটপি বলেছেন: এত এত জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ কোন কাজে দিচ্ছেনা। আজকে পাছা দেখানো মেয়েটির নোংরা ছবি আবার দেখতে হল এর আশেপাশে কোন ক্রস চিহ্ন আছে কিনা খুঁজে দেখতে। আমি এরকম কিছু পাইনি। এই ছবি যদি আরেকদিন দেখা যায়, তাহলে আমি এডব্লক করে দেব - সামুর ইনকাম থাকুক না না থাকুক - কিছু এসে যায়না। আমি আর অস্বস্তিতে পড়তে চাইনা।

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৭

জুল ভার্ন বলেছেন: আপনার সাথে একমত।

১৪| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিরক্তিকর কি মোবাইলে কি কম্পিউটারে ব্লগে ঢুকলেই এই বিশ্রী ছবিটা হাজির।

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৮

জুল ভার্ন বলেছেন: যাক, আমি একাই এই পরিস্থিতির শিকার নই।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: এরকম বিজ্ঞান আগেও অনেকবার এসেছে। যা বিব্রতকর।

১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৯

জুল ভার্ন বলেছেন: কিন্তু কয়েকজন বিজ্ঞ পণ্ডিত ব্লগার ইনডাইরেক্ট বলতে চেয়েছেন- 'এই ধরনের ছবিতে লাইক দিলে কিম্বা সার্চ দিলে এইসব নোংরা ছবি টাইম লাইনে দেখায়'!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.