নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কাপুরুষের দল.....
* "ওরা" অ্যরিস্টটলকে খুন করতে চেয়েছিল, "ওরা" রামমোহনকে বয়কট করেছিল, "ওরা" আইনস্টাইনকে দেশছাড়া করেছিল- কারণ, ওরা সত্যকে ভয় পায়।
* "ওরা" গ্যালিলিওকে হত্যা করতে চেয়েছিল, কারণ, গ্যালিলিও সত্য কথা বলেছিলো।
* "ওরা" মাস্টারদার হাতের নখগুলো উপড়ে ফেলেছিল, কারণ, ওই নখের ধারালো আঁচড় "ওরা" সহ্য করতে পারেনি।
* আসফাক উল্লা, ভগৎ সিং, ক্ষুদিরাম..... "ওদের" খুনের তালিকা দীর্ঘ থেকে হয়েছিল দীর্ঘতর।
* চে গুয়েভারা-র দৃঢ়তা "ওদের" নিশ্চিন্ত হতে দেয়নি। আট আটটা বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া শরীরটাকেও "ওরা" ভয় পেতে বাধ্য হয়েছিল।
* লোরকার লেখা "ওরা" পড়তে পারেনি, "ওরা" ভয় পেয়েছিল।
* "ওরা" বাতিল করতে চেয়েছিল "বিদ্রোহী", "পথের দাবী", "লিটল রেড বুক"।
* নাজিম হিকমতের আওয়াজকে "ওরা" ভয় পেয়েছিলl
যে কোন, সত্য, নির্ভীক, সুতীক্ষ্ণ আওয়াজকেই "ওরা" ভয় পায়।
* "ওরা" জিয়াকে হত্যা করল, কারন জিয়ার শ্রেষ্ঠত্বকে ওরা ভয় পেয়েছিল।
* "ওরা" ম্যাডাম জিয়াকেওরা ভয় পেয়েছিল তাই মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছে।
* "ওরা" জনি- নুরুকে খুন করেছিল, ইলিয়াস আলীকে গুম করেছিলো কারণ, ওরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল।
* "ওরা" আমাদের ইলেক্ট্রিক শক দিয়েছিল, হাতের পায়ের নখ তুলে ফেলেছিলো, পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে পেটাতো, বন্দী অবস্থায়ও চোখ বেঁধে-হাতে হ্যান্ড কাফ লাগিয়ে রাখতো। কারণ, আমাদের দেশপ্রেমে ওরা ভয় পায়।
* "ওরা" ভয় পায় শাপলা চত্ত্বরকে, ভয়পায় ছাত্র জনতাকে, ভয়পায় পলটন- গুলশান অফিসকে....তাই "ওরা", মুক্তিযোদ্ধাকে জেলে ভরতে চায়।
* "ওরা" বরাবর ভয় পায় প্রশ্ন শুনতে, "ওরা" বরাবর ভয় পায় সত্য শুনতে।
* "ওরা" এখন সুফি সংগীত কাওয়ালীকেও ভয় পায়- কারণ ওরা জনবিচ্ছিন্ন! ওরা এদেশে শিকড়হীন।
** "ওরা" সেদিনও ভয় পেয়েছিল, "ওরা" আজকেও ভয় পাচ্ছে, "ওরা" আগামী কালকেও ভয় পাবে। কারণ, ওরা অবৈধ।
১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০২
জুল ভার্ন বলেছেন: আরও তালিকা বর্ধিত করা যেতে পারে। কারন, সকল খারাপ কাজ নিন্দনীয়।
২| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওরা ভয় পেতেই থাকবে অনন্তকাল।
১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৩
জুল ভার্ন বলেছেন: যতদিন না জনগনের সাথী হতে পারবে।
৩| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: পরিবর্তন কিছুতেই আটকে রাখা যায় না । সেটা সময় হলে সেটা আসবেই । কোন আত্মত্যাগ ই বিফল যায় না । সব নির্যাতনের প্রতিশোধ নেয় প্রকৃতি নিষ্ঠুর ভাবে ।
১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৬
জুল ভার্ন বলেছেন: সেই সত্যকে আমরা ক্ষমতার দাপটে স্বীকার করতে চাইনা।
৪| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আজ একটা ব্যাতিক্রমী লেখা পড়লাম। ++++
১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ কবি।
৫| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: কি লেখেছেন দাদা আমি ত ভয় পাচ্ছি
এত ভয় পেলে কেমন চলবে লাল স্যালুট জানাই
১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫২
জুল ভার্ন বলেছেন: আল্লাহ ভরসা। যারা খারাপ কাজ করে-তাদের আঁতে ঘাঁ লাগবে এবং তারা তাদের হিংস্রতা প্রদর্শন করবে।
৬| ১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৯
ফারহানা শারমিন বলেছেন: সত্য সুন্দর! মিথ্যার সে সুন্দর দেখার ক্ষমতা নেই। সে শুধু ভয় পায়।
১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৭
জুল ভার্ন বলেছেন: বেইজলেস যারা তারা নিজের ছায়া দেখেও ভয় পায়।
৭| ১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪
বিটপি বলেছেন: এরিস্টোটলকে কেউ খুন করতে চায়নি। কারণ এরিস্টোটোল স্বাধীন ছিলেন না। তিনি গ্রীক মেসেডোনিয়ার পেইড বুদ্ধিজীবি ছিলেন।
ম্যাডাম জিয়াকে ভয় পাবার কিছু ছিলনা । কারো কিছু করে ফেলার মত ক্ষমতা ওনার কোনদিনই ছিলনা।
জিয়াকে খুন করেছিল বিকজ হই মেইড পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান্স।
১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৮
জুল ভার্ন বলেছেন: আপনি আপনার দৃষ্টিতে দেখেছেন। ধন্যবাদ।
৮| ১৩ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: সত্য বরাবরই সুন্দর, তবে ক্ষেত্র বিশেষ সত্য বিপদজনক ও বটে।
তবে, দাদা ফাটিয়ে দিয়েছেন - তার জন্য +++।
১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৯| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২৮
কুশন বলেছেন:
কে কি বলেছেন, ব্লগারেরা জানেন; কোন দরকারী বিষয়ে আপনার নিজস্ব কোন বক্তব্য আছে?
১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫১
জুল ভার্ন বলেছেন: আপনার মতো সবাই নিশ্চয়ই পণ্ডিত না তাই কে কি বলেছেন সেটাই বললাম। আপনি আপনার কথা বলতে পারতেন।
১০| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৭
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: পড়াশুনার জায়গায় কাওয়ালী না এসে বি টি এস আসলেই তো চেটতেন্না
১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫২
জুল ভার্ন বলেছেন: আন্নে চেটেন্নায়তো?
১১| ১৪ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:০০
সোবুজ বলেছেন: প্রথম দিকটা উত্তম পরের দিকটা খেলো।লেখার মানটাই নষ্ট করে ফেলেছে।আপনার অনেক লেখাই প্রচার ধর্মী।
১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৪
জুল ভার্ন বলেছেন: ওরে সোবুজ, ওরে অবুঝ; প্রচারে দোষ নাই, অপপ্রচারে দোষ।
১২| ১৪ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ওরা চিরকাল জঘণ্য লোক। তবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজন ছাড়া। কারণ তারা জাতির শ্রেষ্ঠসন্তানদের পক্ষের লোক।
১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৫
জুল ভার্ন বলেছেন: গুন্ডা সন্ত্রাসীরা যার পক্ষে যাবে তাদেরই কলুষিত করবে।
১৩| ১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: স্টার মার্ক আর ঊর্ধ্বরন চিহ্নের এলোমেলো ব্যবহারের কারণে লেখাটা বাজে লাগছে। সাধারণ কবিতার মতো রাখলে দেখতে সুন্দর লাগত।
১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪০
কলাবাগান১ বলেছেন: ওরা ভয় পায় কেননা 'এরা' জামাতি-রাজাকার দের দোসর
ওরা ভয় পায় কেননা এরা ৬৪ জেলায় একসাথে বোমা মেরে মানুষ খুন করে
ওরা ভয় পায় কেননা এর গ্রেনেড মেরে একসাথে ৩০-৪০ জন মানুষকে খুন করে
ওরা ভয় পায় কেননা এরা পাকিদের সাথে হাত মিলিয়ে, জাতির জনক এর সমস্ত পরিবারকে খুন করেছিল
ওরা ভয় পায় কেননা এরা জাফর ইকবাল দের গায়ে চাপাতি আর 'কলম' দিয়ে হামলা করে
ওরা ভয় পায় কেননা এরা নাংগা তলোয়ার এর ভয় দেখায়
আর বললাম না কেননা এদেরকে ভয় পাই কি কলমে কি চাপাতিতে