নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন:
তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোন বুদ্ধিও থাকবেনা।তোকে আয়ু দিলাম ৫০ বছর।
গাধা: সে কি! এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা। দয়া করে আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন।
সৃষ্টিকর্তা: যা, তোকে তাই দিলাম।
সৃষ্টিকর্তা এরপর কুকুরকে বললেন: তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তুই মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর। শুনে, কুকুর সৃষ্টিকর্তাকে বললো দয়া করে একটু শর্ট করে আমার আয়ু ১৫ বছর করে দিন। আমি এতদিন বাঁচতে চাইনা।
সৃষ্টিকর্তা: কুকুরের আর্জি রক্ষা করলেন।
সৃষ্টিকর্তা এরপর বানরকে বললেন: হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া। আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম ২০ বছর। সে ও আবেগে কেঁদে সৃষ্টিকর্তাকে বললো দিবেনই যখন ১০ বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব?
সৃষ্টিকর্তা: রাজি হয়ে গেলেন।
সৃষ্টিকর্তা এইবার পুরুষকে বললেন: তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ুও হবে ২০ বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল। কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র ২০ বছর! সে করজোরে প্রভুকে বললো, প্রভু আপনি আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর, কুকুরের ফেরত দেওয়া ১৫ বছর এবং সবশেষে বানরের ফেরত দেওয়া ১০ বছর আমাকে দিয়ে দেন।
সৃষ্টিকর্তা বললেন: নিজের ভালো পাগলেও বোঝে, তুমি যখন বুঝলেনা। যাও, তোমাকেও দিয়ে দিলাম।
সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে ২০বছর, পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে এবং বাকি পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়েপরে বেঁচে থাকে কুকুরের মতো। আর তার পরের ১০ বছর বানরের মত, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘুরে আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব।
(বহুল প্রচলিত ঈশপের গল্পের আংশিক পরিবর্তন করে পূণঃপ্রচার)
১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৭
জুল ভার্ন বলেছেন: কন্যার জন্য শুভাশিস।
২| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: কন্যা দুটা বই পেয়েছে। আরেকটার নাম বাক্স রহস্য। সত্যজিৎ রায়ের।
১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৮
জুল ভার্ন বলেছেন: ডাবল অভিনন্দন।
৩| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, কন্যা গত বছর ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম হয়েছিলো।
১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৯
জুল ভার্ন বলেছেন: এটাইতো হবার কথা। কারণ, কন্যার নানা বাড়ি বরিশাল।
৪| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গল্পটা সত্যি মিলে গেছে
মানুষের জীবনের সাথে।
আমিও গল্পটা ছোট বেলায়
পড়েছি। তবুও ভালো লাগছে।
১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: এটি পড়েছি কিছুদিন আগে।
১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২১
জুল ভার্ন বলেছেন: আমিও বছর আগে লিখেছিলাম। ধন্যবাদ।
৬| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৯
জ্যাকেল বলেছেন:
ভাইসাহেব, এটা আবুল হায়াত সাহেবের মুখে একদম বাস্তব লেগেছিল। আপনার লেখাও ঠিক আছে, যারা জানে না; তাদের জন্য বেস্ট হইবে।
১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭| ১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৮
মিরোরডডল বলেছেন:
এটা গল্পটা অনেক আগে পড়েছি ।
১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৫
জুল ভার্ন বলেছেন: আমাদের বাপ-দাদারও এই গল্প পড়া। আমি আমার ছেলে বেলায় পড়েছি এবং এখনো পড়ছি।
৮| ১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবাই বলে গেলেন গল্পটা আগে থেকেই জানতেন। আমি কথাটা রিপিট করলুম না।
গল্পটা গাধা, কুকুর, বানর ও মানুষের জীবন থেকেই নেয়া। চোখের সামনে এসব ঘটতে দেখছি। গল্পটা আমাদের বিনোদন দিলেও জীবনের বাস্তবতা খুব কষ্টদায়ক, মেনে নেয়া সুঃসাধ্য, কিন্তু মেনে নেয়া ছাড়া গতি নেই।
১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৭
জুল ভার্ন বলেছেন: সব মন্তব্যের সারাংশ আপনার মন্তব্য।
৯| ১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪১
মিরোরডডল বলেছেন:
ধুলোর মন্তব্যের সাথে সহমত ।
এই গল্পের সারমর্ম বাস্তবতা থেকেই নেয়া এবং দুঃখজনক !
গল্পটায় পুরুষকে নিয়ে বললেও বাস্তবে নারী পুরুষ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য ।
বয়স্ক অসহায় মানুষগুলোর একই চিত্র ।
১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৩
জুল ভার্ন বলেছেন: হ্যা গল্পটা পুরুষ চরিত্রের হলেও সকল মানুষের জন্য প্রযোজ্য।ধন্যবাদ।
১০| ১৮ ই মার্চ, ২০২২ রাত ১০:৩১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: খালি পুরুষদের সাথেই ঈশ্বরের যত অন্যায় !
১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৪
জুল ভার্ন বলেছেন: এখানে পুরুষ চরিত্র রুপক হিসেবে এসেছে। বিষয়টা মানুষের জন্য প্রযোজ্য।
১১| ১৮ ই মার্চ, ২০২২ রাত ১১:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: পুরুষজনম গাধা, কুকুর ও বানরেরও অধম।
১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৫
জুল ভার্ন বলেছেন: নাহ! মানুষ সৃষ্টির সেরা জীব। আশরাফুল মখলুকাত।
১২| ১৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪২
শেরজা তপন বলেছেন: পড়েছিলাম তবে ফের পড়েও ভাল লাগল
১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৩| ১৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: একেবারে বাস্তব সম্মত গল্প । ১০ ও ১১ নং মন্তব্যেকারি ভাইদের জন্য সমবেদনা।
১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৪| ১৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: আমার হু হু করে বয়স বাড়ছে। এজন্য আমার মন খারাপ। স্কুল কলেজের মেয়েরা আমাকে আংকেল ডাকে।
১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৭
জুল ভার্ন বলেছেন: আমাকেতো দাদু ডাকে
১৫| ১৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:২৭
কালো যাদুকর বলেছেন: এই গলাটা একজন আমাকে বলেছিল ৷ অনেকদিন পর আমার পড়লাম ৷ সুন্দর হয়েছে।
১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৬| ১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৩
কালাচাঁদ আজিজ বলেছেন:
ভালভাবে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা!!
১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: গতকাল কন্যার স্কুলে ছবি প্রতিযোগিতা হয়েছে।
কন্যা ২য় হয়েছে। সে একটা ইশপের বই পেয়েছে। সেই বইয়ে এই গল্পটা আছে।