নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

অ্যাপ্রিসিয়েশন অ্যাসেট এবং ডেপ্রিসিয়েশন অ্যাসেট.....

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:০৪

অ্যাপ্রিসিয়েশন অ্যাসেট এবং ডেপ্রিসিয়েশন অ্যাসেট......

অনলাইন ফোরামে নিজের চাহিদা লিখে পাত্র চাই বিজ্ঞাপন দিয়েছিলেন পূজা চৌহান নামে পঁচিশ বছর বয়সের এক যুবতী। যুবতীর পোস্টটি পড়ে উত্তর দিলেন স্বয়ং ধনকুবের মুকেশ আম্বানি। ছোট্ট ওই পোস্টেই মুকেশ বুঝিয়ে দিলেন, কেন তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি।
মুকেশ আম্বানি ও জনৈক পূজা চৌহানের সেই পোস্ট নিয়ে এখন জোর চর্চা অনলাইন দুনিয়ায়। কী রয়েছে পোস্টটিতে?
পূজা চৌহান লিখছেন,
আমি এই বছর ২৫ বছরে পা দেব। খুবই সুন্দরী। স্টাইলিশ, রুচিশীল। আমি এমন একজন স্বামী চাই, যাঁর বার্ষিক বেতন হবে ১০০ কোটি বা তার বেশি। আপনি হয়তো বলবেন, আমি একটু বেশিই উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু বর্তমানে বার্ষিক ২ কোটি টাকা বেতনে একেবারেই মধ্যবিত্তের মতো জীবনযাপন করতে হয়। সেদিক থেকে আমার চাহিদা একেবারেই বেশি নয়। এই ফোরামে এমন কেউ আছেন, যাঁর বার্ষিক বেতন ১০০ কোটি টাকা? তাঁরা কি সবাই বিবাহিত?

কেন আপনাকে আমি বিয়ে করব? এখনও পর্যন্ত আমি যতগুলো ডেটে গিয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি বেতনের পুরুষটির বেতন ছিল বার্ষিক ৫০ কোটি টাকা। অতএব আমি ৫০ কোটি টাকার পর থেকেই ভাবছি। তার কারণ কেউ যদি নিউ ইয়র্কের সবচেয়ে অভিজাত এলাকায় বসবাস করেন, তাহলে বার্ষিক ৫০ কোটি টাকা বেতন একেবারেই যথেষ্ট নয়। আমি কিছু প্রশ্ন করছি।

কেন সব ধনী ব্যক্তিদের স্ত্রীরা দেখতে মোটামুটি মানের হয়? আমার কিছু বান্ধবী আছে, তারা দেখতে খুব একটা ভালো নয়, কিন্তু তাদের বিয়ে হয়েছে ধনী ব্যক্তিদের সঙ্গে। ধনী ব্যক্তিদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, আপনি কী দেখে সিদ্ধান্ত নেন, যে এই মহিলা আমার স্ত্রী হবেন, আর ইনি গার্লফ্রেন্ড?

ওই ফোরামটিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি রয়েছেন। তিনি পোস্টটি দেখে উত্তর দেন। বুদ্ধিদীপ্ত সেই উত্তরটি হল-

প্রিয় পূজা,

আমি আপনার পোস্টটি খুব মন দিয়ে পড়েছি। এবং দেখলাম, আরও বহু মেয়ের আপনার মতোই প্রশ্ন রয়েছে। দয়া করে একজন পেশাদার লগ্নিকারী হিসেবে আপনার প্রশ্নগুলিকে একটু বিশ্লেষণ করতে দিন।

আমার বার্ষিক আয় ১০০ কোটি টাকার বেশি। আপনার চাহিদা মতোই। কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে, আপনাকে বিয়ে করা খুবই খারাপ সিদ্ধান্ত হবে। খুব সহজ উত্তর। দেখুন, আপনি চাইছেন, সৌন্দর্য ও টাকার বিনিময়। অর্থাৎ আপনাকে বিয়ে করলে একজন সুন্দরী স্ত্রী পাওয়া যাবে। তার বদলে আপনি হবেন ধনী। কিন্তু সমস্যা হল, আপনার এই যৌবন ও সৌন্দর্য একসময় শেষ হয়ে যাবে। কিন্তু আমার টাকা শেষ হবে না। বস্তুত, প্রতি বছর আমার আয় বাড়বে। কিন্তু প্রতি বছরই আপনি আরও সুন্দরী হয়ে উঠবেন না।

অতএব অর্থশাস্ত্রের নিরিখে, আমি একজন অ্যাপ্রিসিয়েশন অ্যাসেট। আর আপনি ডেপ্রিসিয়েশন অ্যাসেট। অর্থাৎ আপনার যৌবন ও রূপই যদি আপনার সম্পত্তি হয়ে থাকে, তাহলে ১০ বছর পর আপনার সম্পত্তি অনেকটাই কমে যাচ্ছে। ওয়াল স্ট্রিটে একটি প্রবাদ আছে, প্রত্যেক ট্রেডিংয়ের একটি পজিশন থাকে। আপনার সঙ্গে ডেটিং-ও একটা ট্রেডিং পজিশন। যদি ট্রেড ভ্যালু কমে যায়, তাহলে তা আমরা বিক্রি করে দিই। খামোখা দীর্ঘমেয়াদী ফেলে রেখে লাভ নেই। একই ভাবে আপনাকে বিয়ে করলেও তাই হবে। শুনতে খুব খারাপ লাগলেও সত্যি, যে কোনও সম্পত্তি, যার ডেপ্রিসিয়েশন ভ্যালু বেশি, তা বিক্রি করে দেওয়া বা লিজ দেওয়াই লাভজনক।

যে ব্যক্তির বার্ষিক আয় ১০০ কোটি টাকা, সে নিশ্চয়ই বোকা নয়। ব্যবসায়ী দৃষ্টিভঙ্গিতে আপনার সঙ্গে ডেট করাই যায়, কিন্তু বিয়ে করা যায় না। অতএব কোনও ধনীকে বিয়ে করার স্বপ্ন আপনার না দেখাই বুদ্ধিমানের। বরং নিজে ১০০ কোটি আয় করার চেষ্টা করুন। কোনও ধনীকে বোকা বানানোর চেয়ে ভালো হবে। আশা করি এই উত্তরটি আপনাকে ভাবতে সাহায্য করবে।

(দুই বছর আগের ঘটনা,কোলকাতার দূরবিন পত্রিকায় প্রকাশিত হয়েছিল - ফেসবুকে লিখেছিলাম, যা ফেসবুক মেমোরি মনে করিয়ে দিয়েছে)

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার উত্তর, ভাবার মতো বিষয়।

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৬

জুল ভার্ন বলেছেন: আমি চতমকৃত হয়েছি মুকেশ আম্বানীর চিন্তা ভাবনার গভীরতা দেখে। ধন্যবাদ।

২| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩২

বিটপি বলেছেন: যেই মেয়ে ১০০ কোটির পুরুষকে বিয়ে করতে চায়, তার মাথায় ঘিলু এত কম?

বার্ট্রান্ড রাসেলকে একবার সুন্দরী এক মডেল প্রস্তাব দিয়েছিল, আসুন আমরা বিয়ে করি। তাহলে তারা আমার মর রূপ আর আপনার মত বুদ্ধি পেলে দুনিয়াতে তারা হবে অসাধারণ ব্যক্তিত্ব।

উনার উত্তর ছিলঃ কিন্তু যদি উল্টোটা হয়? তারা যদি আমার মত রূপ আর আপনার মত বুদ্ধি পায়, তাহলে কি হবে?

সুন্দরী মেয়েদের বুদ্ধি বেশি থাকা লাগে। নইলে অনেক বড় বড় বিপদে পড়তে হয়।

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: বাস্তবতা হচ্ছে- সুন্দরী মেয়েদের বুদ্ধি কম! :)

৩| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৩

বিটপি বলেছেন: বার্ট্রান্ড রাসেলকে একবার সুন্দরী এক মডেল প্রস্তাব দিয়েছিল, আসুন আমরা বিয়ে করি। তাহলে আমাদের সন্তানেরা আমার মত রূপ আর আপনার মত বুদ্ধি পেলে দুনিয়াতে তারা হবে অসাধারণ ব্যক্তিত্ব।

উনার উত্তর ছিলঃ কিন্তু যদি উল্টোটা হয়? তারা যদি আমার মত রূপ আর আপনার মত বুদ্ধি পায়, তাহলে কি হবে?

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: চমতকার জবাব!

৪| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৩

ইন্দ্রনীলা বলেছেন: মুকেশ আম্বানীর ফ্যান হয়ে গেলাম।

এমনি এমনি তো আর এত বড়লোক হওয়া যায় না।

বুদ্ধি ঘটে থাকলেই হওয়া যায়।

মুকেশ আম্বানীর বউটা তার যোগ্য বউ। গুনবতী আর তার নৃত্যকলা অসাধারণ। মানসিকতাও নিশ্চয় ওমনই হবে। এত বুদ্ধিমান মানুষটা তো আর শুধু চেহারা দেখে বিয়ে করবে না।

আমি টার ইন্টারভিউ এ দেখেছি মুকেশ আম্বানীর বাবা তাকে পছন্দ করেছিলেন। তিনি যোগ্য পছন্দই করেছেন।

২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৭

জুল ভার্ন বলেছেন: আমিও মুকেশ আম্বানীর ভক্ত।
অন্যের বৌয়ের প্রসংশা করা বিপদজনক! =p~

৫| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৪

ফয়সাল রকি বলেছেন: আম্বানী সাহেবের কথা সত্য! কিন্তু অনেক ধনী মানুষকে দেখা যায় সুন্দরী নায়িকাদের বিয়ে করতে!

২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২০

জুল ভার্ন বলেছেন: শোকেসে সাজিয়ে রাখা বৌ দিয়ে কি হবে-যদি ঘটে বুদ্ধি না-জ্ঞান না থাকে। যারা সুন্দরী ভিজাইয়া পানি খায়- তারাই মাকাল ফল বিয়ে করে!

৬| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল একটা পোষ্ট পড়ালাম দাদা ভাল থাকবেন

২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সরকার।

৭| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৫

শায়মা বলেছেন: ৫. ২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৪০

ফয়সাল রকি বলেছেন: আম্বানী সাহেবের কথা সত্য! কিন্তু অনেক ধনী মানুষকে দেখা যায় সুন্দরী নায়িকাদের বিয়ে করতে!


তারা ৫০ কোটির নিচের মানুষ। ১০০ কোটির উপরে করলেই রুপের চাইতে গুন বড় হইতে হইবেক। :)

২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২১

জুল ভার্ন বলেছেন: =p~ :)

৮| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: মেয়েটাকে একটা থাপ্পড় দেওয়া দরকার।
আম্বানি সুন্দর উত্তর দিয়ছেন।

২০ শে মার্চ, ২০২২ দুপুর ২:১২

জুল ভার্ন বলেছেন: এই ধরনের মেয়ে যার জীবনে বৌ হয়ে যাবে তার জীবন তামা ক্রে ফেলবে! :((

৯| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যেমন প্রশ্ন তেমনি উত্তর, নে বাবা এবার চুপ হ, খায়েশ মিটলোতো ১০০ কোটি রুপিওয়ালা বিয়ে করার।

২০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০৬

জুল ভার্ন বলেছেন: ইহাকেই বলে- "মুখড়া রমনী বশীকরণ মন্ত্র"!

১০| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: উত্তর খুবই সুন্দর হয়েছিল

২০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪২

জুল ভার্ন বলেছেন: এভাবেই হওয়া উচিত। অন্যদিকে কোনো মেয়ে যেনো এভাবে নিজেকে টাকার বিনিময়ে পণ্য হিসেবে উপস্থাপন না করেন-সেটা শিখতে হবে।

১১| ২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: উভয়েই উভয়ের অবস্থান থেকে ঠিক ও ভাল বলেছেন।

পুজার বয়সের সবাই ভাল থাকতে চায় এবং তার জন্য সর্টকার্ট হিসাবে যা ভাল মনে হয়েছে তাই সে বলেছে।

আবার মুকেশ আম্বানী যা বলেছেন তা তার জীবনের অভিজ্ঞতা থেকে বলেছেন এবং তিনি সে অভিজ্ঞতা অর্জন করেছেন জীবনের অনেকটা পথ পাড়ি দেয়ার পর যা পূজা এখনো দেয়নি।

২১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৫৬

জুল ভার্ন বলেছেন: আমি বলব- মেয়েটির অবস্থান মোটেই সঠিক ছিলনা। কারণ, মেয়েটি যেটাকে সম্পদ ভেবে উচ্চাভিলাশী হয়েছিলো- সেটা খুবই ক্ষণস্থায়ী। পুজাকে আমি স্রেফ বোকা এবং জ্ঞানহীন মনে করি।

১২| ২০ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৯

মিরোরডডল বলেছেন:




প্রশ্নদাতার নিজের প্রতি সেলফ রেস্পেক্ট নেই ।
উত্তরদাতা ভীষণ লজিক্যাল এন্ড স্মার্ট ।
রূপে নয়, গুনেই পরিচয় ।




২১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৫৭

জুল ভার্ন বলেছেন: আপনার চিন্তা ভাবনা বাস্তবতার প্রতিফলন। আপনি বিষয়টা গভীর ভাবে উপলব্দধি করতে পেরেছেন। ধন্যবাদ।

১৩| ২১ শে মার্চ, ২০২২ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই ধরনের মেয়ে যার জীবনে বৌ হয়ে যাবে তার জীবন তামা ক্রে ফেলবে!

এই প্রজন্মের মেয়েদের চিন্তা ভাবনা এরকমই। এরা কোনো দিনও ভালো স্ত্রী হতে পারবে না। ভালো মা হতে পারবে না।

২১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৫৮

জুল ভার্ন বলেছেন: সত্য কথা।

১৪| ২১ শে মার্চ, ২০২২ রাত ১:১৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মেয়েটির আশা পূর্ণ হয়েছিল কি ?

২১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৫৯

জুল ভার্ন বলেছেন: প্রশ্নই আসেনা। কারন, জ্ঞানী লোকেরা ভাল করেই জানেন-চকচক করলেই সোনা হয়না।

১৫| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৮

সোবুজ বলেছেন: আম্বানীর বক্তব্য পুরাটা কমার্শিয়াল।মানবতার ছিটে ফোটাও নাই।এরা এমনই হয়।সমস্ত কিছুকে বিচার করে টাকা দিয়ে এবং সে নারীকে চরম অপমান করেছে।একটা নারীর বয়স যত বাড়বে আর তার দাম কমে যাবে।কি জঘন্য চিন্তা।তার পরিবারের নারীরা তাকে কি ভাববে।নারীর বক্তব্য গ্রহন যোগ্য নয়।মনে হয় সে তাকে বিক্রি করতে নিলামে তুলেছে।

২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৭

জুল ভার্ন বলেছেন: বিশয়টা যার যার দৃষ্টি ভংগীর ব্যাপার। আমার মনে হয়েছে- এখানে নারীই নিজেকে বাজারের পণ্য হিসেবে উপস্থাপণ করেছেন- যার যথাযথ জবাব মুকেশ আম্বানী দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.