নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ভালো হয়ে যাও মাসুদ......

২৬ শে মার্চ, ২০২২ সকাল ৯:২৫

ভালো হয়ে যাও মাসুদ......

রুশ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর আহবান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। (Noted).

মিঃ ভলোদিমির জেলেন্সকি, আপনার আহবানের আগেই বিশ্বের সকল শান্তিপ্রিয় ভালো মানুষ ইউক্রেনের মানুষের পক্ষে দাঁড়িয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ মুখর।

মিঃ প্রেসিডেন্ট জেলেন্সকি, আশা করি এবার আপনার বিবেক ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে স্বোচ্চার হবে। আপনি ফিলিস্তিনের বিরুদ্ধে ইজরায়েলী আগ্রাসনের, কাস্মীরসহ গোটা হিন্দুস্তান’র মুসলমানদের বিরুদ্ধে ইন্ডিয়ান সাম্প্রদায়িক সরকারের আগ্রাসনের এবং উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চিনা আগ্রাসনের বিরুদ্ধেও একই দাবী জানাবেন এবং নিজের এতোদিনকার ভূমিকার জন্য বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। জয় হোক মানবতার।

উল্লেখ্য, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, সার্বিয়া-ক্রোশিয়া, চেচনিয়ার মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা দূরের কথা বরং আপনি আগ্রাসীদের পক্ষে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করেছেন!

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ৯:৫৬

ছদকার ছাগল বলেছেন: জোকার জেলিনেস্কির কারণেই আজকে এই অবস্থা।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩২

জুল ভার্ন বলেছেন: রাইট। তবে জোকারটা আমেরিকা- ইউরোপীয় ইউনিয়নের ঢোল, ওরা যেমন বাজায় তেমন বাজে।

২| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: এবার হাড়ে হাড়ে টের পাক, এবার তবে ভালো হয়ে যা বেটা।

২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:১৩

জুল ভার্ন বলেছেন: ভালো হবেনা। তবে রুশ ভল্লুক শিয়ালের গর্তে ঢুকে এখন লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজতেছে।

৩| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০০

নাস্তিক্যবাদি পাদ বলেছেন: পুতিনের পতন হবে এবার

২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:১৪

জুল ভার্ন বলেছেন: অবশ্যই।

৪| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: যুদ্ধ হওয়ার কথা ছিলো সাত দিন। এক মাস হয়ে গেছে। কেহ মীমাংসায় যেতে পারেনি। সামনে কি হয় বলা মুসকিল। এই যুদ্ধ থামাতে পারে ন্যাটো। অথচ ন্যাটো চুপ করে আছে। মনে হয় মজা নিচ্ছে।

২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:১৫

জুল ভার্ন বলেছেন: এই যুদ্ধে জয় হয়েছে আমেরিকা তথা ন্যাটোর। পরাজিত হয়েছে রুশ এবং ইউক্রেন।

৫| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১০:১৫

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ইউক্রেনের বিপক্ষে রাশিয়াকে সাপোর্ট দিয়ে ইন্ডিয়া চীন মুসলমানদের ভাই হয়ে গেছে । সবাই দুধে ধোয়া তুলসীপাতা। ন্যাটোর বিপক্ষে গেলেই শত খুন মাফ !

২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:২০

জুল ভার্ন বলেছেন: আমি মনে করি- ইংগ-মার্কিন চক্র অথা ন্যাটোই হচ্ছে বিশ্ব অশান্তির মূল।

৬| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২১

রানার ব্লগ বলেছেন: পচা শামুকে পা হয়তো কাটবে এইবার পুতিনের !!!!

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৩

জুল ভার্ন বলেছেন: যেভাবে আফগানিস্তানে কেটেছিলো রুশ-মার্কিন পরাশক্তির।

৭| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:০৫

জটিল ভাই বলেছেন:
রোহিঙ্গা ইস্যুতে তাহার ভূমিকা কি ছিলো ও আছে?

৩০ শে মার্চ, ২০২২ সকাল ১০:২২

জুল ভার্ন বলেছেন: রোহিংগা ইস্যুতে জোকার ভাই ছিলেন নিরব দর্শক, আর ভিলেন পুটিং স্যার পুরাই ভিলেন!

৮| ৩০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না

৩০ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৮

জুল ভার্ন বলেছেন: =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.