নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

"আমি ভারতকে বলেছি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে".....

১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৭:২৯

"আমি ভারতকে বলেছি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে"............

আমি ভারতে গিয়ে বলেছি, ‘শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি, ‘ভারতকে বলেছি, আমরা উসকানিমূলক কর্মকাণ্ড কখনও প্রশ্রয় দেব না। এটা যদি আমরা করতে পারি, ভারত এবং বাংলাদেশ উভয়ের মঙ্গল। শেখ হাসিনা আছেন বলে ভারতের যথেষ্ঠ মঙ্গল হচ্ছে। বর্ডারে অতিরিক্ত খরচ করতে হয় না। ২৮ লাখ লোক আমাদের দেশ থেকে প্রতিবছর ভারতে বেড়াতে যায়। ভারতের কয়েক লাখ লোক আমাদের দেশে কাজ করে। এটি সম্ভব হয়েছে আমাদের সুন্দর অবস্থানের কারণে। সুতরাং আমরা উভয়ে এমনভাবে কাজ করব যাতে কোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টি না হয়। ভারত সরকারকে বলেছি, রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে যদি আমরা উভয়ে শেখ হাসিনাকে সমর্থন দিই।’

কোটেশন বাণীঃ-
“শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।”

“ভারত সরকারকে বলেছি, রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে যদি আমরা উভয়ে শেখ হাসিনাকে সমর্থন দেই।”

“অনেকে আমাকে ভারতের দালাল বলে, কারণ অনেক কিছুই হয়, আমি স্ট্রং কোনো স্টেটমেন্ট দেই না।”

“আমাদের প্রতিবেশী দেশে কিছু মসজিদ পুড়েছে। আমরা কোনোভাবে সেটা প্রচার করতে দিইনি।”

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
তারিখঃ ১৮.০৮.২০২২
চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে



তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন দৈনিক পত্রিকা।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৪৬

কামাল৮০ বলেছেন: ভারত যাতে ভুলে না যায় এই জন্য বলে এসেছেন।

১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৯:০৫

জুল ভার্ন বলেছেন: ভুলে যাবার প্রশ্নই ওঠে না, যেহেতু ভারতের নিয়োগ প্রাপ্ত.....

২| ১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৮:১৭

ঢাবিয়ান বলেছেন: ভারতের সরকার জনগনবান্ধব সরকার। বাংলাদেশ সরকার ভারতের জনগনের জন্য্ এতকিছু করছে , সেটার প্রতিদান তারা নিশ্চই দেবে।

১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৯:০৮

জুল ভার্ন বলেছেন: এই সরকারের ক্ষমতার উৎস এদেশের জনগণ নয়, খোদ ভারত। যার প্রতিদান দিচ্ছে না, প্রতিনিয়ত নিচ্ছে!

৩| ১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৯:২০

তানভির জুমার বলেছেন: ইতিহাসের পাতায় এইগুলো লেখা থাকবে। কিভাবে আওয়ামীল জনগণের সমর্থন ছাড়াও ১৫ বছর ক্ষমতায় ছিল। ভারতে কে কি কি কারণে বাংলাদেশের ঘৃনা করা উচিত।

১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৯:২২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মুখে
ফুল চন্দন পরুক।

১৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:১১

জুল ভার্ন বলেছেন: ফুল চন্দন না পরলেও পুলিশের লাথিগুতা নিশ্চিত....

৫| ১৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:১৯

জ্যাকেল বলেছেন: বাংলাদেশের সার্বভৌমত্ব বলতে কিছু নাই তা সাধারণ মানুষ ভাল করেই জানে। তাই ইহা মোটেও আশ্চর্য জনক কিছু না। তবে সমস্যার কথা হইতেছে বংগবন্ধু এই বাংলাদেশ চান নাই। ইনি চেয়েছিলেন পুতিন স্টাইলে এগিয়ে যাওয়া যা আমেরিকা/ভারত/পাকিস্তান কেহই পছন্দ করেনি ফলে উনাকে নির্মম ভাবে সরায়ে দিয়েছে।
শেইখ হাসিনা তাই সকল চিন্তা দুরে ফেলে দিয়া ভারতের বগলের তলে আশ্রয় নিলেন। ঐ মোমেন টুমেন সকলেই উহা নিয়ে চলেন ফলে মাঝে মধ্যেই কুল কিনারার বাইরে মন্তব্য/বক্তব্য করে ফেলেন। আবার কেয়ারও নাই, কারণ লাজ শরমের মাথাও আর বিদ্যমান নাই কি-না।

দুঃখজনক হইলেওও সত্য- খোদ আওয়ামীলীগের নেতৃস্থানীয় লোকেদের মধ্যে কেহ কেহ আছেন অনিচ্ছায়(অযথা ঝামেলায় না জড়াইতে)। জননেত্রীর স্লোগান ইনারা দিচ্ছেন এক প্রকার মুনাফিকি করেই।

বাংলাদেশের জনগণের উচিত ছিল বিম্পি জামাতমুক্ত হইবার পরে ২০১৪ সালের নির্বাচনের অবস্থা অনুসারে ব্যবস্থা নেওয়া। শ্রীলংকার জনগণ শেষ পর্যায়ে এসে যেভাবে নিজেদের ভাগ্য বদলাইতে পারতেছে আমাদের ভুদাই জনগণ সেইরকম পারবে মনে হচ্ছে না।

১৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৭

জুল ভার্ন বলেছেন: স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানে ছিলো এখন সংবিধানই নাই। দেশ চলছে ইন্ডিয়ান সংবিধানে তাদের নিয়োজিত পাপেট ভৃত্যদের দ্বারা।

৬| ১৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৫

শেরজা তপন বলেছেন: কথা মাঝপথে আটকে গেল!!!
বড় ভাই এর মত ভীমরতিতে ধরেছে

১৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৮

জুল ভার্ন বলেছেন: বড়ো ভাইয়ের মতো আলগাও ইন্ডিয়ান এজেন্ট।

৭| ১৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৭

ঢাবিয়ান বলেছেন: প্রতিদান দিচ্ছে না কে বলল? বাংলাদেশের মানুষ এখন মৃত্যূর আগেই বেহেশতে আছে। :D

১৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৯

জুল ভার্ন বলেছেন: বেশুমার প্রতিদান দিচ্ছে..... গুম-খুন নিয়ে মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করে কোনো লাভ নাই। ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপির লক্ষ মানুষ হত্যা করলেও আন্তর্জাতিক শক্তিধর রাস্ট্র চুপ থাকবে ইন্ডিয়াকে খুশী রাখতে।

৮| ১৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১:২৪

অধীতি বলেছেন: এভাবে প্রকাশ্যে এইরকম মন্তব্য বলে দেয় উনি কতটা অসহায়।

১৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০০

জুল ভার্ন বলেছেন: উনি মোটেই অসহায় নন। উনি সততার সঙ্গে উনার প্রভূভক্ত প্রকাশ করতে পঞ্চমুখ।

৯| ১৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: ৭১-এ পাকিস্তানপন্থী রাজাকার ছিলো আর এখন রয়েছে ভারতপন্থী। এরা কেউই প্রকৃত অর্থে বাংলার মাঠিকে ভালোবাসে নি, ভালোবেসেছে ক্ষমতার লোভ। রাতের ভোটে ক্ষমতা কুক্ষিগত করে কতদিন থাকতে পারবেন সেটা সময় বলে দেবে। তবে অতীত ইতিহাস দেখলে বোঝা যায়, ক্ষমতা কুক্ষিগত করার পরিণাম কখনোই শুভ হয় নি।

১৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৩

জুল ভার্ন বলেছেন: এরা আরও অনেক বছর টিকে থাকবে। লক্ষ লক্ষ বিরোধী মতের মানুষ হত্যা করেও বহাল তবিয়তে টিকে থাকবে যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে স্বার্থ হাসিল করতে।

১০| ১৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: এরাই দেশ চালায়।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫৯

জুল ভার্ন বলেছেন: যেমন হবুচন্দ্র তেমন তার গবুচন্দ্র গং.... এদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই.....

১১| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: ছি: এটা কোনো স্বাধীন দেশের মন্ত্রীর মুখের ভাষা হতে পারে? ধিক মন্ত্রী মশাইকে।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:০০

জুল ভার্ন বলেছেন: এই ভাঁড় ভারত সরকারের নিয়োগ দেওয়া....

১২| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:২১

আরোগ্য বলেছেন: নাটের গুরু যে ভারত এটা তো open secret. যাও বিভিন্ন সময়ের দলপতিরা তাদের ফাঁকা বুলি দিয়ে এ গোপন তত্ত্বকে পর্দার আড়ালে ঢেকে রেখেছিল, মোমিন সাহেব তার ফুৎকারে পর্দাটা সরিয়ে দিয়েছেন।

আল্লাহ তায়া’লা আমাদের মাতৃভূমিকে হেফাজত করুন।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:০১

জুল ভার্ন বলেছেন: ভাঁড় মন্ত্রী যা স্বীকার করেছেন সেই কথাই আমরা গত ১৪ বছর যাবত বলে আসছি....

১৩| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৩

পোড়া বেগুন বলেছেন:
তিনি সত্য বুঝেছেন। তাই সত্য কথা,
মনের কথা মুখ ফস্কে বলে ফেলেছেন।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৩

জুল ভার্ন বলেছেন: মুখ ফসকে হলেও সত্য কথা বলেছেন যা আমরা গত ১৪ বছর যাবত বলে আসছি।

১৪| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, এমন সব কথা কানে কানে বলতে হয়, কারণ এমন সব কথা লোকে শুনলে মন্দ বলে। টাইম ম্যাশিনের কল্পণায় হয়ত মন্ত্রী মহোদয় কিছু সময়ের জন্য শৈশবে ফিরে গেছেন। সেজন্য কানে কানে বলা কথা জনসমক্ষে বলে দিলেন।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৩

জুল ভার্ন বলেছেন: দায়িত্ব জ্ঞানহীন বাচাল হলে যা হয়.....

১৫| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১২:৪৪

মোগল সম্রাট বলেছেন: ভারত আমাদের দেশকে ট্রাক, গরু আর ফেনসিডিল বেচার বাজার ছাড়া অন্য কোন কিছু ভাবে বলে এখন আর মনে হয় না।
এটা যে সরকারই আসুক কোন সমস্যা তাদের নেই। এই বাজার হারাবে না তারা। কারন ওগুলো ছাড়া আমরা অচল

সুতরাং সরকার টিকানোর মতো দায় ঠেকা তাদের নাই।

২০ শে আগস্ট, ২০২২ সকাল ৯:২৩

জুল ভার্ন বলেছেন: বর্তমান সরকারের উতস এবং অস্তিত্বই ভারত সরকার!

১৬| ২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২০

জটিল ভাই বলেছেন:
“ভারত সরকারকে বলেছি, রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে যদি আমরা উভয়ে শেখ হাসিনাকে সমর্থন দেই।”
এই বক্তব্যে আমার মতে নাদানের কাছে মিন হচ্ছে যে, ভারত আমাদের অঙ্গরাজ্য =p~

২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৫

জুল ভার্ন বলেছেন: ব্যাপার না। একজন বেওয়ারিশ মন্ত্রীর কথায় কান না দিয়ে শেষ গতির জন্য ওনার দায়িত্ব আঞ্জুমান ই মফিদুল ইসলাম এর কাছে হস্তান্তর করা উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.