নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে.....

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৯

এলেবেলে.....

"ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা ,ঐ খানেতে বাস করে কাণা বগীর ছা।" কিম্বা "তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে..."- ছড়া কবিতা এখনো আমাকে টানে।

কবিতায় ও গানে সবসময় আমাদেরকে টানে তাল তমাল ছায়া ঘেরা, নীল আকাশের নীচে সাদা মেঘের ভেলায় চড়ে কাশবনের মায়াবী মৃদৃ মন্দ পরশে গ্রামবাংলা। যতদিন রবে নীল আকাশ, তাল গাছ আর কাশবন ততদিন শরৎ থাকবে নিজ মহিমায়। তাল গাছই যেন শরতের প্রাণ, নীল আকাশে মেঘের আনাগোনা আর সেই সাথে তালের সমারোহ দেখেই বোঝা যায় শরৎ এসে গেছে।


তালগাছের বেশ একটা ঋজু ব্যাপার আছে। সেই জন্যই বোধহয় আমার প্রিয় এক বন্ধুর আবদার ছিলো তাঁর স্মরণে আমি যেন আমার বাড়ির দরজায় দুটো তালগাছ লাগাই.... আমার সেই বন্ধুর স্মরণে গ্রামের বাড়িতে দুটো তালগাছ লাগিয়েছিলাম যা এখন বিশাল মহিরুহ হলেও আমার বন্ধু স্বেচ্ছা নির্বাসনে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে....

ঐ যে কথায় বলে না "তফাৎ কেবল শিরদাঁড়ায়"- ঠিক তাই। তালগাছের শিরদাঁড়াতেই একটা নিজস্বতা আছে। আমরা কি শুনেছি আমপুকুর, জামপুকুর, পেয়ারাপুকুর, স্ট্রবেরী পুকুর, নাহ শুনিনি। শুনেছি কেবল তালপুকুর - সেটা ওই শিরদাঁড়ার তফাৎ এর জন্যই। আমাদের গ্রামে আমাদের একটা দীঘি আছে যার চারিদিকে তালগাছ লাগানো হয়েছিলো অর্ধশতাধিক বছর আগে। তাতেই আমি সরেজমিন বাবুই পাখির বাসা প্রথম চিনেছিলাম। আমাদের গ্রামে, আমাদের জমির আল বরাবর বেশ অনেক তালগাছ লাগানো আছে।

তো এই তাল কিন্তু বড় গুরুত্বপূর্ণ ম্যাটার। আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন- আপনার মাথার তালুতে তাল পড়ার সম্ভাবনা রয়েছে। আর তাতে আপনি তালকানা হয়ে মাতালের মতন তাল জ্ঞান শূন্য হলেও হতে পারেন। আর তাই তালে থাকার চেষ্টা করবেন। আপনাদের জন্য তালগাছের ছবি দিলাম।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

কামাল১৮ বলেছেন: যুগের সাথে তাল মিলিয়ে চলা,কথাটা যত সহজ বাক্যের গভীরতাটা অত সহজ নয়।নিজেকে সব সময় বর্তমানের সাথে সংযুক্ত রাখা, চিন্তা ভাবনাকে উন্মুক্তরাখা,নতুন ভাবনাকে যুক্তি সহকারে গ্রহন করার মানষিকতা থাকা।নিজের মানবিক গুনাবলিকে বিকশিত করা।আরো অনেক কিছু।এক কথায় মনকে উন্মুক্ত রাখা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১৪

জুল ভার্ন বলেছেন: একমত তবে খুব কঠিন কাজ!

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাবুই পাখির বাসা দুর্লভ হয়ে গেছে মনে হয়। ছোটবেলায় দেখেছিলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১৬

জুল ভার্ন বলেছেন: সাভারে আমার যতসামান্য জমি আছে...সেখানে বেশ কয়েকটি তালগাছ আছে। সবগুলো গাছেই বাবুইপাখি বাসা বাঁধে।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০২

বিষাদ সময় বলেছেন: শিরদাঁড়া ছাড়া পদ্মপুকুর হয় মনে হয়। তালগাছ শিরদাঁড়া নিয়ে দাঁড়িয়ে থাকুক তাতে কোন আপত্তি নাই। কিন্তু সে যে মাঝে মাঝে অন্যের শিরে আঘাত করে। :|

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪২

জুল ভার্ন বলেছেন: কিছুই করার নাই, প্রাকৃতিক নিয়মে তাল পেকে ভূমিষ্ট হয়.... =p~

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৪

শেরজা তপন বলেছেন: :D শেষ কথাগুলো চমৎকার হয়েছে ভাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ :P

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৬

মাস্টারদা বলেছেন: প্রথম দু' প‍্যারা পড়ে একটা কথা মনে হলো। তালগাছ নিয়ে নজরুলের "ঝাঁকড়া চুলো তালগাছ..." কবিতাটা কিন্তু আরো অসাধারণ।
যতদূর জানি, এক হাত উঁচু করে দাঁড়ালে পা থেকে হাতের আঙ্গুলের মাথা অবধি উচ্চতাকে বলে এক তাল। আর এই এক তালেও যে পুকুরে ঠেই পাওয়া যায় না, অর্থাৎ গভীরতা এক তালের বেশি __তাকেই বলে তাল পুকুর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: 'এক তাল' বিষয়টা জানা ছিলো না। জানানোর জন্য ধন্যবাদ।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


তাল গাছ বেড়ে উঠায় সময় লাগে অনেক।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৫

জুল ভার্ন বলেছেন: এক যুগ।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৫

অধীতি বলেছেন: যুগের সাথে তাল না মেলালে তাল মাথায়-ই পড়বে এ বড্ড হাছা কইছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০২

অপু তানভীর বলেছেন: আমি খানিকটা তাল মিলিয়ে চলায় পিছিয়ে আছি ! :D

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৭

জুল ভার্ন বলেছেন: আমিতো পুরাই বিপরীত মুখি অবস্থান।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: আপনি কি বিভূতিভূষনের 'তালনবমী' গল্পটা পড়েছেন?
এই গল্পটা পড়ে আমার চোখ ভিজে উঠেছে। আমার ধারনা গল্পটা যারাই পড়বেন তাদের সকলের চোখ ভিইজে উঠবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৩

জুল ভার্ন বলেছেন: যদিও কিশোর শ্রেণীর গল্প....পঞ্চম শ্রেণীতে আমাদের পাঠ্য ছিলো.... এখনো মনে আছে- নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে। নেপালের বয়স বছর বারো, গোপালের দশ। ক’দিন থেকে পেট ভরে না-খেতে পেয়ে ওরা দুই ভায়েই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে..... ক্ষুধার কষ্ট কিভাবে তুলে ধরেছেন আমার অন্যতম প্রিয় সাহিত্যিক।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভাইজান,

তালগাছ সম্পর্কে আপনার অবজারভেশন খুবই ভালো।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার একটা তালপুকুরের বড্ড শখ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.